আমার এক আনা পরিবারের অন্তরজ্বালা !!!

লিখেছেন লিখেছেন ইমরোজ ০৭ ডিসেম্বর, ২০১৪, ০৮:৪২:৫৯ সকাল



আমার দিনে আনা দিনে খাওয়া সংসার । পাড়ার উচ্চ বিত্ত বড় ভাইদের সাহায্য ছাড়া চলে না । আমাদের আয় বাড়ছে সত্য কিন্তু তাতে কভার হয়না । আগেতো একদমই চলত না । তলাবিহীন ঝুড়ি বলে অনেকে টিপ্পনীও কাটত । আমাদের কাপড় উনারা কিনায় আয় বাড়ছে ।

আমার পরিবারে মাঝে মাঝেই পাড়ার বড় ভাইদের দুই আনা আত্মীয় আসে যায় ; অনেক উপদেশ দিয়ে যায়, মাতব্বিরি করে । আমি রাগ হইলেও কিছু বলি না । কথা তো পুরাপুরি মিথ্যা না । সাহায্যের টাকা নয় ছয় করে আমরা ফুটানি করি । আর কিছু কথা মিছা হইলেই বা কি? গরীবের রাগ করাটা যে বিলাসিতা ; কেন না আমি তো ঐ পর্যায়ে এখনও যাই নাই । এখন তাফালিং করলে আম ও যাবে ছালাও যাবে । তবে স্বপ্নে দেখি আমার নাতি পুতিরা একদিন বুকের পাটা ফুলাইয়া তাদের মিছে কথার ঠাস ঠাস উত্তর দিচ্ছে ।

দুঃখের কথা আমার ছেলেমেয়ে গুলি এখনও মানুষ হয় নাই , সবসময় নিজেদের মধ্যে কাইজ্জা করে । আসল কাম বাদ দিয়া খুচরা খুচরা বিষয়ে আজাইরা প্যাঁচাল পারে । অথচ পাশের বাসার ফুল্টু বাবু রা এক । তাদের অনেক উন্নতি হইছে, পাড়ার বড় ভাইদের সাথে এখন অনেক দহরম মহরম । আজকাল পাড়ার বড় ভাইরা আমাদের হাড়ির খবর তাদের কাছ থেকেই নেয় । কিন্তু ফুল্টু বাবুরা ক্যামন যেন। মুখে মধু অন্তরে বিষ । আমাদেরকে দেখলেই দূর দূর করে ।সবাইকে বলে বেড়ায় আমরা নাকি সাম্প্রদায়িক, উগ্র । আমরা যে উগ্র না তা প্রমানের দায়ভার খালি আমাদেরই। তাদের কোন ঠেকা নেই। ইদানিং ভয় হয় এইসব প্রমানের জন্য যদি ধর্মটাই বিসর্জন দিতে হয় ।

আমার সন্দেহ হয় , ফুল্টু বাবুরা মনে হয় চায় না তাদের আশে পাশের লোকরা তাদের মত বা তাদের চেয়ে উন্নতি করে ফেলুক !!!

কিন্তু আমার বাড়ীর ছেলেমেয়রা ইদানিং ফুল্টু বাবুদের চেতনাতে মলিন । ফুল্টু বাবুদের দাক্ষিণ্যের আশায় " বড় বেয়ারা!! এমনকি বড় ভাইদের দুই আনাদের " ফু ফা কথা বলে । আমি শাসন করতে গেলে ফুল্টু বাবুদের চার আনাও চোখ রাঙ্গায় আর ছেলেরা তাচ্ছিল্য করে বলে আমার নাকি চেতনা নাই । চোখের সামনে আমার পরিবার উন্নতির জোয়ারে পাল্টে যাচ্ছে অথচ আমি নাকি তা দেখতে পাই না । আমার জন্য নাকি তাদের করুণা হয় ।

আমি রাগে হাত নিশপিশ করতে ভাবি ...আমার খাইয়া আমার পইড়া দালালেরা কয় টেউ !!!

ভুল সবই ভুল .......... এ পরিবারের পাতায় পাতায় ইদানিং যা লেখা ... সবই ভুল ।

বিষয়: রাজনীতি

১২৭৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

292026
০৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আনা অানা করে কয় আনা

তাই এবার সানি লিওন কে আনা!!!
০৭ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১০
235723
ইমরোজ লিখেছেন : ;Winking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File