চেতনা ব্যবসায়ীরা কোথায় ??

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১১ জানুয়ারি, ২০১৪, ১২:৪১:১০ দুপুর

বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, যিনি আমাদের দেশের সর্বউচ্চ রাষ্ট্রীয় অপাদী প্রাপ্ত শহীদ মুক্তিযুদ্ধা ৷ যাদের অবদানেই আপমরা আজ স্বাধীন ভুখন্ড পেয়েছি, কিন্তু লজ্জাজনক ও দুঃখ জনক হলেও সত্য যে এই বীরশ্রেষ্ঠর সন্তানেরা এখন দিন মুজুরের কাজ করে ৷ ঠিক ভাবে মাথা গোঁজারও কোনো ব্যবস্থা নাই এই বীরশ্রেষ্ঠর পরিবারের লোকদের ৷

অন্যদিকে তিথাকথিত শহীদ বুদ্ধিজীবী (?) শহীদুল্লা কায়ছারের গুলশান ৬৫ নম্বর রোডে বিশাল বাড়ি ‘সংশপ্তক’ থাকা সত্ত্বেও তার মেয়ে সমি কায়ছার এবং স্ত্রী পান্না কায়ছার মিলে ইস্কাটনে সরকারী পরিত্যক্ত বিশাল একটি বাড়ি দখল করে আছে।

তথাকথিত এই বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়ছার মুক্তিযুদ্ধের পুরা ৯ মাস ঢাকাতেই অবস্থান করেছিল ৷ যৌবনে থাকা এই বুদ্ধিজীবী ইচ্ছে করেই যুদ্ধে অংস নেয়নি ৷ বিজয়ের ৩ দিন আগে ১৪ ডিসেম্বর তাকে পাক সেনারা হত্যা করে বলে দাবি করা হয় ৷ তার মেয়ে সমি কায়ছার একজন অভিনেত্রী, সে নিজেই কোটি টাকা কামায় ৷ তারপরেও সরকারী বাড়িটি দখল করে বসে আছে ৷

আর বীরশ্রেষ্ঠর সন্তান মাথা গোঁজারও জায়গা পায়না, দিন মজুরের কাজ করে সংসার চালায় ৷

উল্লেক্ষ্য ঃ শহীদুল্লাহ কায়ছার হলো নাস্তিক মুরগি চোর শাহরিয়ার কবিরের চাচাত ভাই ৷

বিষয়: বিবিধ

১০৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File