হাসিনার গতকালের মিথ্যা ভাষনের দাত ভাঙ্গা জবাব (১পর্ব) পড়ে দেখুন মজা পাবেন ৷
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৩ জানুয়ারি, ২০১৪, ১১:৪৭:১৫ সকাল
হাসিনা ঃ আমরা আপনাদের কাছে দেয়া ওয়াদার চাইতেও বেশি কাজ করেছি।
✍ মাহফুজ ঃ তাই নাকি ?? ১০ টাকা চালের কেজি খাওয়াবেন বলেছিলেন, এখন ৮ টাকা খাওয়াচ্ছেন তাই না ??
হাসিনা ঃ আমরা ২০১৩ সালে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সমতা অর্জন করেছি।
✍ মাহফুজ ঃ ম্যাডাম এত বিদ্যুৎ যায় কই ? আমরা তো অন্ধকারে থাকি ৷
হাসিনা ঃ ইন্টারনেট সুবিধা গ্রাম পর্যন্ত পৌঁছে দিয়েছি।
✍ মাহফুজ ঃ ও-ম্যাডাম এইটা তো সিম কম্পানি করেছে; এখানে আপনার কৃতিত্ব কি ?
হাসিনা ঃ দারিদ্র্যের হার ৪১ দশমিক ৫ থেকে কমে ২৬ শতাংশের নিচে।
✍ মাহফুজ ঃ হ্যাঁ এইটা ঠিক বলছেন, তবে তা শুধু মাত্র আওয়ামীদের বেলায় প্রযোজ্য সাধারন মানুষের বেলায় নয় ৷ আওয়ামীদের শুধু দারিদ্রতাই দূর হয়নি তারা ধনকুবও হয়েছে ৷
হাসিনা ঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়িয়েছি ৬০ থেকে ৭০ ভাগ।
✍ মাহফুজ ঃ উল্টো দিকে জিনিসপত্রের দাম বাড়িয়েছেন তার দ্বিগুন ৷
হাসিনা ঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসর গ্রহণের বয়স ৫৯ বছর করা হয়েছে।
✍ মাহফুজ ঃ এইটা করেছেন নিজের দলের লুটেরাদের লুটপাটের সময় বাড়ানোর জন্য ৷
হাসিনা ঃ রাষ্ট্র এবং সরকারের বিভিন্ন স্তরে প্রশাসন, সশস্ত্রবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি, শিক্ষক, প্রকৌশলী, নার্সসহ সবার নতুন করে পদবিন্যাস ও পদমর্যাদা বৃদ্ধি করা হয়েছে।
✍ মাহফুজ ঃ ম্যাডাম এইটা কিন্তু ১০০ ভাগ সত্য বলেছেন, আপনি সব জাগায় পদবিন্যাস করে নিজের চামচা ও দলীয় গুন্ডাদের বসিয়েছেন ৷ এবং নিজের লোকদের পদমর্যাদা বৃদ্ধি করে জায়গা মত বসিয়েছেন ৷
হাসিনা ঃ পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
✍ মাহফুজ ঃ তবে সবাই আওয়ামীলীগের ৷
হাসিনা ঃ ১৬ লাখ কৃষককে বিনামূল্যে সার দেয়া হয়েছে।
✍ মাহফুজ ঃ ঐ ১৬ লাখের তালিকাটা প্রকাশ করেন ৷
হাসিনা ঃ গড় আয়ু বেড়ে এখন ৬৯ বছর।
✍ মাহফুজ ঃ ও-ম্যাডাম এতে আপনার অবদান কি ? এইটা তো আল্লাহ করেছেন ৷ নাকি ফেরাউনের মত নিজেকে.....৷
হাসিনা ঃ মাতৃমৃত্যু হার ও শিশু মৃত্যু হার কমিয়েছি।
✍ মাহফুজ ঃ আপনি কমিয়েছেন !! নাউজুবিল্লাহ
হাসিনা ঃ ২৬ হাজার ২০০ প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছি।
✍ মাহফুজ ঃ জ্বী শিক্ষকদের উপর গুলি বর্ষন ও পিপার স্প্রে মারার কথাটাও বলুন !
হাসিনা ঃ মোবাইল ব্যাংকিং, মোবাইল স্বাস্থ্যসেবা, ই-কমার্স চালু করেছি। মোবাইল ফোনে থ্রি-জি সেবা চালু করেছি। তিন কোটি ৮৬ লাখ মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করছে। ১১ কোটি মোবাইল সিম ব্যবহার হচ্ছে বাংলাদেশে।
✍ মাহফুজ ঃ ও-ম্যডাম এগুলা তো মোবাইল অপারেটরেরা করেছে, এখানে তো আপনার কোনো অবদান নাই ৷ আর মানুষের প্রয়জন হইছে তাই মোবাইল কিনছে আপনি তো কাওকে মাগনা মোবাইল দেন নাই ৷
হাসিনা ঃ আন্তর্জাতিক সমুদ্র ট্রাইব্যুনালে জিতে সমুদ্র জয় করেছি।
✍ মাহফুজ ঃ এইটার ভিতরের খবর আমরা জানি ৷
হাসিনা ঃ ব্রিজ-কালভার্ট-সড়ক-মহাসড়কসহ যোগাযোগ অবকাঠামোতে ব্যাপক উন্নয়ন করেছি।
✍ মাহফুজ ঃ জ্বী ম্যাডাম আপনি অনেক কিছু করেছেন তবে পদ্মা সেতু গিলে খেয়াছেন, আর আমার এলাকায় এসে রাস্তা-ঘাট দেখেজান ৷ শরীরের হাড্ডি একটাও আস্ত থাকবেনা, রাস্তার ঝাকুনিতে সব ভেঙ্গে যাবে ৷
(বাকি গুলার জবাব আজকেই পোস্ট করব)
বিষয়: রাজনীতি
১২৭৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গোপালি বুবুর থেকে বাংলাদেশের মানুষ অনেক বুদ্ধিমান।
শেখ মুজিবের মেয়ে তাই বলে বড় বড় কথা, তা না হলে তাকে কেউ চাকরানী ও রাখবেনা সে যে বড় বেয়াদব।
গোপালী বুবুর যদি আক্কেল থাকে এই ধরনের মিথ্যা ওয়াজ আর করবেন না।তবে আমি জানি তার আক্কেল বুদ্ধি কম,তাই যদি না হয় তাহলে এতো মিথ্যা কিভাবে বলে।
মিথ্যার ও তে একটা শিমা রেখা আছে।
গোপালি বুবু এখন স্থান করে নিয়েছেন শতাব্দির শ্রেষ্ঠ মিথ্যা বাদি হিসাবে।
উত্তরগুলো দেখে আমার মনে চাচ্ছে,আপনার মুরীদ হই। আমারে কি মুরীদ বানাবেন মাহফুজ ভাই?
মন্তব্য করতে লগইন করুন