পুরুষ কেন মিথ্যে বলে ?? ( জীবন থেকে নেয়া ও ইন্টারনেট থেকে পাওয়া একটি পরীক্ষিত গবেষণা মূলক স্ট্যাটাস !!!)
লিখেছেন লিখেছেন ইমরোজ ০৩ অক্টোবর, ২০১৪, ১২:৫৩:২৯ দুপুর
এক দেশে ছিল এক গরীব কাঠুরিয়া । একদিন সে নদীর পাশে এক গাছের ডালপালা কাটছিল । হঠাত করে কুড়ালটি তার নদীতে পড়ে গেল । জীবন জীবিকার শেষ সম্ভল হারিয়ে কাঠুরিয়া ভেউ ভেউ করে কাঁদতে লাগল ।
কান্নার আওয়াজ প্রভুর কাছে পৌঁছে গেল । প্রভু মানুষের বেশে এসে তাকে জিজ্জেস করলেন
" হে বৎস্য !!! তোমার কি হয়েছে ?? "
কাঠুরিয়া কাঁদতে কাঁদতে প্রভুকে জানাল তার শেষ সম্ভল কুড়াল টি নদীতে পড়ে গেছে । এখন যে তাকে না খেয়ে মরতে হবে!!
প্রভুর তাতে দয়া হল । প্রভু তৎক্ষণাৎ নদীর ভিতর ডুব দিয়ে এক স্বর্ণের কুড়াল নিয়ে এসে কাঠুরিয়াকে জিজ্ঞেস করল
" দেখ তো এটা তোমার কিনা ??? "
কাঠুরিয়া বলল " জি না হুজুর, এটা আমার নয় ! "
এবার প্রভু ডুব দিয়ে এক রৌপ্যের কুড়াল নিয়ে এল।
কাঠুরিয়া এবারও বলল " জি না হুজুর, এটা আমার নয় " ।
এবার প্রভু নদীর নীচ থেকে তার পুরানো লৌহের কুড়ালটি নিয়ে এল ।
কাঠুরিয়া তা দেখে আনন্দে হাত তালি দিয়ে বল " জি হুজুর এটাই আমার কুড়াল!! "
প্রভু তার সততায় মুগ্ধ হলেন । খুশি হয়ে তিনটা কুড়ালই তাকে দিয়ে দিলেন ।
তিন কুড়াল পেয়ে মনের আনন্দে কাঠুরিয়া তার গৃহে ফিরে গেলেন ।
তারপর অনেক অনেকদিন কেটে গেছে ; কাঠুরিয়া এখন বিবাহিত ।
একদিন বাঁশের সেতু দিয়ে সে আর তার বউ নদী পার হচ্ছিল । এ সময় আচমকা ঘূর্ণি হাওয়ায় বেসামাল হয়ে তার বউ নদীতে পড়ে তলিয়ে গেল ।
হায় , কেউই সাঁতার জানে না । কাঠুরিয়া হাউমাউ করে কাঁদতে লাগল আর প্রভুকে ডাকতে লাগলেন । প্রভু যথারীতি আবার হাজির হলেন । তাকে জিজ্ঞেস করলেন
" আবার কি হল ?? "
কাঠুরিয়া বলল " হুজুর আমার বউ নদীতে পড়ে গেছে!! দয়া করে তাকে বাঁচান । "
প্রভু তার কথা শুনে নদীতে ডুব দিয়ে "জেনিফার লোপেজ " কে নিয়ে এলেন । কাঠুরিয়াকে জিজ্ঞেস করলেন
" দেখ তো এই নারী ই তোমার স্ত্রী কিনা ??? "
কাঠুরিয়া ফুঁপাতে ফুঁপাতে বলল
" জি হুজুর!! ইনি ই আমার বউ । "
প্রভু এ কথা শুনে প্রচণ্ড রেগে গেলেন । বললেন
" তুমি তো ডাহা মিথ্যাবাদী !!! আমার সাথে প্রতারনা করছো ????? "
কাঠুরিয়া তাতে একটু বিচলিত না হয়ে উত্তর দিল
" হুজুর !! আমাকে ক্ষমা করবেন । দয়া করে আমার এই মিথ্যে কথায় আমাকে ভুল বুঝবেন না ।
আসলে আপনি যখন জেনিফার লোপেজ কে তুলে আনলেন; তখন আমি অনেক ভেবে দেখলাম, আমি যদি "না" বলি তাহ লে পরেরবার হয়তো আপনি ' সানি লিওন' কে তুলে আনবেন ।
আমি আবার না বললে তৃতীয়বার হয়তো আমার বউকেই তুলে আনবেন ।
আর আমি তখন "হা" বললেই আপনি খুশী হয়ে আমাকে তিনজনকে ই দিয়ে দিবেন ।
কিন্তু সমস্যা হল হুজুর !! এই তিন বউকে দেখশুনা করার মত আর্থিক আর......... হেডাম কি আমার আছে ????
হুম ম ম ম ম ম ............এই গল্পের মুল কাসুন্দিটা তাইলে কি ??
ওহ হো এখন ও বুঝেন নাই!!
তাইলে একটু ভাইংগাই বলি !!
পুরুষ মানুষের আপাতদৃষ্টিতে মিথ্যে বলা নিয়ে যারা (আমার বিবি সহ ) পেরেশান !!!
তাদের আসলে বুঝতে হবে " এই প্রজাতি আসলে এমনিই এমনিই মিথ্যে কথা বলে না ; না পারতে ই মিথ্যে কথা বলে !!!
মহামতি এরশাদ তাইতো বলেন
" MAN TELLS LIE ONLY FOR HONORABLE CAUSE" ।
. >>>>>>>>
(কিঞ্চিৎ বাঁকাইয়া অনুদিত )
বিষয়: বিবিধ
১৪৭৪ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তিন জায়গায় মানুষের মিথ্যা বলার অনুমতি আছে, তন্মধ্যে.. স্ত্রীদের মন খুশি করতেও মিথ্যা বলা যায়।ডাহা মিথ্যার আশ্রয় নেয়া চলবে না কিন্তু...........
কিন্তু পুরুষ কেন স্ত্রীর কাছে মিথ্যে বলে ??? তাই বুঝাতে চাইলাম।
Anyway just see the humor side , don't take it seriously.
ফাটা-ফাটি লাইক দিলাম আপনার কথায়.....!!!<:-P
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন