২০১৬ !!!

লিখেছেন লিখেছেন ইমরোজ ০১ জানুয়ারি, ২০১৬, ১১:৩০:৪১ রাত

"পদ্মার মাঝি নৌকোতে বসে যে ইলিশ রাঁধেন তার স্বাদ নাকি অপুর্ব। একবার পদ্মার বুকে মাঝির ছেলেটাকে আধ ঘন্টা ধরে কাদঁতে দেখে জানতে চেয়েছিলাম “ কাঁদে কেন?’ মাঝি বললেন “চাউল চায়”। আমার অনুরোধে বাচ্চাটাকে সোনার কুচির মত মুল্যবান এক মুঠো চাল দেয়া হল। বাচ্চাটাকে স্বর্গীয় আনন্দে চোখ বুজে সেই শুকনো চাল চিবোতে দেখেছি অনেকক্ষণ ধরে। ভাত আর ইলিশের আশা তো দূরাশা!

(কেয়া রোজারিওর " ক্ষিদে " ব্লগ থেকে নেয়া ) "

সার্ভে অনুযায়ী, মাত্র ৪ দশমিকের হাতেই বাংলাদেশের সম্পদের সবচেয়ে বড় অংশ। মধ্যবিত্ত সহ মোট জনসংখ্যার ৯৫ শতাংশ মানুষই উন্নয়নের বড় ধরনের সুবিধা থেকে বঞ্চিত। কোনোভাবে আয়-ব্যয়ের হিসাব মিলিয়ে দিন পার করছে সাড়ে ৫ কোটি। আর দারিদ্র্যতায় চরম মানবেতর জীবন যাপন করে এমন মানুষের সংখ্যা ৫ কোটির বেশী । ধনী আর দরিদ্রের ব্যাবধানটা দিনে দিনে চরম দৃষ্টিকটু ।

অথচ পৃথিবীর ৪৬ তম গরীব দেশে থেকে আমার ৩ বেলা করে সারা মাস পেট পুরে খাওয়ার সামর্থ্য আছে। গবেষণা মতে তাই ২০% নাগরিক সুবিধাভোগীর একজন আমি। তাই আমি রাজনীতি বুঝি, অতীত রোমান্টিসিজমে চেতনায় উদ্দীপ্ত হই । দেশপ্রেমের ক্ষুধায় পৃথিবীর বড় পতাকা বানাই ।

বিদায়ী বছরের শেষ বিকেলে নতুন বছরকে বরন করতে অভিজাত হোটেলের দিকে ছুটছি , ফুটপাতের পথে আমার সাথে ক্ষুধার জ্বালায় রুটি-গুড় কিনে খেতে ব্যর্থ হওয়া শীর্ণ এ্ক লোকের সাথে দেখা । আমি দুইটা কচকচে দশী নোট তার দিকে ছুঁড়ে দিয়ে তৃপ্তির ঢেকুর তুললাম । তারপর ৭৬ হাজার কোটি টাকা পাচারের গল্পটাকে সযত্নে পাশ কাটিয়ে দেশের মধ্যম আয় (!) হয়ে এগিয়ে যাওয়ার গল্পটা শোনালাম। নতুন গনতন্ত্র, রাজনীতি আর ৭১ এর নব চেতনার উদ্দীপনার কথা শুনালাম । সে একটা দুর্বোধ্য হাসি দিয়ে বলল

আমি জানি না দুঃখের কী মাতৃভাষা

ভালবাসার কী মাতৃভাষা

বেদনার কী মাতৃভাষা

যুদ্ধের কী মাতৃভাষা

শুধু আমি জানি আমি একটা মানুষ

আর পৃথিবীতে এখনো আমার মাতৃভাষা ক্ষুধা।

(কবি আবুল হাসান)

আমি লজ্জায় বছরের শেষ অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে বলি

" হে খোদা, ক্ষিদে তো গনতন্ত্র, চেতনা , এমনকি তিন আর তিরিশ লাখের পার্থক্য ও বোঝে না !!!!

বাসায় ফিরে যেতে যেতে বিড়বিড় করে বলি...

ভবিষ্যতকে মাথায় রেখে আর বর্তমান নিয়ে কাজ করতে.. সব বিভক্তি ছুঁড়ে দিয়ে , ব্যক্তি পুজা আর ডি এন এ ভিত্তিক রাজনীতি বাদ দিয়ে, নির্ভয়ে সাদাকে সাদা আর কাল কে কাল বলতে পারার নিশ্চয়তা নিয়ে, নিজেকে আগে বদলিয়ে তারপর দেশকে বদল করতে চাইই চাই ।

খোদা .এই .কাজ শুরু করার ফিতাটা এ নতুন বছরেই কাটার সুযোগ দাও না !!

শুভ হোক এই ইংরেজী নববর্ষ ।

You may say I am a dreamer, but I hope I am not the only one .

বিষয়: বিবিধ

১১৯০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355960
০২ জানুয়ারি ২০১৬ রাত ১২:২১
আরিফা জাহান লিখেছেন : কিছু প্রশ্নবোধক চিহ্ন নিয়ে পড়া শুরু করলেও শেষটায় যথার্থতার দাঁড়ি বসালাম Thumbs Up
১২ জানুয়ারি ২০১৬ সকাল ০৬:০৩
296098
ইমরোজ লিখেছেন : ;Winking
355969
০২ জানুয়ারি ২০১৬ রাত ০২:১৩
শেখের পোলা লিখেছেন : আল্লাহ আপনার ফিতা কাটার সুযোগ করেদিক৷ ধন্যবাদ৷
১২ জানুয়ারি ২০১৬ সকাল ০৬:০৪
296099
ইমরোজ লিখেছেন : ধন্যবাদ৷
356006
০২ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:৪১
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

পড়লাম, দোয়া করি, জাযাকাল্লাহ..
১২ জানুয়ারি ২০১৬ সকাল ০৬:০৪
296100
ইমরোজ লিখেছেন : জাযাকাল্লাহ..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File