পৃথিবীর সপ্তাশ্চর্য !!!
লিখেছেন লিখেছেন ইমরোজ ২৩ আগস্ট, ২০১৪, ০৭:৩৭:৫০ সন্ধ্যা
বিভিন্ন বয়সের একদল মেধাবী ছাত্র ছাত্রীকে পৃথিবীর সপ্তাশ্চর্য জিনিসের একটা বর্তমান তালিকা তৈরি করতে বলা হল । অনেক চিন্তা ভাবনার পর তারা শিক্ষককে যে তালিকা দিল, তাতে নীচের সাতটির নাম সবচেয়ে বেশি ভোট পেল ।
১) মিশরের পিরামিড
২) তাজ মহল
৩) গ্র্যান্ড কেনিয়ন
৪) পানামা খাল
৫) ইম্পায়ার স্টেট ভবন
৬) সেন্ট পিটার বাসিলিকা
৭) চীনের মহাপ্রাচীর
তালিকাগুলো পর্যালোচনা করার সময় হঠাত করে শিক্ষক লক্ষ্য করলেন, হল রুমের এক কোনায় অল্প বয়সী একটি মেয়ে তার তালিকা জমা না দিয়ে ইতস্তত মনে কি যেন চিন্তা করছে !
শিক্ষক তা দেখে তাকে জিজ্ঞেস করলেন " কি ব্যাপার ??? কোন সমস্যা হচ্ছে কি ?? "
মেয়েটি লাজুক স্বরে বলে উঠল " কিছুটা বৈকি !!! আসলে পৃথিবীতে এত আশ্চর্যের জিনিস আছে যে আমি বুঝে উঠতে পারছি না কোনটাকে ছেড়ে কোনটাকে লিখব ???
শিক্ষক বললেনঃ তুমি যদি তোমার তালিকাগুলো আমাদেরকে বল; তাহলে বোধয় আমরা তোমাকে সাহায্য করতে পারব !!!
মেয়েটি ইতস্তত করে বলে উঠল আমার মতে পৃথিবীর সাতটি আশ্চর্য জিনিস হচ্ছে
১) দেখতে পাওয়া
২) শুনতে পাওয়া
৩) ছুঁতে পারা
৪) স্বাদ নিতে পারা
৫) অনুভব করতে পারা
৬) হাসতে পারা
৭) ভালবাসতে পারা
মেয়েটির কথা শুনে সারা ক্লাসে পিনপতন নীরবতা । বিধাতা প্রদত্ত এই অত্যাশ্চর্য ইন্দ্রিয় ব্যাপারগুলোকে আমরা মামুলী হিসাবে তুচ্ছ জ্ঞান করি কিন্তু ইন্দ্রিয় সংবেদন, চিন্তা, আবেগ, মনোযোগ, আত্মপ্রতিফলন ও স্মৃতির মতো অপেক্ষাকৃত ধরাছোঁয়ার বাইরের এমন সব প্রক্রিয়া নিউরনের কার্যাবলীর মধ্য দিয়ে কিভাবে সাধিত হয় তা আসলেই বিস্ময়ময় ।
যারা শারীরিক ভাবে প্রতিবন্ধী, তারাই বুঝেন এই ইন্দিয় অনুভূতিগুলো না পাওয়ার মর্মজ্বালা।
The things we overlook as simple and ordinary and that we take for granted are truly wondrous!
হায় !! জীবনের অতি মূল্যবান জিনিসগুলোকে মানুষ না পারে তৈরি করতে না পারে কিনতে !!!!!
(পরিবর্ধিত আকারে অনুদিত ) ...
বিষয়: বিবিধ
১৪৬৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহু খাইর।
বিশ্বের সেরা আশ্চর্য "মানবদেহ" ও তার কার্যক্রম
জাযাকুমুল্লাহ..
মন্তব্য করতে লগইন করুন