হেফাজত মাঠে নামলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জামাত ! (লেখটা পড়ার বিশেষ অনুরোধ রইলো ৷ দয়া করে কেউ এড়িয়ে যাবেননা )

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৭ ডিসেম্বর, ২০১৩, ০৩:১০:৩৭ রাত

ইদানিং দেশের প্রধান অরাজনৈতিক ধর্মীয় সঙ্গঠন হেফাজতে ইসলামের মাঠে অনুপুস্থিতি নিয়ে সমালোচনার ঝর তুলে দিয়েছেন কিছু ভাইয়েরা ৷ বিশেষ করে জামাত-বিএনপির কর্মী সমর্থকেরা ৷ অনেকে সমালচনার নাম অশোভন আচরন করেছেন, যা একাধিক বার আমার নজরে এসেছে এবং অনেকে আমাকে বিশেষ ভাবে বলেছে ৷ আমি দেখেও না দেখার ভান করে থেকেছি ৷ আমি কিছু না লিখলেও অনেক লেখক ভাইকে দেখেছি জোরালো ভাষায় প্রতিবাদ করতে ৷

কিন্তু দুঃখ জনক হলেও সত্য অভিযোগকারী ও জবাবদাতা উভয়ের কেউই সমস্যার মূল জায়গায় নজর দেননি ৷ তারা কিছুতেই বুজতে চাননা যে হেফাজত যদি এখন মাঠে নেমে আসে তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে বিএনপি ও জামাতের ৷

হেফাজত যদি মাঠে নামে তাহলে সরকার আন্তর্জাতিক মহলকে বুজাবে হেফাজত একটি “তালেবানি জঙ্গি সঙ্গঠন” তার প্রধান সহকারী জামাত আর সমর্থনদাতা বিএনপি ৷ জামাতকে তো তালেবানি জঙ্গি বানাবেই বিএনপিকে বানাবে মদদদাতা ৷ তখন হাসিনা সরকার বিদেশীদের বুজাবে, যদি বিএনপি-জামাত ক্ষমতায় আসে তাহলে দেশে “জঙ্গি উত্থান হবে” ৷ বাংলাদেশ তালেবানি রাষ্ট্র হয়ে যাবে ৷

এখন বিএনপি-জামাত জোটের প্রতি পশ্চিমা দেশগুলার যে সমর্থন আছে, তা একেবারেই উঠে যাবে ৷ আর বিশেষ করে হাসিনা ভারতকে আরো বাকা করে দেবে, কারন বাংলাদেশে ইসলামপন্থীরা বিজয় হলে ভারত নিজেকে অনিরাপদ ভাবে ৷ কারন বাংলাদেশ যদি ভারতের বিরদ্ধে চলে তাহলে “ভারত টুকরা টুকরা হয়ে যাবে” ৷ (কেনো সেটা আরেকটা লেখায় তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ)

এখন আপনারা কি এটাই চাইছেন যে হেফাজত মাঠে নামুক আর হাসিনা শক্ত ভাবে ক্ষমতা দখল করুক ? আপনি হয়ত বলবেন আমরা আন্দলন করে হাসিনাকে নামাব, কিন্তু ভাই এইটা ভুলে গেলে চলবেনা আন্দলন করেই সবকিছু হয়না, ভোট দিয়েও হয়না, যার প্রমান ২০০৯ এর নির্বাচন ৷

তাই যে সকল ভাই ও বন্ধুগন জোশের-বসে আমাদের মুহতারাম শায়খদের ব্যপারে অশোভন কথা-বার্তা বলেছেন তারা এই মুহুর্তেই আল্লহর দরবারে ক্ষমা পার্থনা করুন, আল্লাহ আমাদের মাফ করে দেবেন ইন-শা-আল্লাহ ৷

মনে রাখবেন আল্লাহ এখনো এই দুনিয়াতে গভীর ভাবে চিন্তা করে কাজ করার মানুষ রেখেছেন ৷ শেয়ার করুন সকল ভাইদের কাছে পৌছে দিন ৷

বিষয়: বিবিধ

৯১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File