স্বাধীনতার ৪২ বছর পড়েও আমরা কি স্বাধীন ???

লিখেছেন লিখেছেন অপরিচিত এক জন ১৫ ডিসেম্বর, ২০১৩, ১১:৩৩:৪৭ রাত

আজ স্বাধীনতার ৪২ বছর পূর্ণ হল । কিন্তু আজ ও কি আমরা পরিপূর্ণ স্বাধীন ? যে জাতি ৯৩ হাজার অস্ত্র সস্ত্রে সজ্জিত বাহিনীর সাথে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিল, সেই জাতি আজ নিজেদের মধ্যে ক্ষমতার যুদ্ধে অবতীর্ণ হয়েছে । চারিদিকে শুধু লাশ আর লাশ । এই ক্ষমতার যুদ্ধে আমাদের মত মিডিল ক্লাস ফেমেলির কি অবস্তা তা কি একবার ভেবেছেন আমাদের দুই মহামান্য নেত্রী । উনাদের এই রাজনীতি নামক খেলায় প্রতিদিন যে কত মায়ের বুক খালি হচ্ছে তার হিসাব কি উনারা রাখেন । আমার অত্যন্ত কাছের এক জন মানুষ, উনি গত কাল আমাকে বললেন, জানিস আমি এখন আর অনলাইনে ধুকি না । আমি বললাম কেনো ? উনি বললেন অনলাইনে লগ ইন করার পরেই দেখি ওই জায়গার ৫ জন মারা গেছে তো আরেক জায়গায় ৮ জন মারা গেছে । কিন্তু কেন ? আমরা কাদের কে মারছি ? কেন মারছি ? তার কি কোন সুনির্দিষ্ট কারন আমাদের কাছে আছে ? পৃথিবীতে প্রায় সব দেশে গনতন্ত্র আছে । আছে বিভিন্ন ধরনের প্রতিবাদ জানানোর ভাষা । আবার এ ক্ষেত্রে আন্দোলন বন্ধ করার জন্য ও আছে নানা কৌশল । কিন্তু আমাদের দেশে যেনো লাশ ছাড়া আর কুনো প্রতিবাদের ভাষা নেই । দেশ আজ পুরোপুরি দুই ভাগে বিভক্ত । এক দল মুক্তি যুদ্ধের চেতনায় বিশ্বাসী আর আরেক দল স্বাধীনতা রক্ষায় বিশ্বাসী । কিন্তু আমরা ? আমরা কি পেলাম স্বাধীনতার এই ৪২ বছরে ? হ্যাঁ আমরা পেয়েছি সীমান্তে লাশের স্তূপ, পেয়েছি মৃত সেনা অফিসারের লাশ, পেইয়েছি কোটি টাকা লুন্ঠিত একটি শেয়ার মার্কেট, পেয়েছি ১৫০ টাকা কেজিতে পেয়াজ । আমরা সাধারন মানুষ কি খুব বেশি কিছু চেয়েছিলাম ? আমরা তো চাইনি ঘরে ঘরে চাইনিজ খাবার, চাইনি খুব ভালো কাপড় । তবে কেনো আমাদের ছোট ছোট সপ্ন গুলোকে বড় হতে দেওয়া হয়না । বিগত প্রায় দেড় মাস হতে আমাদের ভার্সিটি গুলো বন্ধ । একজন মিডিল ক্লাস পরিবারে জন্ম নিয়ে প্রাইভেট ভারসিটিতে পড়া যে কত কষ্টের তা কি আমাদের রাজনীতিবিদরা বুজবেন ? আমাদের বাবা মা নিজে ভালো না খেয়ে ভালো কাপড় না পড়ে আমাদের পরালেখার খরচ যোগান দেন । কারন, প্রাইভেট ভারসিটিতে সেশনজট থাকে না । কিন্তু আমাদেরতো কোন লাভ হলনা । ৬ মাসের সেমিস্টার হয়তো ১০ মাসে শেষ হবে । কিন্তু আমাদের অপরাধ টা কি ? শুধু কি এই স্বাধীন ভুখন্ডে জন্ম গ্রহণই আমাদের অপরাধ ? শাসক শ্রেণির আত্মীয় না হয়াটাই কি আমদের অপরাধ ? কিন্তু জানি আমার এই প্রশ্নের জবাব কেউ দিবেন না । কারন উনারা উনাদের ক্ষমতা দখলের লড়াই নিয়ে যে, বিষণ ব্যস্ত ।

তাই, মাঝে মাঝে ইচ্ছা হয় চিৎকার করে বলি,

চাইনা এমন গনতন্ত্র যা আমার নিরদুশ ভাইকে গুলি করে,

চাইনা এমন গনতন্ত্র যা আমার দুখিনী মায়ের শেষ সম্বল কে কেড়ে নেয়,

চাইনা এমন গনতন্ত্র যা আমার ছোট সপ্ন গুলোকে ধংস করে দেয়।

বিষয়: রাজনীতি

১১৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File