পজিটিভ চিন্তার আমি !!!
লিখেছেন লিখেছেন ইমরোজ ৩০ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৪৪:৩৯ রাত
Think Positive to Make Things Positive !
তাই ইদানিং আমার আশার সাথে বাস্তবতার দেখা কম । ডিজিটাল বাংলায় সবকিছুকে পজিটিভ চিন্তা দিয়ে পোস্ট মরটেম করার চেষ্টা করছি !! আমার পজিটিভ চিন্তার অবস্থাকে অনেকে হয়তো বেহালই বলবেন । কিন্তু এইরকম ডেস্পারেট আশাবাদী না হলে যে, হতাশায় আপনি পাবনার হেমায়েতপুরের বাসিন্দা হবেন !!!
আজকে মদন লতিফের কথা শুনে আমার মধ্যে একটা পজিটিভ চিন্তা কুমকুম করছে !!!
হজ নিয়ে আমরা এখন কচলাতে কচলাতে "চক্ষু থাকতেও অন্ধ আমিরা" অনেক তথ্য জেনে যাব । তাতে ইসলাম ধর্মের মূল ৫টি স্তম্ভের অন্যতম পবিত্র হজ করার নিয়ে যারা গড়িমসি করছিলেন, তারা তা অচিরেই সম্পাদন করবেন ।
আসলে অধুনা বাংলার লাক্স/ আড়ং প্রগতিশীলতা আর অসম্প্রদায়িকতার নামে আমরা যতই ধর্মহীনতার ফ্যাশান চাপাচ্ছি , ততই আমরা ধর্মকে জানার এবং পালন করার আগ্রহ দেখাচ্ছি । যেমন হিজাব পড়তে দিব না বলে যতই তাফালিং করছি ততই হিজাব পড়া নারীর সংখ্যা বাড়ছে ।
তস্লিমা নাসরিন আর থাবা আসিফ বাবারা কোরআন নিয়ে যতই মুখরোচক ব্যাঙ্গ ছড়াচ্ছেন, আমরা ততই কোরআন পড়ার আর বুঝার আগ্রহ দেখাচ্ছি ।
শুধু কি তাই !!!
নাহিদ সাহেবের জিপিএ ৫ + বাম্পার ফলন থেকে পুরাতন সত্য কথাটা শিখলাম, রেজাল্ট ভিত্তিক মেধা যাচাই আসলেই একটি অন্তঃসারশূন্য প্রক্রিয়া ।
আচ্ছা ! তথ্য আইন ৫৭ করার কি সুফল আছে ? আলবৎ আছে !!!
আমাদের হলুদ সংবাদ নিয়ে আগের যা সংশয় ছিল, তা এখন ফকফকা । আমরা এখন জানি, এই হলুদের পাতায় পাতায় যা কিছু লেখা আছে, সবই তা ভুল !!
ইম্রান, মুন্তাসির , শাহরিয়ার আর জাফরদের সাথে পরিচয়ের পর আমরা কি শিখেছি ?
মুক্তিযোদ্ধার চেতনা আর শাহাবাগি বায়বীয় বিরানি চেতনা দুই জিনিস !!!
প্রশ্নঃ ডিজিটাল চেতনা বলতে আসলে কি বুঝায় ?
উত্তরঃ যুক্তি, বাস্তবতা, সত্য ঘটনা এবং প্রেক্ষাপট বুঝিয়াও নিজ স্বার্থে হলুদ পক্ষে ত্যানা পেঁচাইতে পেঁচাইতে ম্যাৎকার করিতে থাকা ।
সবশেষে প্রথম আলু থেকে আমরা কি শিখছি
আলুর বদলে যাওয়া মানে হল শুধু বাইরে, ভেতরে সেই গিরগিটি আমি !!!
হুম্মম চারিদিকে খালি পজিটিভ আর পজিটিভ ।। আমি এখন পজিটিভ চিন্তার এক ফকফকা টিউব লাইট !!!
তাই আমি উম্পা লুম্পা , ২০ তলা ছাদ থেকে লাফ দিয়ে ১০ তলার উচ্চতায় এসে বলছি ,
আমি কিন্তু এখনও অক্ষত !!!
বিষয়: বিবিধ
১২৭৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে।
মন্তব্য করতে লগইন করুন