নিন্দুকের কথা !!!

লিখেছেন লিখেছেন ইমরোজ ৩১ অক্টোবর, ২০১৪, ১০:৩২:৩৫ সকাল

(১)

ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাবেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, নিজামী-মুজাহিদকে মন্ত্রী বানিয়ে মুক্তিযোদ্ধাদের গালে চপেটাঘাত করার দায়ে খালেদা জিয়ারও বিচার করা হবে। চুরি যে করে আর চুরির মাল যে রাখে, দুজনকেই চোর হিসেবে শাস্তি ভোগ করতে হয়।

নিন্দুকের কথাঃ

ভাল কথা । আশা করি তাইলে ৮৮/ ৯৬ সালে গোলাম আজম আর মতিউর নিজামীর দলের সাথের রাজনৈতিক পুতুল খেলে জামাতকে পুনর্বাসন ও ক্ষমতায় যাওয়ার বিচারও এই সরকার করবে ।

(২)

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধাদের তালিকা যেভাবে নতুন করে করা হচ্ছে, তেমনি বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও রাজাকারদেরও তালিকা প্রকাশ করা হবে।

নিন্দুকের কথাঃ

রাজাকারদের নতুন লিস্ট বানানো তো অনেক সোজা!

বাংলাদেশের সকল জনগণ - ( আওয়ামীলীগ + অনলি !!! আওয়ামী সাইড ডিশ কাম শাহাবাগি সিপি চেতনা গং )

= রাজাকার!

(৩)

আর এই দুই মাননীয় মন্ত্রীর মন্তব্য শুনে রবিন্দ্রনাথ পরপার (!!) থেকে বলেনঃ

আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি, এই ছিল মোরে ঘটে -

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।।

বিষয়: রাজনীতি

১১৫৫ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279912
৩১ অক্টোবর ২০১৪ সকাল ১০:৩৫
কাহাফ লিখেছেন :
লেখনীতে বিনোদনের ব্যাপক রস যেন চুইয়া চুইয়া পড়ছে....... Catch Catch
৩১ অক্টোবর ২০১৪ সকাল ১০:৪৪
223570
ইমরোজ লিখেছেন : ভাই মন্ত্রীরাই একেকজন বিনোদনের খনি । Tongue Tongue
279936
৩১ অক্টোবর ২০১৪ সকাল ১১:৪০
মামুন লিখেছেন : খুব সুন্দর লিখেছ বন্ধু! অসাধারণ অনুভূতি! ভালো লাগা রেখে সাথেই থাকছি।
279980
৩১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২৯
আফরা লিখেছেন : নিন্দুকের কথায় কান দিতে নাই ।
৩১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৪
223670
ইমরোজ লিখেছেন : আসলেই কান দিতে নাই ;Winking
279995
৩১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৩
অনেক পথ বাকি লিখেছেন : কাহাফ লিখেছেন :
লেখনীতে বিনোদনের ব্যাপক রস যেন চুইয়া চুইয়া পড়ছে... Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
৩১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৫
223671
ইমরোজ লিখেছেন : Smug
280021
৩১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৩
ইঁচড়ে পাকা লিখেছেন : রাজাকার! = বাংলাদেশের সকল জনগণ - ( আওয়ামীলীগ + অনলি !!! আওয়ামী সাইড ডিশ কাম শাহাবাগি সিপি চেতনা গং )
Happy) Happy) Happy) Happy) Happy)
৩১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৫
223672
ইমরোজ লিখেছেন : Worried Worried Worried Worried Worried Worried

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File