মৌসুমি দেশপ্রেম !!!

লিখেছেন লিখেছেন ইমরোজ ০৩ ডিসেম্বর, ২০১৪, ০৮:৪২:৫২ রাত

হাতে লেখা বা অনলাইনে প্রশ্নপত্র ১০০ % না মিললে তাকে নাকি প্রশ্নপত্র ফাঁস বলা যায় না । তাই পিএস সি পরিক্ষার প্রশ্ন পত্র ফাঁস নয় সাজেশান নাকি বের হয়েছে । হুম্মম্মম...কি মারফতি ক্থা !! যাই হোক এই সাজেশানে জাতির মেরুদণ্ডের কি হবে জানি না ; তবে এ প্লাসের হার, সর্বকালের সবচেয়ে বেশি পাশের হার, দুই আঙগুলে ভি চিহ্নের হার ক্রমশ রেকর্ড ছাড়িয়ে যাবেই । শুধু বাড়বেনা, মেধাবী সৎ ও ভালো মানুষের সংখ্যা ।

“জগলুল আহমেদ নামে একজন খ্যাতিমান সাংবাদিক কারওয়ানবাজারে একটি বাস থেকে নামার সময় চালকের অবহেলার কারনে পড়ে যান। আঘাতে তার নাক ও কানের পাশ দিয়ে রক্ত বেরোচ্ছিল। কোন প্রাইভেট/ পাবলিক গাড়ি ই তাকে হাসপাতালে পৌঁছানোর মানবিক দায়িত্ব টি নিতে চাইলেন না । যেই ক্লিনিকে নেয়া হল সেই ক্লিনিক পুলিশ কেস বলে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে অবহেলা করল । আর যেই বাস থেকে পড়ে গেলেন সেই বাসের অন্যান্য যাত্রীরা চালককে গাড়ি থামাতে বাধ্য করলেন না । এই হচ্ছে "মানুষ মানুষের জন্য" নামক বং দেশের মানবতা !! ধিক আমাদের! ধিক!!

দেশ বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী উচ্চাঙ্গসঙ্গীতের উৎসবে এসে মঞ্ছে অচেতন হয়ে পড়ে গেলেন । উৎসবে বিশেষ অতিথি ছিলেন তিনি । মৃত্যুর ঘোষণা দেওয়ার পর একমিনিট শোক প্রকাশ করে আমরা রাতভর উচ্চাঙ্গসঙ্গীত উৎসব চালালাম । অনুষ্ঠান বন্ধ হলে পাছে আগত সঙ্গীত বোদ্ধা অতিথিরা যদি রাগ করেন অথবা শিল্পীদের যদি শিডিউল না মেলে । এই হল দেশে আলোকিত মানুষের সংখ্যা । এই সমাজে একদা হিসাব হতো মানবিক গুণাবলির, কদর ছিল সংবেদনশীলতার। আমরা তাকে ঝেটিয়ে বিদায় দিয়েছি ।

তাই প্রতি ডিসেম্বরের বিজয়ের মাসে আমাদের টগবগানো মৌসুমি দেশপ্রেম দেখে তৃপ্তির ঢেঁকুর উঠে না , চুকা চুকা গন্ধ লাগে ।

প্রোফাইল , পোশাক , ঘর বাড়ি, গাড়ী সবকিছুই দেশপ্রেমের চেতনায় সবুজ লাল করে ফেলেছি । কিন্তু হৃদয়ের অন্তস্থল টাই শুধু আমিময় করে রেখেছি ।

আমরা যারা অন্যের দেশ প্রেম নিয়ে হাজারটা কিন্তু নামক চেতনাময়ী প্রশ্ন করছি ; তারা কি নিজের ভেতরে দেশ প্রেমের লাল সবুজ প্রো পিক টা তৈরি করেছি ? মনে হয় না !!!

আবেগ, সদিচ্ছা আর বিবেকের সুসামঞ্জস্যবিহীন দেশ প্রেম দিয়ে বড় পতাকা বানিয়ে গিনিজ রেকর্ড করা যায় ঠিক ই , কিন্তু ৭১ এর ভাগ্য বঞ্ছিত শফর আলিদের কাছে পৌঁছা যায় না ।হয়না কুবের মাঝিদের ভাগ্য উন্নয়ন ।

You're not to be so blind with patriotism that you can't face reality. Wrong is wrong, no matter who does it or says it. (Malcolm X)

বিষয়: বিবিধ

১২০১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

291030
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:০৯
নিরবে লিখেছেন : খাটি কথা বলেছেন
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১৮
234652
ইমরোজ লিখেছেন : ধন্যবাদ আপনাকে ।
291034
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১৯
আফরা লিখেছেন : দিনে দিনে আমাদের সব কিছুই হয়ে যাছে আর্টিফেশিয়াল আর প্রফেশনাল সেটা হোক দেশপ্রেম বা মানবপ্রেম ।
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৫১
234667
ইমরোজ লিখেছেন : আফরা ; সুন্দর ভাবে কঠিন কথাটা বলছ ।
আমাদের সবকিছুই আজ ভার্চুয়াল আর মেকী । Straight Face
291138
০৪ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:১৪
মোতাহারুল ইসলাম লিখেছেন : আপনি বৈশাখী মেঘ দেখে বৃষ্টি আশা করছেন। বৃষ্টি পেতে হলে আষাঢ়ে যেতে হবে। দেশপ্রেম হলো আখের গোছানোর স্লোগান !
০৫ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৩২
235111
ইমরোজ লিখেছেন : দেশপ্রেম এখন লোক দেখানোর বিষয়ে পরিনত হয়েছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File