আমি তেমন পিতা হতে চাই !!!!!
লিখেছেন লিখেছেন ইমরোজ ০৯ নভেম্বর, ২০১৪, ০৯:০৬:৫১ রাত
চারদিন পর বাসায় ফিরে দরজা খুলতেই দেখি দুই মেয়ে দাঁড়িয়ে । আমাকে দেখেই "পাপা" বলে উল্লাসে দুইজন দুই পা জড়িয়ে ঝুলন্ত । আমি তাদেরকে জড়িয়ে ধরে ভাবি ;
তোমরা যে বলো দিবস-রজনী 'ভালোবাসা' 'ভালোবাসা'— সখী, ভালোবাসা কি ইহারে কয় ? ইহা কি শুধুই সুখময় !!
সারাজীবন মাকে দেখতাম " আয় খুকু আয়" গান্ টা শুনে চোখে জল ফেলতেন ; কারনে অকারনে নানার রেফারেন্স টানতেন । মাঝে মাঝে খুব বিরক্তি লাগত । বিয়ের পর প্রায়ই বউকে (চাচাতো বোন ) জিজ্ঞেস করতাম ..."পুকুরে আমি আর চাচা , কেউই সাঁতার জানিনা , একজনকে বাঁচানো যাবে " কাকে সে বাঁচাবে ... বউ একটা বিষণ্ণও হাসি হেসে নির্বাক থাকতো । ইদানিং বউ আমাকে এই প্রশ্ন টা করে, পুকুরে সে আর আমার মেয়ে ...... আমি লাজুক হেসে এড়িয়ে যাই...ভাবি কি নিষ্ঠুর সেই রসিকতা আমার...... (পুরানো স্ট্যাটাস থেকে)
বাবার প্রতি মেয়েদের দুর্বলতা আসলেই চিরন্তন। যতই দিন যায় শ্রদ্ধা স্নেহময় ভালবাসার ব্যাকুলতা যেন বাড়ে !!
বাবার প্রতি মেয়েদের ভালবাসার একটা কারন অবশ্য আছে; কারন সে জানে অন্তত এই পুরুষটি কখনই তার হৃদয়ক্ষরণ করবে না , করবে না নিরাশ !!!
Dear God !!!
I like to be A dad who
holds them when they cry,
scolds them when they break the rules,
shines with pride when they succeed,
and has faith in them even when they fail...
বিষয়: বিবিধ
১৪০৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগার অনুভূতি রেখে সাথেই রইলাম বন্ধু তোমার।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন