পুরুষ কেন মিথ্যে বলে ?? ( জীবন থেকে নেয়া ও ইন্টারনেট থেকে পাওয়া একটি পরীক্ষিত গবেষণা মূলক স্ট্যাটাস !!!)

লিখেছেন লিখেছেন ইমরোজ ০৩ অক্টোবর, ২০১৪, ১২:৫৩:২৯ দুপুর

এক দেশে ছিল এক গরীব কাঠুরিয়া । একদিন সে নদীর পাশে এক গাছের ডালপালা কাটছিল । হঠাত করে কুড়ালটি তার নদীতে পড়ে গেল । জীবন জীবিকার শেষ সম্ভল হারিয়ে কাঠুরিয়া ভেউ ভেউ করে কাঁদতে লাগল ।

কান্নার আওয়াজ প্রভুর কাছে পৌঁছে গেল । প্রভু মানুষের বেশে এসে তাকে জিজ্জেস করলেন

" হে বৎস্য !!! তোমার কি হয়েছে ?? "

কাঠুরিয়া কাঁদতে কাঁদতে প্রভুকে জানাল তার শেষ সম্ভল কুড়াল টি নদীতে পড়ে গেছে । এখন যে তাকে না খেয়ে মরতে হবে!!

প্রভুর তাতে দয়া হল । প্রভু তৎক্ষণাৎ নদীর ভিতর ডুব দিয়ে এক স্বর্ণের কুড়াল নিয়ে এসে কাঠুরিয়াকে জিজ্ঞেস করল

" দেখ তো এটা তোমার কিনা ??? "

কাঠুরিয়া বলল " জি না হুজুর, এটা আমার নয় ! "

এবার প্রভু ডুব দিয়ে এক রৌপ্যের কুড়াল নিয়ে এল।

কাঠুরিয়া এবারও বলল " জি না হুজুর, এটা আমার নয় " ।

এবার প্রভু নদীর নীচ থেকে তার পুরানো লৌহের কুড়ালটি নিয়ে এল ।

কাঠুরিয়া তা দেখে আনন্দে হাত তালি দিয়ে বল " জি হুজুর এটাই আমার কুড়াল!! "

প্রভু তার সততায় মুগ্ধ হলেন । খুশি হয়ে তিনটা কুড়ালই তাকে দিয়ে দিলেন ।

তিন কুড়াল পেয়ে মনের আনন্দে কাঠুরিয়া তার গৃহে ফিরে গেলেন ।

তারপর অনেক অনেকদিন কেটে গেছে ; কাঠুরিয়া এখন বিবাহিত ।

একদিন বাঁশের সেতু দিয়ে সে আর তার বউ নদী পার হচ্ছিল । এ সময় আচমকা ঘূর্ণি হাওয়ায় বেসামাল হয়ে তার বউ নদীতে পড়ে তলিয়ে গেল ।

হায় , কেউই সাঁতার জানে না । কাঠুরিয়া হাউমাউ করে কাঁদতে লাগল আর প্রভুকে ডাকতে লাগলেন । প্রভু যথারীতি আবার হাজির হলেন । তাকে জিজ্ঞেস করলেন

" আবার কি হল ?? "

কাঠুরিয়া বলল " হুজুর আমার বউ নদীতে পড়ে গেছে!! দয়া করে তাকে বাঁচান । "

প্রভু তার কথা শুনে নদীতে ডুব দিয়ে "জেনিফার লোপেজ " কে নিয়ে এলেন । কাঠুরিয়াকে জিজ্ঞেস করলেন

" দেখ তো এই নারী ই তোমার স্ত্রী কিনা ??? "

কাঠুরিয়া ফুঁপাতে ফুঁপাতে বলল

" জি হুজুর!! ইনি ই আমার বউ । "

প্রভু এ কথা শুনে প্রচণ্ড রেগে গেলেন । বললেন

" তুমি তো ডাহা মিথ্যাবাদী !!! আমার সাথে প্রতারনা করছো ????? "

কাঠুরিয়া তাতে একটু বিচলিত না হয়ে উত্তর দিল

" হুজুর !! আমাকে ক্ষমা করবেন । দয়া করে আমার এই মিথ্যে কথায় আমাকে ভুল বুঝবেন না ।

আসলে আপনি যখন জেনিফার লোপেজ কে তুলে আনলেন; তখন আমি অনেক ভেবে দেখলাম, আমি যদি "না" বলি তাহ লে পরেরবার হয়তো আপনি ' সানি লিওন' কে তুলে আনবেন ।

আমি আবার না বললে তৃতীয়বার হয়তো আমার বউকেই তুলে আনবেন ।

আর আমি তখন "হা" বললেই আপনি খুশী হয়ে আমাকে তিনজনকে ই দিয়ে দিবেন ।

কিন্তু সমস্যা হল হুজুর !! এই তিন বউকে দেখশুনা করার মত আর্থিক আর......... হেডাম কি আমার আছে ????

হুম ম ম ম ম ম ............এই গল্পের মুল কাসুন্দিটা তাইলে কি ??

ওহ হো এখন ও বুঝেন নাই!!

তাইলে একটু ভাইংগাই বলি !!

পুরুষ মানুষের আপাতদৃষ্টিতে মিথ্যে বলা নিয়ে যারা (আমার বিবি সহ ) পেরেশান !!!

তাদের আসলে বুঝতে হবে " এই প্রজাতি আসলে এমনিই এমনিই মিথ্যে কথা বলে না ; না পারতে ই মিথ্যে কথা বলে !!!

মহামতি এরশাদ তাইতো বলেন

" MAN TELLS LIE ONLY FOR HONORABLE CAUSE" ।

. >>>>>>>>

(কিঞ্চিৎ বাঁকাইয়া অনুদিত )

বিষয়: বিবিধ

১৪৭৪ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271107
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:১৯
কাহাফ লিখেছেন :
তিন জায়গায় মানুষের মিথ্যা বলার অনুমতি আছে, তন্মধ্যে.. স্ত্রীদের মন খুশি করতেও মিথ্যা বলা যায়।ডাহা মিথ্যার আশ্রয় নেয়া চলবে না কিন্তু...........
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪১
215182
ইমরোজ লিখেছেন : Happy তাই ?? আহ আপনার কথাটায় যদি আমার স্ত্রী সহমত হইতেন !!!!
271133
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৯
আফরা লিখেছেন : মিথ্যা মানুষ তখনই বলে যখন সে অন্যায় করে । সে পুরুষ হোক আর মহিলা ।
০৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১১
215219
ইমরোজ লিখেছেন : ঠিক ।।
কিন্তু পুরুষ কেন স্ত্রীর কাছে মিথ্যে বলে ??? তাই বুঝাতে চাইলাম।
Anyway just see the humor side , don't take it seriously.
271134
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০০
ফেরারী মন লিখেছেন : পুরুষরা মিথ্যে বলে অন্যের ভালোর জন্য আর মেয়েরা বলে অন্যের ক্ষতির জন্য । Tongue Tongue
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১২
215197
কাহাফ লিখেছেন :
ফাটা-ফাটি লাইক দিলাম আপনার কথায়.....!!!<:-P
০৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০৮
215218
ইমরোজ লিখেছেন : Tongue Tongue বানী চিরন্তনী করে রাখলাম ।।
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
215315
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : মহাজ্ঞানীদের মহাবানী, চিরস্বরনীয় বানী হসাবে লিখে রাখব । ধন্যবাদ ।।
271161
০৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৮
মামুন লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Upলেখাটি খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
০৩ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৬
215327
ইমরোজ লিখেছেন : ধন্যবাদ তোমাকে । JUST TAKE THE FUNNY SIDE.
271189
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
শেখের পোলা লিখেছেন : হীরার আংটী বাঁকা হয়না৷
০৩ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৭
215329
ইমরোজ লিখেছেন : Smug
০৩ অক্টোবর ২০১৪ রাত ১০:৫২
215367
পবিত্র লিখেছেন : চাচাজান, যদি এ বাক্যটি একটু বিশ্লেষণ করে দিতেন তাহলে আরো সহজ হতো বুঝতে আমার মতো অজ্ঞদের জন্য। Day Dreaming
০৪ অক্টোবর ২০১৪ রাত ০৩:৫৬
215414
শেখের পোলা লিখেছেন : আমার এক দাদী নাতীদের দোষ ধরতেননা৷ কিন্তু নাতনীদেরটা ঠিকই ধরতেন৷ নাতনীরা প্রতিবাদ করলে তিনি এই প্রবাদটা বলতেন৷ বোঝাতে চাইতেন, দামী জিনিষে খুঁত ধরা যায়না৷ আশাকরি বুঝেছো তাহুরা(পবিত্র)মামনি আমার৷
০৪ অক্টোবর ২০১৪ সকাল ০৯:০২
215427
পবিত্র লিখেছেন : হুম বুঝেছি চাচাজান! ছেলেরা হচ্ছে দামী আর মেয়েরা,,,,, Sad
০৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
215565
শেখের পোলা লিখেছেন : এটা জাহেলী যুগের ধারণা৷ এখনও কিছু কিছু আছে৷ আমি বলি উভয়েই সমান৷
271318
০৪ অক্টোবর ২০১৪ সকাল ১১:২২
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো
০৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২১
215556
ইমরোজ লিখেছেন : ধন্যবাদ আপনাকে ।
271554
০৫ অক্টোবর ২০১৪ রাত ০২:৫৯
কাওছার জামাল লিখেছেন : একদম অস্থির অবস্থা মাইরালা।
০৫ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২৪
215740
ইমরোজ লিখেছেন : Tongue Winking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File