কন্সট্যান্টিপোল বিজয়াভিযান

লিখেছেন লিখেছেন ইসতিয়াক ১৫ জানুয়ারি, ২০১৪, ১২:০৩:৪১ দুপুর

যেদিন পানির জাহাজ ডাঙ্গায় চলল......



আজও তুরস্কের অনেক পিতামাতা তাদের আদরের সন্তানের নাম 'মুহাম্মাদ ফাতেহ' রেখে থাকেন।কেননা এ নামটি ইসলামী ইতিহাসের একটি গৌরবময় অধ্যায়ের কথা স্মরণ করিয়ে দেয়।উসমানী খিলাফতের সপ্তম খলীফা সুলতান মুহাম্মাদ ফাতেহ (রহ) ছিলেন একজন মুজাহিদ সুলতান ,যাঁর মাধ্যমে নবী করিম (সাঃ) এর এর একটি ভবিষ্যতবাণী সত্য হয়েছে।হযরত বিশর বিন সুহাইম(রাঃ) থেকে সে ভবিষ্যত বাণীটি বর্ণিত হয়েছে-

لتفتحن القسطنطنية فلنعم الأمير أميرها ولنعم الجيش ذلك الجيش

"নিশ্চয়ই তোমরা কন্সট্যান্টিপোল বিজয় করবে।তার আমীর উত্তম আমীর হবে এবং সেই বাহিনী উৎকৃষ্টতম সেনাবাহিনী হবে।"(মুসনাদে আহমদ ৪/৩৩৫, হাদীস : ১৮৯৫৭; মুসতাদরাকে হাকেম ৫/৬০৩, হাদীস : ৮৩৪৯; মুজামে কাবীর, তাবারানী, হাদীস : ১২১৬)



মাত্র ২৪ বছর বয়সে তিনি বাইজেন্টাইন সম্রাজ্যের রাজধানী কন্সট্যান্টিপোল জয় করেন।

১৬ই মুহরম ৮৫৫ হিজরী মোতাবেক ১৮ ফেব্রুয়ারী ১৪৪৫ খৃস্টাব্দে সুলতান মুহাম্মাদ ফাতেহ (রহ) উসমানী খিলাফতের দ্বায়িত্ব গ্রহণ করেন।তখন তার বয়স ছিল মাত্র ২২ বছর,কিন্তু অসম সাহস,অতুলনীয় প্রজ্ঞা, নিপুণ রণকৌশল ও গভীর ঈমানী জযবায় অল্প সময়েই তিনি তাঁর পূর্বসূরীদের ছাড়িয়ে যান।

তিনি দীর্ঘ ৩০ বছর তিনি খিলাফত পরিচালনা করেন।তাঁর শাসনামলে যেমন ইসলামের বিজয়াভিজানে নতুন মাত্রা যুক্ত হয়েছিল তেমনি সকল শ্রেণীর ও ধর্মের মানুষ ন্যায়বিচার, জান-মালের নিরাপত্তা এবং ধর্মীয় ও মানবিক অধিকার লাভ করেছিল।প্রকৃতপক্ষে এটা ছিল ইসলামী শাসনব্যবস্থার সুফল।

সুলতান মুহাম্মাদ ফাতেহ(রহ) এর শাসনামল বিভিন্ন দিক থেকে বৈশিষ্ট্যমন্ডিত।তবে যা তাঁকে উম্মাহর হৃদয়ে অমর করে রেখেছে তা হলো কন্সট্যান্টিপোল বিজয়।



ধর্মীয়,রাজনৈতিক ও ভৌগলিক দিক থেকে কন্সট্যান্টিপোল ছিল পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ শহর।খৃস্টীয় তৃতীয় শতক থেকেই তা ছিল বাইজেন্টাইন সম্রাজ্যের গুরুত্বপূর্ণ নগরী।কন্সট্যান্টিপোল নগরীর তিন দিকে জল, একদিকে স্থল।পশ্চিমে বসফরাস প্রণালী,দক্ষিণে গোল্ডেন হর্ণ ও উত্তরে মারমারা উপসাগর।তাই ভৌগলিক দিক অবস্থানের কারণে একে তখন বিশ্বের সুরক্ষিত নগরীগুলোর মধ্যে গণ্য করা হত।এছাড়া নগরীর প্রতিরক্ষাব্যাবস্থাও ছিল অত্যন্ত শক্তিশালী। গোটা নগরীর চারপাশে ছিল একাধিক দুর্ভেদ্য প্রাচীর ও সার্বক্ষণিক সশস্ত্র প্রহরা।এসব কারণে কন্সট্যান্টিপোল ছিল সে বিচারে এক অজেয় দুর্গ।এখানে মনে রাখতে হবে যে, সে যুগটা মিসাইল ও যুদ্ধবিমানের যুগ ছল না। তাই উপরোক্ত ব্যবস্থাগুলোই তখন নগরীর সুরক্ষার জন্য যথেষ্ট ছিল।



কন্সট্যান্টিপোল জয়ের জন্য সুলতান মুহাম্মাদ ফাতেহ(রহ) তৎকালীন বিশ্বের সর্বাধুনিক রণপ্রস্তুতি গ্রহণ করেছিলেন। সে সময়ের সবচেয়ে দূর পাল্লার কামান তিনিই তৈরি করেছিলেন।



প্রস্তুস্তি সমাপ্ত করার পর তিনি অভিযান আরম্ভ করেন।তার স্থল বাহিনী নগরীর পূর্ব দিকে অবস্থান নিল এবং নৌবাহিনীর জাহাজগুলো বসফরাস প্রণালীতে ছড়িয়ে পড়ল।কিন্তু বসফরাস প্রণালী থেকে 'গোল্ডেন হর্ণে' প্রবেশ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না।কেননা গোল্ডেন হর্নের মুখ শিকল দ্বারা বন্ধ করা দেওয়া হয়েছিল এবং বাইজেন্টাইন রণতরীগুলো সেখানে অবস্থান নিয়ে গোলা নিক্ষেপ করছিল।



প্রচন্ড যুদ্ধের পরও উসমানী নৌবহর গোল্ডেন হর্ন পদানত করতে সক্ষম হল না।অন্যদিকে বন্দর সুরক্ষিত থাকায় বাইজেন্টাইন বাহিনী তাদের সর্বশক্তি নিয়োগ করেছিল পূর্বদিকে,সুলতানের স্থল বাহিনীকে মোকাবেলা করার জন্য।তাই তাদের শক্তিকে বিভক্ত করার জন্য এবং দুই দিক থেকে একযোগে আক্রমণ করার জন্য উসমানী নৌবহরের গোল্ডেন হর্নে প্রবেশ করা ছিল অপরিহার্য। প্রায় দুই সপ্তাহ অবিরাম যুদ্ধের পরও নৌপথে বিজয়ের কোন লক্ষণ দেখা গেল না।অবশেষে সুওলতান মুহাম্মাদ ফতেহ এমন এক সিদ্ধান্ত গ্রহণ করেন, যা পৃথিবীর যুদ্ধের ইতিহাসে একমাত্র বিরল ও বিস্ময়কর হয়ে আছে।পাশ্চাত্যের কট্টর ঐতিহাসিকরা পর্যন্ত এ ব্যাপারে বিস্ময় প্রকাশ না করে পারেনি। গিবনের মত ঐতিহাহিকও একে 'মিরাকল' বলে আখ্যায়িত করেছেন।

সুলতান ফাতেহ (রহ),মুজাহিদদের আদেশ দিলেন রণতরীগুলো ডাঙ্গায় তুলে দশ মাইল পথ অতিক্রম করে গোল্ডেন হর্নে নামাতে হবে, এই দীর্ঘ পথ পুরোটাই ছিল পাহাড়ী উঁচুনিচু ভূমি। এর উপর দিয়ে সত্তরটি রণতরী টেনে নেয়া ছিল এককথায় অসম্ভব।কিন্তু সুলতান ফাতেহ এই অসম্ভবকে সম্ভব করেছিলেন।



পুরো পথে কাঠের পাঠাতন বিছানো জল, তাতে চর্বি মাখিয়ে পিচ্ছিল করা হল এবং এর উপর দিয়ে রণতরীগুলো টেনে নিয়ে যাওয়া হল।এভাবে টিলা ও পাহাড়ের উপর দিয়ে রাতের মধ্যে সত্তরটি রণতরী তিনি গোল্ডেন হর্ণে প্রবেশ করাতে সক্ষম হলেন।

সত্তরটি জাহাজের এই মিছিল সারারাত্রি মশালের আলোতে ভ্রমণ করেত থাকে। বাইজেণ্টাইন সৈন্যরা কন্সট্যান্টিপোলের প্রাচীর থেকে বসফরাসের পশ্চিম তীরে মশালের দৌড়াদৌড়ি লক্ষ্য করে।কিন্তু অন্ধকারের কারণে কিছুই বুঝে উঠতে পারেনি।অবশেষে ভোরের অয়ালো যখন রহস্যের পর্দা উন্মোচন করে দেয়,ততক্ষণে মুহাম্মাদ ফাতেহের সত্তরটি রণতরী ও ভারী তোপখানা গোল্ডেন হর্নের উপরাংশে পৌঁছে গেছে। গোল্ডেন হর্নের মুখে প্রহরারত বাইজেন্টাইন নৌ সেনারা বিস্ময়ে বিমূঢ় হয়ে দেখল যে, উছমানী রণতরীগুলো মৃত্যুদূতের মতো তাদের পিছন দিক থেকে ধেয়ে আসছে। এই ঘটনা ত্থেকে একটি প্রবাদ তৈরি হলঃ"যখন পানির জাহাজ ডাঙ্গায় চলবে তখন বুঝবে কন্সট্যান্টিপোলের পতন অত্যাসন্ন।"

চূড়ান্ত আক্রমণের আগে সুওলতান মুহাম্মাস ফাতেহ(রহ) বাইজেন্টাইন সম্রাট কন্সট্যান্টিনকে নগরী সমর্পণের পয়গাম পাঠালেন এবং নগরবাসীর জানমালের পূর্ণ নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেন, কিন্তু সম্রাট তা গ্রহণ করলেন না।এবার সুলতান চূড়ান্ত আক্রমণের প্রস্তুতি নিলেন।

ঐতিহাহিকগণ লেখেন,আক্রমণের আগে সুলতান ফাতেহ(রহ) বাহিনীর অধিনায়কদের তলব করে সকল মুজাহিদিকে এই পয়গাম পৌঁছে দেওয়ার আদেশ করলেন যে,কন্সট্যান্টিপোলের বিজয় সম্পন্ন হলে রাসূলুল্লাহ(সাঃ)-এর একটি ভবিষ্যত বাণী সত্য হবে এবং তাঁর একটি মুজিজা প্রকাশিত হবে। অতএব কারো মাধ্যমে যেন শরীয়াতের কোন বিধান লঙ্গিত না হয়।গীর্জা ও উপসানালয়গুলোর যেন অসম্মান না করা হয়,পাদ্রী,মহিলা,শিশু এবং অক্ষম লোকদের যেন কোন ধরনের কষ্ট না দেওয়া হয়...।।'

৮৫৭ হিজরীর ২০ জুমাদাল উলার রজনী মুজাহিদগণ দুয়া ও ইবাদাতের মধ্যে অতিবাহিত করেন। ফজরের নামাজের পর সুলতান চূড়ান্ত আক্রমণের আদেশ দিলেন এবং ঘোষণা করলেন যে ,"ইনশাআল্লাহ আমরা যোহরের নামাজ সেন্ট সুফিয়ার গীর্জায় আদায় করব।"

দ্বিপ্রহর পর্যন্ত উভয় পক্ষের মধ্যে ভীষণ রক্তক্ষয়ী সংঘর্ষ চলতে থাকে।কিন্তু বাইজেন্টান বাহিনী অসাধারণ বীরত্বে একটি সৈন্যও শহরে প্রবেশ করতে পারেনি। অবশেষে সুওলতান তার বিশেষ বাহিনী ইয়ানাচারী বাহিনীকে সাথে করে সেন্ট রোমান্স এর ফটকএর দিকে অগ্রসর হন। ইয়ানাচারী বাহিনীর প্রধান আগা হাসান তার ত্রিশ জন বীর সঙ্গীকে সাথে করে প্রাচীরের উপর আরোহণ করেন।হাসান ও তার আঠার সাথীকে প্রাচীর থেকে নিচে ফেলে দেওয়া হয়। তারা শাহাদাতের অমীয় সুধা পান করেন।অবশিষ্ট বারোজন প্রাচীরের উপর দৃঢ় অবস্থান করতে সক্ষম হন।তারপর উসমানী বাহিনীর অন্যান্য দলও একের পর এক প্রাচীরে আরোহণ করতে সক্ষম হন। এমনিভাবে কন্সট্যান্টিপোলের প্রাচীরে চন্দ্রখচিত লাল পতাকা উড়িয়ে দেয়া হয়।



বাইজেন্টাইন সম্রাট কন্সট্যান্টিন এতক্ষণ বীরত্বের সাথে পরিস্থিতি মোকাবেলা করছিল।কিন্তু সে তার কিছু অসাধারণ বীর যোদ্ধার সাহস হারানোর পর নিরাশ হয়ে পড়ে।সে উচ্চস্বরে বলে-"এমন কোন খৃস্টান নেই কি, যে আমাকে খুন করবে।"

কিন্তু তার আহ্বানে সাড়া না পেয়ে সে রোম সম্রাট(কায়সারদের) বিশেষ পোশাক খুলে দূরে নিক্ষেপ করে,উসমানী সেনাবাহিনীর উন্মত্ত তরঙ্গের মধ্যে প্রবেশ করে সত্যিকার সৈনিকের মত বীরত্বের সাথে লড়তে লড়তে নিহত হয়।তার মৃত্যুতে ১১০০ বছরের বাইজেন্টানের সেই রোম সম্রাজ্যের বিলুপ্তি ঘটে ,যার সূচনা হয়েছিল প্রথম কন্সট্যান্টিনের হাতে এবং বিলুপ্তও হল আরেক কন্সট্যান্টিনের হাতে । তারপর থেকে কায়সায় উপাধিই ইতিহাসের উপাখ্যানে পরিণত হয়ে যায়। এভাবে ইহ-পরকালের সর্দার মহানবী( সা: ) এর এই বাণী সত্যে প্রমাণিত হয়-"কায়সারের ধ্বংসের পর আর কোন কায়সার জন্ম নিবে না।"

আল্লাহ তায়ালা তাঁর মুজাহিদ বান্দার কথাকে সত্য করেছেন।জোহরের সময় সুলতান মুহাম্মাদ ফাতেহ(রহ) বিজয়ীর বেশে কন্সট্যান্টিপোল নগরীতে প্রবেশ করেন। ইংরেজী তারিখ হিসাবে দিনটি ছিল ২৯ মে ১৪৫৩ ঈ.। সেন্ট রোমান্সের উপর(বর্তমান নাম TOP KOPY) উসমানী পতাকা উড়ছিল। সুলতান ঘোড়ার পিঠ থেকে নেমে সিজদায় পড়ে গেলেন।

নগরীর অধিকাংশ খৃস্টান সেন্ট সোফিয়ায় আশ্রয় নিয়েছিল।সুলতান তাদেরকে অভয় দিলেন এবং তাদের জানমালের নিরাপত্তা দান করলেন।

এরপর আযান দেওয়া হল।সাড়ে এগারো শত বছর যাবত যেখানে 'তিন খোদা'র উপাসনা হচ্ছিল সেখানে আজ তাওহীদের ধ্বনি উচ্চারিত হল। সকল ছবি ও মূর্তি সরিয়ে ফেলা হল।মুসলিম বাহিনী জোহরের নামাজ সেন্ট সোফিয়ায় আদায় করল।

সুলতান ফাতেহ(রহ) একে মসজিদে পরিণত করার ফরমান জারি করলেন। কেননা প্রথমত কন্সট্যান্টিপোলের সম্রাট আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল তাই সুলতান এই গীর্জাকে পূর্বাবস্থায় বহাল রাখতে বাধ্য ছিল না। তদুপরি এটি ছিল অর্থোডক্স খ্রিস্টানদের কেন্দ্রীয় গির্জা ।তাই এর সাথে বহু কুসংস্কার ও অলৌকিকতার বিশ্বাস জড়িত হয়েছিল। এই কুসংস্কারের মূলোৎপাটন প্রয়োজন ছিল।

কন্সট্যান্টিপোল বিজয়ের পর সুলতান মুহাম্মাদ ফাতেহ(রহ) নগরীর খৃস্টান অধিবাসীদের জান-মালের নিরাপত্তা বিধান করলেন এবং তাদেরকে তাদের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা প্রদান করেন।





কন্সট্যান্টিপোল বিজয়ের এই ঘটনার পর কন্সট্যান্টিপোল যা বর্তমানে ইস্তাম্বুল নামে পরিচিত উসমানী খিলাফতের রাজধানীর রূপ লাভ করে এবং বহু শতাব্দী পর্যন্ত আলমে ইসলামীর মধ্যে তার বিশেষ গুরুত্ব ছিল।



কন্সট্যান্টিপোল বিজয়ের উপর একটি অসাধারন মুভি রয়েছে। যার নাম Fetih 1453 (English: The Conquest 1453)। সকলকে এই অসাধারন মুভিটি দেখার অনুরোধ রইল।



তথ্যসূত্র-

১) জাহানে দিদাহ- শাইখুল ইসলাম আল্লামা তাকী উসমানী (দা বা)

২) Encyclopedia of Islam

৩) Wikipedia

৪) ইসলামের ইতিহাস

৫) Encyclopedia of World History

৬) History of Decline & Fall of Roman Empire and History of Christianity- Edward Gibbon

৭)মাসিক আল-কাউসার

৮)http://www.somewhereinblog.net/blog/ogropothik/29530110

৯)movie: Fetih 1453 (English: The Conquest 1453)

বিষয়: বিবিধ

৪৫৪২ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162741
১৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:১৫
শফিউর রহমান লিখেছেন : খুবই সুন্দর। অনেক ধন্যবাদ।
১৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৯
117437
ইসতিয়াক লিখেছেন : মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আমীন
162749
১৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:০৮
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৯
117439
ইসতিয়াক লিখেছেন : মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আমীন
162762
১৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫০
পায়রা নদী লিখেছেন : জাজা কাল্লাহু তায়ালা
আমাদের ইতিহাস জানতে হবে ।
১৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১০
117440
ইসতিয়াক লিখেছেন : জাজা কাল্লাহু তায়ালা। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আমীন
162764
১৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৭
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ঐতিহাসিক ঘটনা নিয়ে তথ্যসমৃদ্ধ পোস্ট এর জন্য অনেক ধন্যবাদ।
১৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১১
117441
ইসতিয়াক লিখেছেন : মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আমীন
162767
১৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৮
মোঃজুলফিকার আলী লিখেছেন : জেনে খুব প্রিত হলাম। ধন্যবাদ।
১৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১১
117442
ইসতিয়াক লিখেছেন : মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আমীন
162795
১৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৫
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ঐতিহাসিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আর্টিক্যাল শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। এই কাহিনীটি নিয়ে অনেক প্রবাদ আছে। আরবী ভাষায় সুন্দর একটি কার্টুন ছবি দেখেছিলাম। সেটাকে বাংলায় ডাবিং করা হয়েছিল। এই মহান বীরকে সুলতান ফাহেত আল মাহমুদ হিসেবে মুসলিম বিশ্ব চিনে থাকে।

আরো আশ্চর্যের বিষয় যে, ইসলামের ইতিহাসে তিনজন ব্যক্তি আল-মাহমুদ হিসেবে চিত্রিত, তারা সবাই জগৎ বিখ্যাত ছিল। যেমন,

১ সুলতান নূর উদ্দীন মাহমুদ (নূর উদ্দীন জঙ্কী) - ইরাক, মিশর, ফিলিস্থিনের কিয়দংশ সহ পুরো আরব ভূ-খণ্ড থেকে ক্রুসেড নির্মুল করেন।
২ সুলতান ফাতেহ আল মাহমুদ - আজকের কস্তুনতুনিয়া বিজয়ী।
৩ সুলতান মাহমুদ গজনবী - আফগান থেকে ১৭ বার ভারত অভিযান কারী বীর।
১৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১১
117443
ইসতিয়াক লিখেছেন : মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আমীন। Good Luck
162813
১৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১২
টোকাই বাবু লিখেছেন : ভালো লাগলো...আমি কার্টুন দেখেছিলাম।।। চমৎকার পোষ্ট,
১৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৩
117444
ইসতিয়াক লিখেছেন : মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আমীন। Fetih 1453 (English: The Conquest 1453) মুভিটি দেখতে পারেন । ভাল লাগবে।
165510
২১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২৯
রেজাউল ইসলাম লিখেছেন : খুবই ভালো লেগেছে এই বিজয় গাথার কথা শুনে। এই চরম দুর্দিনে মুসলিমদের মনে সাহস সঞ্চার করার জন্য এর গুরুত্ব অনেক। আমি মুভিটি দেখব ইনশাআল্লাহ
২২ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৩
119868
ইসতিয়াক লিখেছেন : আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আমীন।
168592
২৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৩
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মনে আপসোস লাগছে। এই জাতীয় লিখা গুরুত্ব পায় না। এই ব্লগ সাইটে।
১০
169497
২৯ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২৫
ইসতিয়াক লিখেছেন : মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আমীন ।

Good Luck Good Luck Good Luck
১১
227034
২৭ মে ২০১৪ বিকাল ০৫:০৯
কাজি সাকিব লিখেছেন : ধন্যবাদ এমন অসাধারন একটি ইতিহাস শেয়ার করার জন্য!
০১ জুন ২০১৪ রাত ১১:০৯
175977
ইসতিয়াক লিখেছেন : মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আমীন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File