আমি জানতে চাই বিএনপি কি নিষিদ্ধ দল ?

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৭ জানুয়ারি, ২০১৪, ০৬:৪৫:৪১ সন্ধ্যা

যদি বিএনপিকে নিষিদ্ধ করা না হয়ে থাকে তাহলে কেন দেখা মাত্রই বিএনপি নেতাদের আটক করা হচ্ছে ? কোনো রকম অভিযোগ ছাড়া একের পর পিএনপি নেতাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেয়া হচ্ছে ৷ একটা বৈধ রাজনৈতিক দলের প্রথম শ্রেনীর নেতাদের এই ভাবে গ্রেপ্তারের নজির বিশ্বের কোনো সভ্য দেশে তো দুরের কথা কোনো অসভ্য দেশে আছে বলে আমার জানা নাই ৷

যেখানেই দেখা যাচ্ছে সেখানেই গ্রেপ্তার করা হচ্ছে ৷ মনে হচ্ছে যেনো তালেবান কিংবা উলফা নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে ৷ আজ বারিধারা থেকে বিএনপির ৫/৭ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হলো, পরে অবশ্যই ২ জনকে রেখে বাকিদের ছেড়ে দেয়া হয় ৷

প্রশ্ন হলো তাদের অপরাধ কি ছিল ?

তারা বিএনপির নেতা এটাই কি তাদের অপরাধ ? বিএনপি তো নিষিদ্ধ দল না তাহলে বিএনপি করলে অপরাধ হবে কেনো ? সরকারের যদি এভাবেই বিএনপির উপর গ্রেপ্তার অভিযান চালাতে হয় তাহলে প্রথমে বিএনপিকে নিষিদ্ধ করতে হবে, তার পর যা করার তা করবে ৷ কিন্তু একটা বৈধ রাজনৈতিক দলের নেতাদের উপর এভাবে গ্রেপ্তার অভিযান চালানোর কোনো অধিকার সরকারের নেই ৷

বিষয়: রাজনীতি

১৪৭৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160010
০৭ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
সিটিজি৪বিডি লিখেছেন : আমার মনে বিএনপির কিছু নেতা সরকারের সাথে আতাত করেছে। তা হলে বিএনপির মত বিশাল দলের এই অবস্থা কেন হবে?
160061
০৭ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০৯
আবরণ লিখেছেন : ব্যপারটা বুঝলেন না? বাপের সম্পত্তিতে যা খুশী তাই করা যায়.. কি বুঝা গেল ব্যপারটা?
160075
০৭ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২৬
শেখের পোলা লিখেছেন : প্রদীপ নেভার আগে উজ্জ্বল হয়৷
160583
০৮ জানুয়ারি ২০১৪ রাত ১০:১৯
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : তাই মনে হচ্ছে
160584
০৮ জানুয়ারি ২০১৪ রাত ১০:২০
সাইয়েদ মাহফুজ খন্দকার লিখেছেন : তাই মনে হচ্ছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File