কলমের মান রক্ষায় সকল সত্যবাদীদের এগিয়ে আসতে হবে

লিখেছেন লিখেছেন মু নুরুল ইসলাম হেলাল ১৮ ডিসেম্বর, ২০১৩, ০৭:২১:৩৬ সকাল

কলম আল্লাহ রাব্বুল আলামিনের একটি বড নিয়ামত,মহান আল্লাহ পৃথিবীর সবকিছুর পুর্বে কলমকে সৃষ্টি করেছেন,আল্লাহ তায়ালা এই কলমের মাধ্যমে মানব জাতীর তাকদীর লিখিয়েছেন,সষ্টা আল্লাহ পবিত্র করআনে এই কলমের দ্বারা শপথ করেছেন,ইরশাদ হচ্ছে,কলমের শপথ,কলম যা লিখে তাহার শপথ,আপনার প্র্ভুর নিয়ামতে আপনি পাগল নন(যেমনটি কাপেররা বলছে)উপরোক্ত আয়াত দ্বারা এটাই প্রতিয়মান হয় যে,কলম এবং কলম দ্বারা লিখিত বস্তু বিশ্বস্ত এবং সন্মানী,নতুবা সর্ব সৃষ্টির স্রষ্টা আল্লাহ তায়ালা এগুলোর দ্বারা শপথ করতেন না,কিন্তু আজ দুঃখভরা ভরাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে কিছু চিন্নিত মিথ্যুক,সন্ত্রাসরা এই কলমকে ভুল পথে ব্যবহার করছে,তারা এই পবিত্র কলমকে অন্যায়,অবিচার,খুন,দুর্নীতি ও দুঃশাসনের পক্ষে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে,সত্যবাদী ও শান্তিকামীদের হাত থেকে কলম ছেডে দেয়া ও কলম না ধরার দরুন তাদের এই পথ অনেকটা সুঘম ও পরিষ্কার হচ্ছে,বর্তমানে সমাজ ও দেশ পরিবর্তনে কলমের ভুমিকা অনস্বীকার্য,তাই দেশ পরিবর্তনে,সমাজ পরিবর্তনে ও দেশ ও সমাজে স্থায়ী শান্তি-মুক্তি নিশ্চিত করনের লক্ষে কলমকে সত্যের পক্ষে আনা সময়ের অপুরন্ত দাবী,এতেই কলমের মান রক্ষা পাবে,আর সত্যবাদীদের কলম হাতে নেয়ার মাধমেই এই দাবী পুরন হতে পারে,এর কোন বিকল্প নেই,তাই কলমের মান রক্ষায় সকল সত্যবাদীদের এগিয়ে আসতে হবে,আল্লাহ আমাদের কলমকে সত্যের পক্ষে আনার তাওফিক দিন,আমীন(মু নুরুল ইসলাম,হেলাল,ফেনি জেলা)

বিষয়: বিবিধ

৯৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File