রোম যখন পুড়ছিল তখন সম্রাট নিরো বাঁশি বাজাচ্ছিল, বাংলাদেশ জ্বলছে আর হাসিনা ব্যাডমিন্টন খেলছে ৷

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ৩১ ডিসেম্বর, ২০১৩, ০৬:১১:৫৩ সকাল

রোম যখন পুড়ছিল তখন সম্রাট নিরো বাঁশি বাজাচ্ছিল ৷ কারন সম্রাট নিরোর জনগনের প্রতি কোনো কমিটমেন্ট ছিলনা, সম্রাট নিরো ছিল অত্যাচারী জালিম ৷

এগুলা পুরানো কথা; বর্তমান অবস্থা হলো বাংলাদেশ জ্বলছে আর হাসিনা ব্যাডমিন্টন খেলছে ৷ ইতিহাসে এই কথা অবস্যই লেখা থাকবে, যেমন সম্রাট নিরোর কথা লেখা আছে ৷

সম্রাট নিরো স্ত্রীর কথা শুনে আপন মা কে হত্যা করেছিল, প্রজাদের উপর নির্মম নির্যাতন চালাত ৷ তাই যখন রোম শহরে আগুন দেয়া হয় তখন তার কোনো রকম খরাপ লাগেনি, সে জনতার পাসে গিয়ে দাড়ায়নি বরং সে আনন্দে বাশি বাজাচ্ছিল ৷

আমাদের দেশের অঘোষিত সম্রাজ্ঞী আজ আনন্দে তুলুবুলু করছে অন্যদিকে পুরাদেশ আজ ধাও ধাও করে জলছে ৷ এমন করাটা অস্বাভাবিক নয়; নিরোর যেমন জনগনের প্রতি কোনো কমিটমেন্ট ছিলনা নেমনি হাসিনারও জনগনের প্রতি কোনো কমিটমেন্ট নেই ৷ সম্রাট নিরো রোম নগরী জ্বলতে দেখেও বাঁশি বাজিয়েছ কারন রোম নগরী ধংস হলেও নিরোর কিছু যায় আসেনা ৷ তেমনি বাংলাদেশ ধংস হয়ে গেলেও হাসিনার কিছু যায় আসেনা ৷ তাই সে দেশের এমন করুন অবস্থা তৈরী করে নিশ্চিন্তে ছেলের সাথে ব্যাডমিন্টন খেলছে ৷

বিষয়: বিবিধ

১১৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File