১৫ আগষ্টের পর আর মানবিক কারনে শেখ হাসিনা দেশ ও জাতির পক্ষে থাকতে পারছেনা,তাই কোন দেশপ্রেমী নাগরিক তাকে নিয়ে স্বপ্ন দেখতে পারেনা

লিখেছেন লিখেছেন মু নুরুল ইসলাম হেলাল ০৯ জানুয়ারি, ২০১৪, ০৬:৫০:৪৭ সকাল

মুজিব কন্যা শেখ হাসিনা ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধে দেশ ও জনগনের পক্ষে থাকলেও ১৯৭২ এর ১৫ আগষ্ট বাঙ্গালী কর্তৃক তার পিতা শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর থেকে মানবিক কারনে তিনি আর দেশ ও জনগনের পক্ষে থাকতে পারছেননা,তিনি আর দেশ ও জনগনকে ভাল চখে দেখতে পারছেননা,তার মনে প্রানে প্রতিশোধের চরম স্পৃহা প্রতিনিয়ত দোল খাচ্ছে,

কারন মানবিক দৃষ্টিকোন থেকে নিজের দেশের চেয়েও পরিবারের প্রতি মানুষের ভালবাসা বেশি থাকে,তাই শেখ হাসিনার সকল কাজই দেশ ও জনগনের বিরুদ্ধে হয়,কারন তিনি তো এটি স্থির করে নিয়েছেন যে,এই বাঙ্গালী আমার পিতা-মাতাকে সপরিবারে হত্যা করেছে,তাই আমি কিছুতেই এদের সাথে ভাল আচরন করবনা করতে পারিনা,এদেরকে চুসে খাব,আমার পরিবারের প্রতিটি জানের বদলায় হাজার ও কোটি জান নিব,আমাদের এলাকার এক মুক্তিযোদ্ধা ও আওয়ামীকর্মী এই কথাগুলো বলেই শেখ হাসিনার দেশদ্রোহিতার পক্ষে সাপোর্ট দিতে চাচ্ছিলেন,তিনি আমাকে বুঝাতে চাচ্ছিলেন যে হাসিনা এই বিষয়ে অক্ষম,তোমার মাতা-পিতাকে হত্যা করলে তুমি কি করতে?আমি বলতে চাইব,শেখ হাসিনা শিক্ষিত,তার একটা বিবেক আছে,সে যদি একটু বিবেক খাটাত তবে সব ফিনিশ হয় যেত,

সে যদি ভাবত যে আমার পিতা তো অন্যায় করেছে তাই তাকে মেরেছে,আমার পিতা এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে লুন্ঠন করে একদলীয় বাকশাল এবং রাজতন্ত্র কায়েমের ষডযন্ত্র করেছিল,তিনি প্রায় সব গন মাধ্যম গুলোর মুখে তালা জুলিয়ে দিয়েছিল,সর্বপরি এক জাহান্নামী পরিস্থিতির সৃস্টি করেছিল ,তাই তাকে নিহত হতে হয়ছে,শেখ হাসিনা এটি ভাববেনা,তার মগজ থেকে প্রতিশোধের নেশা কাটবেনা,তাই তাকে নিয়ে আর শান্তির আশা করা যায়না, তাকে নিয়ে কোন দেশপ্রেমী নাগরিক স্বপ্ন দেখতে পারেনা

বিষয়: বিবিধ

১১৬৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160649
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:১০
আল সাঈদ লিখেছেন : This is absolutely right. I agree with you.

Thanks

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File