কত কত আর কত......

লিখেছেন লিখেছেন হিমায়িত হিন্দোল ১৫ ডিসেম্বর, ২০১৩, ০৫:৪১:৩৮ বিকাল

কত লাশ পরলে পরে তোমার আঁচল ভরবে

কত চোখের পানির নিচে তুমি সাতার কাটবে

কত মায়ের আর্তনাদে তোমার হৃদয় গলবে

কত জনের রক্ত পানে পিপাসিত প্রাণ মিটবে?

কত মিথ্যা প্রচার করে দাদার তুষ্টি আনবে

কত জনের চোখ বেঁধে রেখে সত্যকে তুমি ঢাকবে

কত মানুষ প্রাণ হারালে ক্ষমতাটা তুমি ছাড়বে

কত গুম আর খুন হলে পরে মানবাধিকার হারাবে?

কত দিন আর নিচু মুখ করে আঁধারের দিকে ছুটবে

কত বার আর তোমার বাপের ভাঙ্গা রেকর্ড শুনাবে

কত টাকা নিলে বিশ্ব চোরের পদবীটা তুমি লাগাবে

কত দিন আর দেশটাকে এইভাবে তুমি ডুবাবে?

বিষয়: সাহিত্য

১০৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File