জাতীয় কবি নজরুলের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ কবিতা: নজরুল তুমি মহা প্রাসঙ্গিক মোদের উত্তরণে

লিখেছেন লিখেছেন হিমায়িত হিন্দোল ২৭ আগস্ট, ২০১৪, ১২:১৬:০৮ দুপুর

তুমি চিরতরে দূরে চলে গেছো

তবু তোমারে পারিনি ভুলিতে

অনেক আঁধার পথ চিরে তুমি

এসেছিলে এই ধরাতে।

গেয়ে গেছো তুমি বিদ্রোহী গান

অন্যায় জরা সব অপবাদ

দুহাতে সরায়ে আলোকিত পথ

দেখিয়ে গিয়েছো জাতিকে।

মানবতাবোধ জাগিয়ে দিয়েছো

অনেক আদর মায়াতে

সাম্যের বাণী ছড়িয়ে দিয়েছো

ধর্মান্ধতা তাড়াতে,

এসেছো ধরাতে নিভৃতচারী

হাতে নেই কোন খোলা তরবারী

কলমের ধারে উপরে ফেলেছো

অত্যাচারীর ভীত;

মানুষই সবার উপরে থাকিবে

তব উন্নত শীর।

তোমার জাতির সোনার ছেলেরা

দেখেনি তোমার পথ,

শির গুলো আজ নিচু হয়ে গেছে

পথগুলো সব আঁধারে মিশেছে

অত্যাচারীরা মাথায় উঠেছে

কারাগারগুলো ভরে গেছে সব

নিপীড়িতদের ভিড়ে

আকাশ-বাতাস ভারি হয়ে আছে

রোদনকারীরা পথ চেয়ে আছে

বুকগুলো সব ভেসে গেছে দেখো

শুধুই অশ্রুজলে।

সংকট আর সংগ্রামের এই মহা রনাঙ্গনে

নজরুল তুমি মহা প্রাসঙ্গিক

মোদের উত্তরণে,

বিদ্রোহী তুমি মহা প্রাসঙ্গিক

সংকট নিরসনে।

বিষয়: বিবিধ

১৩৮৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258740
২৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:২২
আমি মুসাফির লিখেছেন : নজরুল তুমি মহা প্রাসঙ্গিক
মোদের উত্তরণে,
বিদ্রোহী তুমি মহা প্রাসঙ্গিক
সংকট নিরসনে।

খুবই প্রাসঙ্গিক । এখন একজন নজরুল খুবই দরকার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File