বিবেকের তাড়নায় লেখাটি লিখলাম, অনেকের ভালো নাও লাগতে পারে ৷

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ৩০ ডিসেম্বর, ২০১৩, ০৪:২৭:২১ বিকাল

২৪ ডিসেম্বর কয়েক বছর আগে প্রতিষ্ঠিত ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি সমাবেশ করার কথা ছিল ৷ কিন্তু আওয়ামী নাস্তিকদের বাধার মুখে শত চেষ্টা করেও সমাবেশটি করা সম্ভব হয়নি ৷ সমাবেশে যোগ দিতে আসতে চাওয়া আমিরে হেফাজত ও মহাসচিবকে আটকে দেয় পুলিশ, অনেকটা কালকের ঘটনার মত ৷

গতকাল এবং আজকেও দেশের প্রধান বিরোধী দল ও তার জোট "মার্চ ফর ডেমোক্রেসি" নামক একটি কর্মসূচি পালন করার কথা ছিল, কিন্তু সরকারের বাধায় তা করা সম্ভব হয়নি ৷

এই জোটে ৫০ বছরের উর্ধে বয়স হয়েছে এমন দলও আছে, তার পরেও আওয়ামীদের বাধার কারনে কর্মসূচি পালন সম্ভব হয়নি ৷

আর হেফাজত হলো মাত্র ৫ বছর বয়সী একটি ধর্মীয় সংগঠন যে সংগঠনের ধর্মীয় আবেগ ছাড়া সাংগঠনিক কোনো দক্ষতা নেই ৷

আমি এই বিষয় গুলা কেন বলেছি আলনার নিশ্চই বুজতে পেরেছেন; হেফাজত সমাবেশ না করার পরে অনেক ভাই না বুজে অনেক অযৌক্তিক অশালীন মন্তব্য করেছিলেন ৷ আমি তাদের হিট করে কিছু বলছিনা আমি শুধু এইটুকুই বলব, দেখুন ভাই বিএনপি ও ১৮ দলীয় জোটের মত একটি বৃহত্তর রাজনৈতিক সংগঠন এত চেষ্টা করেও সমাবেশটা করতে পারেনি এখন একটু বিবেক দিয়ে চিন্তা করে আপনারাই বলুন হেফাজতের মত একটি নতুন ধর্মীয় সংগঠনের পক্ষে কি করে এমন একটা সমাবেশ করা পসিবল ছিল ৷

আমি ওই বেসামাল ভাইদের বলব ভুলটা বুজতে পারলে মহান আল্লাহর কাছে একটু খাছ করে ক্ষমা চেয়ে নিন ৷ আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করবেন ৷

বিষয়: বিবিধ

১৪২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File