তবু তুমি আমার অহংকার
লিখেছেন লিখেছেন কাগিব হিমেল ১৭ ডিসেম্বর, ২০১৩, ১১:৩০:১৫ রাত
স্বাধীনতা তুমি তাজা বুলেট গণতান্ত্রিক মিছিলে
স্বাধীনতা তুমি করেছ জোট শত্রু-মিত্র মিলে॥
স্বাধীনতা তুমি অন্যায় ফাঁসির রিভিউ প্রত্যাখান
স্বাধীনতা তুমি জ্ঞানিগুণীর রাষ্ট্রীয় অপমান।
স্বাধীনতা তুমি বিনা ভোটে অপ্রতিদ্বন্দ্বী বিজয়ী নেতা
স্বাধীনতা তুমি পদকপ্রাপ্ত অবিশ্বাসীর কবিতা॥
স্বাধীনতা তুমি চালাও গুলি ছাত্রজনতার বুকে
স্বাধীনতা তুমি মুক্তিযোদ্ধার মৃত্যু না খেয়ে ধুকে ধুকে।
স্বাধীনতা তুমি পুলিশি রিমান্ড র্যাবের ক্রসফায়ার
তবু স্বাধীনতা,
তুমি আমার অহংকার॥
বিষয়: বিবিধ
১১৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন