একজন বিজ্ঞ রাজনৈতিক নেতার মতো বক্তব্য দিলেন তারেক....৷
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৭ জানুয়ারি, ২০১৪, ০৮:৪২:৩৩ সকাল
গতকাল তারেক রহমান লন্ডনে একটি সাংবাদিক সম্মেলন করেছেন, সাংবাদিক সম্মেলনে তিনি প্রথম লিখিত বক্তব্য দিয়েছেন তারপর সংদিকদের বিভিন্য প্রশ্নের উত্তর দিয়েছেন ৷ আমি পুরো সংবাদ সম্মেলনটা একুশে টিভিতে দেখেছি ৷ সত্য বলতে আমি দারুন ভাবে মুগ্ধ হয়েছি তারেক জিয়ার বক্তব্য শুনে ৷ একজন রাজনৈতিক বিজ্ঞ নেতার বক্তব্য কেমন হওয়া চাই তারেক রহমান যেন তাই বুজিয়ে দিলেন ৷
তার বক্তব্যে কোনো মিথ্যা তথ্য ছিলনা, অশ্লীল কথা ছিলনা, ব্যক্তিগত আক্রমন ছিলনা, অযথা প্যাচাল ছিলনা ৷ এক কথায় একজন সভ্য রাজনৈতিক নেতার বক্তব্যের মধ্যে যে সকল বৈশিষ্ট থাকা দরকার তার পরিপূর্ণই তারেক রহমানের বক্তব্যের মধ্যে ছিল ৷
তারেকের সাথে জয়কে মিলানো কিছুতেই উচিত নয় তার পরেও যুক্তির খাতিরে একটু মিলিয়ে দেখুন হাসিনা পুত্র জয়ের সাথে জিয়ার পুত্র তারেককে ৷ জয়ের প্রতিটা বক্তব্যে শত শত মিথ্যা অশ্লীল ও ব্যক্তিগত আক্রমন থাকেই ৷ জয়ের এমন কোনো বক্তব্য কেউ দেখাতে পারবেনা যেখানে সে অযৌক্তিক ভাবে বিরোধী দলকে আক্রমন করেনি ৷
জয়ের দল এখন ক্ষমতায় আছে সে হিসেবে তার থেকে এমন আচরন কোনো ভাবেই যৌক্তিক নয়, বরং তারেক যদি এমন আচরন করত তাহলে সেটা মানা যেত, কারন তারেক এখন বিরোধী দলে আছে ৷ বিরোধী দলে থাকলে অত্যাচারিত হয় নিপেড়িত হয় সে জন্য কিছু কটু কথা মুখ দিয়ে আসতে পারে এটাই সাভাবিক ৷
কিন্তু হাসিনা পুত্র ক্ষমতায় থেকেই এমন এমন কথা বলেন যা বিরোধী দলে থেকেও বলা অবাঞ্চনীয় ৷ আসল কথা বাবা মা যেমন সন্তানও হয় তেমন, হাসিনা যেমন তার পুত্র হয়েছে তেমন, বেগম জিয়া যেমন তার পুত্র হয়েছে তেমন ৷
বিষয়: বিবিধ
১১৫২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন