ব্যাংক লোন......চাইনিজ ওয়ে !!!!!!
লিখেছেন লিখেছেন ইমরোজ ২০ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৫৩:০৩ রাত
একজন আমেরিকান চাইনিজ ব্যবসায়ী নিউ ইয়র্ক সিটির একটি বিখ্যাত ব্যাংকে গেলেন । বাঙ্কের ঋণ অফিসার কাছে গিয়ে বললেন , তিনি দুই সপ্তাহের জন্য ব্যবসায়িক কাজে তাইওয়ান যাচ্ছেন । সে জন্য তার ব্যাংকের নুন্যতম বরাদ্দ ৫ হাজার ডলার লোন প্রয়োজন । ঋণ অফিসার তাকে জানালেন, ঋণের নিরাপত্তার জন্য তাকে অবশ্যই কোন না কোন সম্পত্তি বন্ধক রাখতে হবে ।
ঋণ অফিসাররের কথা শুনে তিনি স্মিত হেসে , পকেট থেকে তার ফেরারি গাড়ির একটি চাবি বের করে দিলেন । বললেন, গাড়িটি ব্যাংকের সামনের রাস্তায় পার্ক করা আছে । গাড়ি দেখে ব্যাংকের কর্মকর্তারা টাসকি খেলেন !! লেটেস্ট মডেলের একটি নতুন লাল ফেরারি যার বর্তমান মূল্য ২৫০,০০০ ডলার এর কম নয় । কাগজপত্র ভাল্ভাবে চেক করে দেখলেন। নাহ! ঠিকই আছে , লোকটিই গাড়ির প্রকৃত মালিক। লোন অনুমোদিত হল । ব্যাংকের একটি কর্মচারী ব্যাংক এর ভূগর্ভস্থ গ্যারেজে ফেরারীটি রেখে দিলেন । ২৫০,০০০ ডলার ফেরারি গাড়ির সমান্তরালে ৫০০০ ডলার (ব্যাংকের সর্বনিম্ন লোন ) লোনের অনুমোদনে তারাই মজা পেলেন । এই চাইনিজকে নিয়ে ব্যাংকের কর্মকর্তারা অনেক ঠাট্টা মশকরা করলেন ।
ব্যবসায়িক কাজ শেষে দুই সপ্তাহ পরে, চাইনিজ লোকটি ফিরে আসল। ৫০০০ ডলার আর দুই সপ্তাহের ব্যাংকের সুদ ১৬ ডলার শোধ করে দিলেন । ব্যাংক নিয়ম মাফিক তার গাড়িটি ফেরত দিলেন।
বিদায় নেয়ার সময় ব্যাংকের ঋণ অফিসার তাকে বললেন , আপনাকে লোন দিতে পেরে আমরা খুবই খুশি । তবে আমাদের মনে একটা প্রচণ্ড কৌতূহল আছে, যা আপনাকে না জিজ্ঞেস করে পারছি না !!!!
আমরা খোঁজ নিয়ে জেনেছি আপনি একজন খুবই বিত্তবান ব্যক্তি । তাই আমরা ভেবে অবাক হচ্ছি , আপনি আপনার লাখ ডলারের দামী গাড়ি বন্ধক রেখে খামাখা পাঁচ হাজার ডলার কেন লোন নিলেন ?
ধনকুবের চাইনিজ ব্যবসায়ী্ হাসতে হাসতে জবাব দিলেন: " বলতে পারেন !!! নিউ ইয়র্ক সিটি তে ১৬ ডলার দিয়ে দুই সপ্তাহের জন্য, কোথায় আমি আমার এই দামী গাড়িটি পার্কিং এ রাখতে পারব??? তাও আবার এমন জায়গায়, যেখানে আমার গাড়িটি সর্বোচ্চ নিরাপত্তায় !!!!
আহ............ ! চাইনিজ বুদ্ধি !!!!!
(অনুদিত)
বিষয়: বিবিধ
১২৭৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসলেই চিনা বুদ্ধি!!!
মন্তব্য করতে লগইন করুন