তোমাদের খুনের রাজনীতিতে আমাকে শিকার করোনা

লিখেছেন লিখেছেন মু নুরুল ইসলাম হেলাল ২৬ মে, ২০১৪, ১১:০৩:০৩ সকাল

হে আওয়ামীলীগ,বিএনপি,জামায়াত ও জাসদ বাসদের খুনি ভায়েরা।তোমরা আজ খুনের রাজনীতিতে হেট্রিক করে ফেলেছ।তোমাদের খুনের ফিরিস্তি আজ দেশের কারো অজানা নয়।তোমরা বিশ্ব খ্যাত কিলার।তোমাদের খুনের ধারা আজ চরম ঘৃন্য আকৃতির রুপ নিয়েছে।আগে তোমাদের খুনের টার্গেট থাকতো বিরুধী মতালম্ভীরা।এখন তোমরা আর সেই ধারায় নেই।তোমরা এখন সফলতার শীর্ষে পৌছে গেছো। এখন তোমরা বিরুধী মতালম্ভীদের খুনের পাশাপাশি খুনের শিকার হিসেবে বেছে নিয়েছ নিজ দলীয় কর্মীদেরকেও, তোমাদের এই নোংরা রাজনীতিতে অতিষ্ঠ দেশবাসী।তোমাদের দৃষ্টান্ত স্যাম কুকুরের মতো।কুকুর প্রথমে অন্য বাডীর কুকুরকে খেদায়।অতঃপর নিজের খাওনে পেট না পুরালে নিজ বাডী এবং নিজ সন্তানকেও খেদানো শুরু করে।তোমরাও আজ ক্ষমতা ও অর্থ জোগানের উম্মাদনায় কুকুরের চেয়েও নিকৃষ্ট চরিত্র ধারন করেছ।শুরু করেছ নিজের ঘরে হামলা। আমার ভয় হচ্ছে খুবই।তোমরা কখন যে কুখুরের শেষ প্রন্থাটি অবলম্ভন করে ফেল।কুকুর যেমন পাগল হয় গেলে যাকে পায় তাকে আক্রম করে তেমরাও যদি যাকে পাও তাকে খুন করা শুরু করে দাও তবে আমি এবং এদেশের শান্তিকামী মানুষরা যাবো কোথায়? আমি সেই দিনটিকে খুবই ভয় করছি।প্লিজ তোমাদের খুনের রাজনীতিতে আমাকে শিকার করোনা।আমি দুনিয়ার জিবনটাকে সুস্থভাবে কাটাতে চাই।তোমাদের মতো নরপিচাশদের হামলার শিকার হতে চাইনা।আমাকে টার্গেট করোনা।আমি একটি সুস্থ রাজনীতির চর্চার মাধ্যমে তোমাদের খুনের রাজনীতি থেকে জাতিকে মুক্তি দেয়ার শপথ নিয়েছি।হেটেছি কিছুদূর।কাজেই আমাকে শিকার করোনা।তবে হ্যা কুকুর যেমন পাগল হয়ে গেলে তখন তার আয়ু আর বেশিদিন থাকেনা।তেমনি সেদিন তোমাদের আয়ুও থাকবেনা।বাংলার মাটি থেকে মুছে যাবে তোমাদের নাম-নিশানা।তাই সময় থাকতে সাবধান।

বিষয়: বিবিধ

১৪৪৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

226356
২৬ মে ২০১৪ দুপুর ১২:৩৬
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
226381
২৬ মে ২০১৪ দুপুর ০১:৪১
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সময় থাকতে সাবধান হও, ধন্যবাদ আপনাকে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File