রূপক আমির দশ দর্শন !!!
লিখেছেন লিখেছেন ইমরোজ ২৬ আগস্ট, ২০১৪, ১০:৪১:০২ রাত
জীবন থেকে আমার দর্শনগুলো বড্ড অদ্ভুত । সনাতনী বইয়ের ফর্মুলায় তা সবসময় মেলেনা !!!
১) আমি বুঝেছি পৃথিবীতে শ্রেষ্ঠ শ্রেণীকক্ষ হচ্ছে পিতার সাহচর্য!!
২)আমি বুঝেছি জীবনের সবচেয়ে প্রশান্তিময় মুহূর্ত হচ্ছে আপনার শিশুটি যখন আপনার কোলে নিশ্চিত মনে ঘুমিয়ে পড়ে!!
৩)আমি বুঝেছি কখনও কখনও বাস্তব্বাদী হওয়ার চেয়ে দয়ালু হওয়াটা বেশি জরুরী!!
৪) আমি বুঝেছি অন্যজনকে সাহায্য করার সামর্থ্য / শক্তি আমার নাও থাকতে পারে কিন্তু বিধাতার কাছে তার জন্য দোয়া করার সামর্থ্য /শক্তি আমার সবসময়ই আছে !!
৫)আমি বুঝেছি জীবনের কোন না কোন সময়ে প্রত্যেকের শক্ত করে ধরার জন্য একটি হাত এবং বুঝবার জন্য একটা হৃদয়ের প্রয়োজন হয় !!
৬) আমি বুঝেছি জীবন হচ্ছে একটা টয়লেট পেপারের রোল, যতই এটা খালি হতে থাকে ততই এতা দ্রুত খরচ হতে থাকে !!
৭)আমি বুঝেছি বিধাতা এই বিশ্বটাকে ইচ্ছে করেই একদিনে বানাননি তাই আমি কি করে আশা করি যে, আমি সবকিছু একদিনে(পটাপট) করে ফেলব ???
৮)আমি বুঝেছি সত্যকে উপেক্ষা করা যায় কিন্তু বদলানো যায়না !!
৯)আমি বুঝেছি আরেকজন মানুষের সমকক্ষ হওয়ার প্রতিযোগিতা আখেরে আমাকেই ক্ষতবিক্ষত করে !!
১০) আমি বুঝেছি হৃদয়ের ক্ষতগুলো শুকানোর জন্য সময় নয় প্রিয়জনের ভালবাসার প্রয়োজন হয় !!
(অনুদিত _ইন্টারনেট থেকে সংগৃহীত)
বিষয়: বিবিধ
১১০৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যদি তেমন পিতা হন- কথা বেঠিক নয়-
আর মায়ের কোল/আঁচলটাও উপেক্ষণীয় নয়!
"একদিনে বানাতে পারেন নি" নয়-
বলুন "ইচ্ছে করেই একদিনে বানান নি"
১. মায়ের শিক্ষাটা মানবিক গুনাবলীর। পিতার শিক্ষাটা সারব্জনীন।
৭.সহমত। যুতসই অনুবাদ। এডিট করে দিলাম।
মন্তব্য করতে লগইন করুন