সকালে উঠিয়া আমি মনে মনে বলি !!!
লিখেছেন লিখেছেন ইমরোজ ২৯ অক্টোবর, ২০১৪, ০১:৩২:৩৮ দুপুর
খুব সকালে ঘুম ভেঙ্গে নিজের অজান্তে আদর্শ লিপির দুটো লাইন জপছি ।
সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারাদিন আমি যেন ভাল হয়ে চলি।
আচ্ছা আজ সারাদিন আদর্শ লিপির এই দুইটা লাইন মাফিক চললে ক্যামন হবে ?? সারা জীবন তো খালি অন্যকেই দোষারোপ করলাম । এ ও করেনি ; ও এ করেনি । এ খারাপ; ও জঘন্য । আর খালি অপেক্ষা করেছি আরেকজন এসে বিড়ালের গলায় ঘণ্টি বাঁধবে । আর আমি রেডিমেট খাব।
নাহ !!! আজ LIAR LIAR সিনেমার জিম ক্যারি হতে মন চাচ্ছে ।
আলসেমি ভেঙ্গে আজ ফজরের নামাজ টা পড়ে ফেললাম ।ভাবলাম বাচ্চাদেরকে স্কুলের জন্য তৈরি করতে বিবিকে সাহায্য করি । বেচারি প্রতিদিন সকালের টাইট শিডিউলে হাঁসফাঁস করে ।
গাড়িটা আজ স্কুল গেট বরাবর নিলাম না; স্কুলের এক রাস্তার আগেই পার্ক করলাম । তারপর বাচ্চাদের সাথে জ্যাম লাগানো রাস্তায় লেফট রাইট করতে করতে স্কুলে পৌঁছে গেলাম । অফিসে যাওয়ার সময় ড্রাইভার কে বললাম আজ কোন তাড়া নাই । যতই দেরী হোক জ্যাম দেখলেই শর্টকাট মারতে বিপরীত লেনে যাব না । জ্যাম ঠেলে অফিসে পৌঁছলাম । আজকে অফিসে বিন্দাস হব, কোন কিছুতেই টেনশন নিব না । কাউকে কটু কথা বলব না । আজকের দিনের থট ফর দ্যা ডে হবে " রেগে গেলেন তো হেরে গেলেন " । জুনিয়র সিনিয়র সবাইকে আগ বাড়িয়ে সালাম / Good Morning দিলাম । দারোয়ান , বেয়ারাদের সাথে যেচে পড়ে কুশল জিজ্ঞেস করলাম । আজ ঠিক করেছি , নিজের সাধ্যের মধ্যে ১০০ % কাস্টমার সার্ভিস দিব । নিজের কাজ জুনিয়রের উপর চাপিয়ে দিবনা ।
নাহ ! আজ আর ফাইল নড়াতে কোন স্পীড মানি নিব না । আজ অফিসে ঘুষ বিহীন দিবস পালন করব । কাজের ফাঁকে সহকর্মীদের সাথে আড্ডায় আজ আর কোন অফিস পলিটিক্সে যোগ দিলাম না । আজ যে ঠিক করেছি ,কারও পিছনে তার নামে খামাখা বদনাম করব না । আশ্চর্যের বিষয়! আজ কিন্তু অফিসে কোন মিথ্যাই বলতে হল না ।
অফিস শেষে ঘরে ফিরতে ফিরতে গাড়ীতে বসে বসে অন লাইনে আমার রাজনৈতিক মতাদর্শের বিপরীত পন্থীদের লেখা পড়লাম । পড়ার আগেই ঠিক করে নিয়েছি , তাদের লেখার মধ্যে কি ভুল আছে তা বের করার আগে বুঝে নিব কি কি ঠিক আছে ?? আজ আর তাদের লেখা পড়ে কোন রাগ হল না !!!
বাসায় ফিরে একটু ফ্রেশ হয়ে ফ্ল্যাটের উপর নীচ আর পাশের প্রতিবেশীর সাথে ইন্টারকনে হাই হ্যালো করলাম । বাসায় আসতে বললাম । আজ আর ফেবুতে ঝোলবাজি না করে বিবির সাথে মন খুলে অনেকক্ষণ কথা বললাম । খুব তাড়াতাড়ি ডিনার ও করে ফেললাম ।
আজ যে ঘুমাবার আগে মেয়েদের গল্প শোনাবো । রূপকথার সাথে দেশপ্রেমের গল্প , বাবা থেকে শোনা ইতিহাসের গল্প । ঘুমাবার আগে তাদের কে কানে কানে মন্ত্রের মত জপব
এমন দেশটি কোথাও পাবে নাকো তুমি , সকল দেশের সেরা !!!
নাহ !! আজ.... দিনটা তো মোটেই খারাপ গেল না ??
আচ্ছা !! প্রতি সপ্তাহে এমনভাবে নুন্নতম একটা দিন পার করলে কি এমন ক্ষতি !!!
বিষয়: বিবিধ
১৪৩০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
যেও না মামুন
ভালো লাগা রেখে চলেছ কোথায় ??
পথ খুজে পাবে নাকো !!!
কান্না বন্ধ কর...
সপ্তাহে একদিন দিয়ে শুরু করেই হয়ত সেটা আমাদের প্রতিদিন এমন সুন্দর হয়ে যাবে । ইনশা আল্লাহ ।
আপনাকে ধন্যবাদ ।
আজকেও যদি কোন তাড়া না থাকে, এইগুলোর ব্যাপারে আরেক্টু বিস্তারিত জান্তে চাই ...
--LIAR LIAR সিনেমার জিম ক্যারি
--বিন্দাস
--স্পীড মানি
--বিন্দাস..।.।.। মানে কুল গাই যে সহজে টেনশন নেয়না ।
--স্পীড মানি .।.। হচ্ছে ঘুষ
আপনাকে ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন