স্বাধীনতা তুমি

লিখেছেন লিখেছেন কাগিব হিমেল ১৭ ডিসেম্বর, ২০১৩, ০৮:৫৫:০৬ রাত

স্বাধীনতা তুমি বাংলামায়ের চোখের নোনা জল

স্বাধীনতা তুমি গ্রাম, শহর আর মফস্বল।

স্বাধীনতা তুমি যুদ্ধ না করেই মুক্তিযুদ্ধের নেতা

লালসবুজের পতাকায় মোড়া তুমি আমার স্বাধীনতা॥

স্বাধীনতা তুমি ক্ষমতার মসনদে উঠার সিঁড়ি

স্বাধীনতা তুমি মুক্তিকামী জনতার পায়ের ডান্ড^াবেড়ি।

স্বাধীনতা তুমি শাহবাগীদের বিভৎস উল্লাস

স্বাধীনতা তুমি বিনা বিচারে আমার কারাবাস॥

স্বাধীনতা তুমি ২৯ অক্টোবরের তান্ডব লগীবৈঠার

স্বাধীনতা তুমি খুনী অপরাধিকে করুণা রাষ্ট্রের।

বিষয়: বিবিধ

৯৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File