উন্মোচিত হচ্ছে রাজনীতিবিদদের উন্মাদ চেহারা !!!
লিখেছেন লিখেছেন অপরিচিত এক জন ১৬ ডিসেম্বর, ২০১৩, ০৯:৪৯:৫০ রাত
যখন গ্রামের এক জন পাগল একটা কথা বলে সকলেই সেটা ইগ্নোর করে, যখন গ্রামের সাধারন কোন মানুষ একটা কথা বলে তখন কিছু সংখ্যক লোক সেটাকে মানে, আবার যখন গ্রামের মুরল কোন বিষয় নিয়ে কথা বলে তখন সমাজের প্রায় সবাই সেই কথাটি মানে । এখন প্রশ্ন জাগে যদি সমাজের প্রভাবশালী কোন ব্যাক্তি পাগলের ন্যায় কথা বলে তখন কি হয় ? বিসয়টা এমন দাড়ায় যে লোকে সামনা সামনি কিছু না বললেও আড়ালে ওই ব্যাক্তিকে পাগলই বলে । এটাই সমাজের নিয়ম । কারন, আদি কাল হতে এভাবেই চলে আসছে আমাদের সমাজ । আসুন দেখি আরো কিছু বিস্তারিত বিষয় । ছোট কালে আমরা সমাজ বিজ্ঞানে পড়েছিলাম যে, রাস্ট্র হচ্ছে সমাজের সমস্টি । তাহলে সমাজের মাঝে প্রচলিত কার্যাবলী যে রাষ্ট্রে ঘটবে এটাইতো সাভাবিক । আচ্ছা যদি এমন হয় তবে বর্তমানে আমাদের সকল নেতাই কি তাহলে ওই মুরলের মত, যার সামনে লোকে কিছু না বললেও পিছনে সবাই তাকে নিয়ে হাসে । চলেন দেখি এর কিছু নমুনা । বাংলাদেশের ইতিহাসে যে দুই জন স্বরাষ্ট্র মন্ত্রীর নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে তাদের একজন সাহারা খাতুন ও আরেক জন মহিউদ্দিন খান আলমগির । এই দুই জন কে মানুষ চেনে যথাক্রমে ২৪ ঘন্টা ও পিলার বাবা হিসেবে । অবশ্য আমাদের প্রধান মন্ত্রী ও কম না । তিনি ও বারবার চেস্টা করেছেন জোক বলে মানুশকে বিনোদন দিতে । অপরদিকে আওমিলীগ নেতারা যখন মানুশকে হাসাতে বদ্ধপরিকরপর তখন বাম নেতারা কি আর হাত পা গুটিয়ে বসে থাকবেন ?? তাইতো আজ ইনু সাহেব ও জাতির সাথে একটু জোক করলেন । তিনি বললেন যে যারা জামায়াত বা শিবিরকে ধরিয়ে দিবে তাদেরকে প্রত্যেক জামাত-শিবির কর্মীর জন্য ১ লাখ টাকা দেওয়া হবে । বাহ সত্যিই কত রসিক আমাদের নেতারা, তাই না ? চলুন এখন একটু গনিত করি । ভারতের প্রধান মন্ত্রী জনাব মন মোহন সিং এর মতে এ দেশে ২৫ % মানুষ জামায়াত শিবিরের । ফলে ১৪ কোটির মধ্যে জামায়াত-শিবির হল ১৪০০০০০০০ * ২৫% = ৩৫,০০০,০০০ জন । এক জন কর্মীর জন্য ১ লাখ টাকা হলে সাড়ে তিন কোটি কর্মীর জন্য সরকারের দরকার,
৩৫,০০০,০০০ * ১,০০,০০০ = ৩,৫০০,০০০,০০০,০০০ টাকা অর্থাৎ ৪৩,৭৫০,০০০,০০০ ডলার বা চার হাজার তিনশো পচাত্তর কোটি ডলার। চিন্তা করেন শুধু একটি রাজনৈতিক দলকে গ্রেফতার করতে যদি আমরা এত টাকা খরচ করতে পারি তবে কি আমরা গরিব দেশ ? আমেরিকা মনে হয় তালেবানদের সাথে যুদ্ধ্যে এতো টাকা খরচ করেনি । এখন প্রশ্ন উঠে সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী যদি পাগলের মত এমন প্রলাপ বকেন । তবে আমরা যারা সাধারন মানুষ আমাদের কি হবে । আজকে আমার এক ইংলিশ বন্ধু আমাকে বলল আমাদের দেশের বেশির ভাগ মানুষই নাকি পাগল । আমি অবশ্য তাকে বলেছি আমাদের দেশের সাধারন মানুষ নয়, পাগল আমাদের রাজনীতিবিদরা । উনারা শুধু পাগলই নয় বদ্ধ পাগল একেবারে উন্মাদ ।
বিষয়: রাজনীতি
৮৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন