আমি যে তোমাকেই চিনতে পারিনি
লিখেছেন লিখেছেন ইমরোজ ২২ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৪৫:৫২ রাত
একজন মধ্যবয়স্ক নারী, এক জটিল রোগে অপারেশন থিয়েটারে । বিধাতা সেখানে উপস্থিত ।
বিধাতাকে দেখে নারী টি করুন মুখে বলল , হে প্রভু আমার কি মৃত্যু আসন্ন ???
বিধাতা স্মিত হেসে বললেন, নাহ............!!! তুমি আরও ৪০ বছর বাঁচবে ।
এ কথা শুনে নারী খুশিতে আত্মহারা । অপারেশনের পর পরই নারীটি আরও কিছুদিন হাস্পাতালে থেকে গেলেন । স্কিন ওয়ার্ডের লেজার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে মুখের বলিরেখা, মুখের কালো দাগ, জন্ম দাগ, অবাঞ্ছিত লোম , বডি শেপিং সবই করলেন । তারপর হেভি মেক আপে আর চুলের রঙ পরিবরতন করে হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হলেন।
কিন্তু বিধি বাম হাসপাতালের সামনের রাস্তা পার হওয়ার সময়ই তিনি বাসের ধাক্কায় প্রান হারালেন । পরাপারে বিধাতার সাথে নারীর আবার দেখা ।
নারী প্রচণ্ড রাগে ফুঁসতে ফুঁসতে বললেন " হে প্রভু আপনি না বলেছিলেন আমার আয়ু আরও ৪০ বছর !!!!"
বিধাতা কিছু ক্ষণ ধরে নারীটির দিকে তাকিয়ে থাকলেন , তারপর মিনমিন করে বলে উঠলেন
" OOPS !! আমি দুঃখিত , আমি যে তোমাকেই চিনতে পারিনি !!! "
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ
লেজার ট্রিটমেণ্ট / হেভী মেকাপ আপনাকে চ্যাংড়া করলেও করতে পারে, মাগার আপনার জীবনের আয়ু কমায় !!!
বিষয়: বিবিধ
১০৮৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহিলারাতো সমান অধিকার চায় ভালই হবে এসব করে আয়ু কমে পুরুষদের সমান হবে ।
আপনাকে ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন