ফল জালিয়াতি, হাসিনার বৈধতার প্রশ্ন, তারপর কি হবে....?
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৬ জানুয়ারি, ২০১৪, ১০:৩৩:৫০ সকাল
সরকার সর্বনিম্ন ৪৫ শতাংশ ভোট গ্রহন হয়েছে বলে দেখাতে মরিয়া হয়ে গেছে ৷ ইতিমধ্যেই সরকারের পা চাটা মিডিয়া গুলাকে দিয়ে প্রচার চালাতে শুরু করেছে কিছু এলাকায় ৯০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে ৷ নির্বাচন কমিশনও সমানতালে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকারের প্লান, সারাদিন দুই শতাংশ ভোট না পরলেও রাতে একেক পার্থীর পক্ষে লক্ষ লক্ষ ভোট পড়েছে দেখিয়ে বিজয়ী ঘোষনা করা হয়েছে ৷
এখন জনমানুষের মদ্ধ্যে প্রশ্ন জেগেছে ভোট না দেয়ার পরেও কি করে এত ভোট কাস্টিং হলো ? এত ভোট দিলো কে !! ভোট কেন্দ্রে তো মানুষ দেখা যায়নি, কিছু ভোট কেন্দ্রের সামনে চার পায়ের আওয়ামী কর্মীদের (কুকুর লিগ) দেখা গিয়েছে, তারাই কি লক্ষ লক্ষ ভোট গুলা দিয়েছে !! কিন্তু তারা মানে কুকুরেরা তো ভোটার নয় ! তাহলে কে দিলো এই ভোট !!
জানি কখনই জানা সম্ভব হবেনা এই ভোট কে দিয়েছে কারা দিয়েছে ৷
তবে এইটা ঠিক হাসিনা এমন ভাওতাবাজির ভোট দেখিয়ে দেশে বিদেশে কোথাও বৈধতা হাসিল করতে পারবেনা ৷ কারন দেশী মিডিয়ার সাথে সাথে বিদেশী মিডিয়া গুলাও দেখেছে কালকে ভোটার সংখা কেমন ছিল ৷ হাসিনা হয়ত দেশীয় মিডিয়া গুলাকে আয়ত্ত করে ফেলতে পারে কিন্তু বিদেশী মিডিয়া গুলার চোখে হাসিনা কিছুতেই ধুলা দিতে পারবেনা ৷
এক কথায় ২৪ জানুয়ারির পরে এই সরকার বিদেশীদের কাছে সম্পুর্ন অবৈধ হয়ে যাবে ৷ সে হিসেবে হয়ত বড় ধরনের অবোধের মুখ পড়তে পারে দেশ ৷ ধংস হয়ে যেতে পারে দেশের অর্থনীতি, ভেঙ্গে পড়তে পারে জনপ্রশাসন বেবস্থা ৷ তখন দেশের অস্তিত্ব নিয়ে চিন্তায় পড়তে হবে এই দেশের মানুষের ৷ জানিনা কি হবে তখন ৷
বিষয়: রাজনীতি
১১৫৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফটিকছড়ির নিশ্চিন্তাপুরে ক্ষুব্ধ ভোটারদের
রোষানলে পড়ে কানে ধরে ক্ষমা চেয়ে
উদ্ধার হয়েছেন তরিকত ফেডারেশনের সভাপতি
আওয়ামী লীগ সমর্থিত নজিবুল বশর মাইজভাণ্ডারী।
ধরে ভোটারদের কাছে মাপ চাইছেন !!!
মন্তব্য করতে লগইন করুন