Akm Wahiduzzaman কে স্যার বলা উচিত নাকি ষাড়?

লিখেছেন লিখেছেন হাসিবুর হাসান ০২ আগস্ট, ২০১৪, ১০:৫০:০০ রাত

#ষাঁড় Akm Wahiduzzaman এতদিন আপনাকে #স্যার বলেই সম্মোধন করতাম।

আপনার বিপক্ষে একটা কথাও বলিনি কারণ আর কিছু না হোক অন্তত #নাস্তিক শেখ হাসিনার বিরোদ্ধে আপনার কীবোর্ড চলত।

বিপত্তিটা বাঁধালেন তো ইসলাম নিয়ে গবেষণা করতে বসে। ইসলাম সম্পর্কে আগে কোন আলেমের কাছ থেকে জেনে নিন পরে স্ট্যাটাস প্রসব কইরেন। আপাতত আপনার আলোচনাটা রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখাই ভাল। কারণ অল্পবিদ্যা ভয়ঙ্করী।

আজ যখন শাইখ ওসামা বিম লাদেন ( আল্লাহ ওনাকে শহীদ হিসেবে কবুল করুক) এর বিপক্ষে কথা বললেন তখনও আপনাকে স্যার বলেই সম্মোধন করেছিলা। কিন্তু কাপুরুষের মত জবাব দিতে না পেরে সবচেয়ে বেশি লাইক পরা আমার কমেন্টটা দিলেন ডিলিট করে। তাই #ষাঁড়ের চেয়ে সম্মানজনক উপাধি আপনাকে দিতে পারলাম না।

আপনি তো বললেন, """" ৭৩টা দলের মধ্যে সঠিক দলটা খোঁজার এত

তাড়া কেন ভাই? ধীরে সূস্থ্যে বিচার

বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিন।

তা না হলে বারবার 'লাদেন',

'বোগদাদী'রা আপনাদের বিভ্রান্ত করতেই

থাকবে। বাই দ্য ওয়ে, গাজা ইস্যুতে কিন্তু গরুর

পিতা বোগদাদীর কোন বয়ান পাওয়া যায়

নাই। আর পশ্চিমাদের কাছে 'হামাস'

সন্ত্রাসী হলেও বোগদাদীকে তারা বেশ

মেনে নিয়েছে মনে হচ্ছে।""""

আচ্ছা আপনি কি জানেন আমেরিকার মতে পৃথীবির এক নম্বর সন্ত্রাসী কে?

অবশ্যই ওসামা বিন লাদেন। তাহলে #হামাস সন্ত্রাসী হওয়ার কারণে যদি আপনার কাছে হকপন্থী হতে পারে ওসামা কেন নয়?

খোড়া যুক্তি দিবেন না। পাবলিক এত রাম ভুদাই না। বিশেষত অনলাইন একটিভিস্টরা। সো মাইন্ড ইট।

লিংক কমেন্টে।

বিষয়: বিবিধ

১০৬৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

250276
০২ আগস্ট ২০১৪ রাত ১১:৪১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : অধ্যাপক একেএম ওয়াহিদুজ্জামান সাহেবের স্ট্যাটাসটা আমার পড়ার সুযোগ হয়নি। তিনি একজন আওমীদের দ্বারা নির্যাতিত ব্যক্তি হিসেবে যথেস্ট পরিচিতি পেয়েছেন। যদি তিনি আফগান তালেবান কিংবা মোল্লাহ ওমর-বিন লাদেনদের সম্পর্কে তথ্য প্রমানহীনভাবে কিছু বলেও থাকেন তবে তিনিও অচিরেই একজন অন্তসারশুণ্য বাচাল হিসেবেই চিহ্নিত হবেন। তার পরিচিতি এবং ব্যক্তত্বকে গ্রহণযোগ্য হিসেবে প্রতিষ্ঠার জন্য এসব গভীরভাবে না জানা বিষয়ে কলমবাজী না করাই কল্যাণকর।
250288
০৩ আগস্ট ২০১৪ রাত ১২:০৮
খামচি বাবা লিখেছেন : ফারাবি,ওয়াহিদরা ভন্ডামি ছারা আর কিই বা পারে
251190
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪২
হাসিবুর হাসান লিখেছেন : খামচি বাবার সাথে একমত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File