আপগ্রেডেড নামাজী !!!
লিখেছেন লিখেছেন ইমরোজ ০৫ জুন, ২০১৫, ০৭:২১:২৩ সন্ধ্যা
জুমার নামাজ পড়তে গিয়ে বিভিন্ন কিসিমের আপগ্রেডেড নামাজীদের সাথে দেখা হয় । ওরে বিনোদন রে। লেটেস্ট ভার্সনের উইন্ডোজ এর মত তাদের নামাজ সময়ের সাথে নিজের আয়েশে পরিবর্তিত । আমাদের সেকেলে আমলের শিখা নামাজের নিয়ম কানুন এর সাথে তা বড়ই টক্কর খায় । আমরা নামাজ শিখেছি বাপ মা আর পাড়ার হুজুর থেকে । নামাজ শিক্ষা বইয়ের অ্যানালগ নিয়মে আমরা জেনেছি নামাজের নিয়ম কানুন নিজের খেয়াল খুশীমত পরিবর্তন করা যায় না । অথচ এই নামাজীরা কার থেকে এই লেটেস্ট নিয়মের নামাজ শিখেছেন, সেটা জানতে পারলে জ্ঞান টা বাড়ত !!!
অনেককেই দেখি জাস্ট হাঁটু ঢাকা থ্রি কোয়াটার প্যান্ট আর কিস মি টাইপের গেঞ্জি পড়ে নামাজ পড়তে চলে আসেন । কাপড় বদলানোর সময় কই ? এরাই আবার সালাম ফিরানো শেষ না হতেই ডিজিটাল দৌড় দিয়ে বের হয়ে যান । আচ্ছা , মসজিদে আর রাস্তায় চলতে গেলেই কি এদের তাড়াহুড়া বেশী থাকে মানে টাইট শিডিউল !!!
আবার কেউ কেউ ভিতরে ঢুকতে চান না ; তাতে যে বের হতে সময় লাগে । তাই নামাজের সামনের কাতার পুরন না করে গেটের মুখ বন্ধ করে কিংবা ছায়ায় কিংবা ফ্যানের নীচে যেমন খুশী তেমন ভাবে জামাতে নামাজ পড়েন । ভবিষ্যতে হয়তো দেখব নিজের বদলে গাড়িকে জামাতে দাঁড়িয়ে গাড়ির এসির ভিতরে উনি আল্লাহ কে স্মরণ করছেন । এই গরমে এসি ছাড়া কি উনাদের চলে ??
কিছু ডিজুস প্রজন্ম রে দেখি খুতবার সময় এক কোনায় গিয়ে খাজুরি মারে । খুতবা মোনাজাতের সময় ফেবু খুলে রাখে । এরা বলে সময় বদলাইছে তাই আগের নিয়ম অনুসরণ করলে কি হবে ?? আমাদের সময় মোবাইল, ফেবু ছিল না বলে হয়তো এই আপগ্রেডেড নামাজ শিখা হয় নাই ।
ভাই ...এতে ... কি ভুল ? কি শুদ্ধ ? স্বল্প জ্ঞানে সেই ফতোয়ায় নাই বা গেলাম । তবে এদের জন্য অনেকে ই শেষে এসে জায়গা না পেয়ে নামাজ পড়তে পারেন না ।
ধর্ম টা আসলে একই আছে ; খালি বং দেশে ধার্মিকরা বড্ড শর্ট কাট হয়ে গেছে ।
মনারে ...এত শুভঙ্কর ফাঁকি দিয়ে এই ডিস্কো নামাজ কি আল্লাহ কবুল করবেন ? আর যদি নাই করেন ... তবে তো আম আর ছালা দুটোই গেল ।
বিষয়: বিবিধ
১১৩৪ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সেই জন্যই এই অবস্থা।
এগুলো কিয়ামতের লক্ষন। তাই চিনতা করি নাহ্
এদের সবচেয়ে কাঙ্খিত নামাজ হচ্ছে জুম্মার নামাজ । নামাজে যায় এরা ভীষণ মান্জা মেরে ও ভাব নিয়ে । নামাজ পড়ার চেয়ে এরা বন্ধু বান্ধদের সাথে গালগল্প করাকেই প্রাধান্য দেয় বেশী । মনে হয় যে অনেক দিন পর এদের সাথে দেখা সাক্ষাত হয়েছে. অথচ প্রতিদিনই উঠতে বসতে কথা হয় , দেখা হয় ।
মন্তব্য করতে লগইন করুন