জন্মই আজন্ম পাপ !!!
লিখেছেন লিখেছেন ইমরোজ ২৬ নভেম্বর, ২০১৪, ০৩:১৩:১৪ দুপুর
ভাই, আমি ইদানিং দুঃস্বপ্ন দেখি !! আমার কন্যারা জিপিএ ৫ সার্টিফিকেট নিয়ে আমার খাটের শিয়রে ভিলেনের মত অট্টহাসি দিচ্ছে । ফাঁস হওয়া প্রশ্নপত্রে র উত্তরপত্র দেখে দেখে লিখে "স্বপ্নের তারা " আজ মেধা শুন্য ।
ব্যক্তি কেন্দ্রিক জীবন , খাঁচাময় স্কুল, হরতাল বিঘ্ন শিক্ষা জীবন , বাণিজ্যিক কোচিং , পরিমলময় আর "কিন্তু সুশীল শিক্ষক সমাজে " তারা আজ নৈতিকতা শুন্য !!!
আমি আধোঘুমে ভাবি এ দেশে থাকলে আমাদের আগামি প্রজন্ম রা আসলে কি হবে ? কি শিখবে ??
না হবে এ ঘরকা; না ও ঘরকা !!! এর থেকে মুক্তির উপায় কি ??
আমি তাই পাসপোর্ট বদলাবার সুযোগ খুঁজি !!! আমি জানি আমার মত অনেক আমি সেই সুযোগের অপেক্ষায় ।
আচ্ছা ধরুন !! আমেরিকা কানাডা আর ইউরোপের দেশগুলি যদি এমন ঘোষণা দেয়
" আগামীকাল রাত তিনটা থেকে চারটার মধ্যে যারা ঢাকায় তাদের এম্বেসি র সামনে লাইন দিয়ে দাঁড়াবে, তাদের বিনা শর্তে অভিবাসন ভিসা দেয়া হবে" ।
উ ...লা লা !!!
তাইলে সেই লাইনটার দৈর্ঘ্য ঢাকা শহরকে ছাড়িয়ে গেলে আমরা কি আসলেই অবাক হব ??? মনে হয় না !!!
দেশের অবস্থা কী? পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে? এরপর কী হবে? ইদানীং এই প্রশ্নগুলো কেউ আর করে না। কারণ আমাদের মধ্যে " আমার বলার কিছু নাই" টাইপের এক অসহায়ত্ব বোধ ভর করেছে ।
শীত কালীন পাখিরাই এখন দেশের হর্তাকর্তা । পাশ্চাত্তে তাদের লোটা কম্বল নিশ্চিত করে তারা আমাদের কে মিছক পজিটিভের দেশ প্রেম আর প্রগতিশীলতা শেখাচ্ছেন।
২০০৫ সালে সাউথ শিল্ডের এক এক্সক্লুসিভ রকি বীচে ঘুরতে গিয়েছিলাম । পথে এক ব্রিটিশ ফ্যামিলির সাথে দেখা । আমাদেরকে দেখেই ছোট বাচ্চাটা তার পিতাকে বলে উঠল " Look Papa, pakis (উপমহাদেশীয় লোকদেরকে এরা পাকিই ভাবে ) are here !!!
তার পিতা শ্লেষের সুরে বলে উঠল " yah!! these bustards are everywhere !!!"
কথাটা প্রায় বিনা প্রতিবাদেই হজম করতে হয়েছিল । ইউ কে তে পড়াশুনা করতে গিয়ে ব্রিটিশ শ্বেতাঙ্গদেরএই সুপ্ত বর্ণবাদী মনভাব টির সাথে পরিচয় আমাদের কম বেশি ছিল । এরা যে মুখে এক, মনে আরেক তা বুঝতে না চাইলেও বুঝতে হত । বিশেষ করে ছোট শহরগুলিতে বা কান্ট্রি সাইডে । নিজেকে সেখানে দ্বিতীয় (ক্ষেত্র বিশেষে তৃতীয়) শ্রেণীর নাগরিক বলে হীনমন্যতা বোধ হত ।
ওই সময় মনে হত কিছু সীমাবদ্ধতা আর কষ্ট হলেও নিজের দেশেই থাকাই ভালো । নিজের এই গরীব দেশটাই হবে আমার জন্য সুখী আর বৈষম্যেহীন দেশ ।
.আসলেই কি তাই ??? ......
ভুল সবই ভুল ..........
এ দেশের পাতায় পাতায় যা লেখা হচ্ছে সবই ভুল....
২০১৪ র বাস্তবতা হল অমানবিক, অনৈতিক আর স্বার্থপরের এই দেশে হাঁসফাঁস করছে ভবিষ্যৎ আমিময় প্রজন্ম । সম্পর্কের সংজ্ঞা ব্যক্তি স্বার্থে এখানে দিন দিন হ য ব র ল হয়ে উ ঠছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর মতে নির্বাচিত প্রতিনিধিদের শতকরা ৯৭ ভাগই নাকি চোর, খুনি ও লুটেরা। মুক্তিযুদ্ধের চেতনাকে ইসলামের বিপক্ষের খেলোয়াড় বানিয়ে ছেড়েছি । জঙ্গি তত্ত্বে রাজনৈতিক বিপক্ষকে ঘায়েল করতে গিয়ে ভিনদেশে ভিসা চক্করে হাজার হাজার স্বদেশী প্রবাসী কর্মজীবীদেরই ঘায়েল করছি ।
তাই এখানে থাকাটাই যে এখন আজন্ম পাপ ।
আর এই বয়সে ভিনদেশে আমার জীবনটির কথা চিন্তা করে দীর্ঘশ্বাস ফেলে গুনগুণ করে গেয়ে উঠি ,
মুঠো আজ দিলাম খুলে
যা আছে তা নিয়ে নাও
নিঃস্ব হওয়ার এই তো সুযোগ
হিসেব কষতে বোসো না
যাবো কিনা
থাকবো কিনা
যেমন করে হাওয়া বয়
যেমন রাতের পর ভোর হয়!!
বিষয়: রাজনীতি
১০৬৩ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যদিও এখানে আমরা যারা আছি বিভিন্ন ভাবে বৈষ্যমের স্বীকার হচ্ছি । যখন আমার মেধাকে মূল্যায়ন করা হয়না শুধু নামের কারনে তখন খুব কষ্ট পাই । তার পর ও দেশের অবস্থা শুনলে মনে হয় ভাল আছি ।
দুঃস্বপ্নগুলোই দিন দিন বাস্তব হয়ে যাচ্ছে !!!!!! আর স্বপ্নগুলো অধরা!!!
মন্তব্য করতে লগইন করুন