'বোঝে না সে বোঝে না' !!!!

লিখেছেন লিখেছেন ইমরোজ ২৩ জুলাই, ২০১৪, ০৭:৩৮:০৫ সন্ধ্যা

ভারতীয় টিভি সিরিয়াল 'বোঝে না সে বোঝে না' খ্যাত এই ঈদের একটি জনপ্রিয় পোশাক 'পাখি' । সেটি সময়মত না পেয়ে হালিমা খাতুন (১৩) নামে মধ্যবিত্ত পরিবারের এক কিশোরী আত্মহত্যা করেছে। মন খারাপ করা সব সংবাদের এই দেশে, এ আর নতুন কি ? নির্দিষ্ট আয়ের অভাগা পিতামাতা তার 'বোঝে না সে বোঝে না' শিশুর অযাচিত চাহিদা আর সামর্থ্যের গ্যাঁড়াকলে পড়ে প্রানপ্রিয় মেয়েটিকে চিরতরে হারিয়ে ফেললেন ।

নিজের আর্থিক অবস্থা সম্পর্কে সন্তানকে ধারণা দেয়ার শিক্ষাটা এখন অচল । বরং আমরা আমাদের চিন্তা, কথা ও কাজে তাদের কাছে একটাই উদ্দেশ্যর বীজ বপন করছি তা হল টাকা উপার্জন। একটাই মাপকাঠি তাদের সামনে মন্ত্রের মত জপছি - আর্থিক লাভক্ষতি। তাই সন্তানের চাহিদাগুলো আজ আমাদের সাধ্যের বাইরে । ভিনদেশী দামি পোশাক ,দামী মডেলের মোবাইল ,গাড়ি ,ভোগ বিলাসের সকল সামগ্রী পাওয়ার স্বপ্নে আমাদের সন্তানেরা এখন বিভোর ।

পুঁজিবাদে একটা কথা আছে - ’গ্রীড ইজ গুড’। তারই সুত্র মেনে ভোগ বিলাস সামগ্রীর পাওয়ার অসুস্থ প্রতিযোগিতা সমাজের রন্দ্রে রন্দ্রে আজ অনৈতিক ক্ষত সৃষ্টি করেছে । তাইতো এই দেশে কাল টাকার দরবেশ বাবাদের নোংরা বিত্তবৈভবের প্রদর্শনী খুবই উত্কট। এদের অধিকাংশই ধন উপার্জনের জন্য সামান্য নীতি-নৈতিকতার ধার ধারেনি। বরং এরা ক্ষমতা আর পদের অপব্যবহার করে ঘুষ, বেইমানী, আত্মসাৎ, চুরি, লুন্ঠন, দুর্নীতির মাধ্যমে হিসাববিহীন পাহাড়সম ব্যাঙ্ক ব্যালেন্স জমিয়েছে ।

আমরা নাকি পৃথিবীর অন্যতম এক গরীব দেশ । বৈদেশিক খয়রাতির উপর ভর করে আমাদের ৪৩ বছরের বাৎসরিক বাজেট । সেই দেশে এই শ্রেণীর আচারআচরণ আর ভোগ বিলাসের দৃষ্টিকটু লাইফ স্টাইল দেখে মধ্যবিত্ত আর নিম্নবিত্তরা আজ আর ঘৃণা প্রকাশ করে না বরং হা হুতাশ করে । সর্ট কাটের লিফট খুঁজে বেড়ায় । কাল টাকার ধনীদের ফুটানিমুলক ভোগের সংস্কৃতিতে তরুন প্রজন্মরা এতই ফিদা যে, তারা তাদের সাধ আর পিতামাতার সামর্থ্যের পার্থক্যটা বুঝতে পারেন না, বুঝতেও চান না । বরং এদেরকেই এই প্রজন্মরা মিডিয়ার কল্যাণে সেলিব্রিটি আর এইম ইন লাইফ বানিয়ে ফেলেছে।

বস্তুগত ও ইন্দ্রিয় সুখের জন্য আমাদের এই নিরন্তর ছুটে চলার শেষ কোথায় ?? আমরা কেউ জানি না । কারন এ এক অদ্ভুত সময়, অদ্ভুত দেশ আর অদ্ভুত সমাজ । যত টাকা আর সম্পদ, তত তার ‘সম্মান, ‘গুরুত্ব’,‘স্ট্যাটাস’,আর ‘নিরাপত্তা’।

আশির দশকের এক বাংলা ছায়াছবির মারফতি গানের কথা মনে পড়ল !

আমি চক্ষু দিয়া দেখতেছিলাম জগৎ রঙিলা

মাওলা তোমার দোররা নিয়ে হঠাৎ মারিলা

মাওলা আন্ধা করিলা।

ছিল আমার জরির পোষাক কত ঝলমইলা।

মাওলা তুমি কাইড়া নিয়া ছালা পিন্ধাইলা....

হায় !!! এই কথা গুলি বুঝবার বিবেক কি আমাদের সময়মত জাগবে ???

বিষয়: বিবিধ

১৩২১ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

247586
২৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সমাজের অবস্তা দেখে ভাই ভয় হচ্ছে
২৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
192242
ইমরোজ লিখেছেন : অর্থ উপার্জন আর ভোগ বিলাসেই জীবনের সফলতা - এই ধারণাকে আমরা অন্ধভাবে গ্রহণ করেছি ।
Worried
247598
২৩ জুলাই ২০১৪ রাত ০৮:০৩
হতভাগা লিখেছেন : আরেক মেয়ে নাকি ''পাখি ড্রেস '' না পেয়ে তার স্বামীকে তালাক দিয়েছে ।

আসলে এদের জন্যই বলা উচিত '' বোঝে না , সে বোঝে না ''
২৫ জুলাই ২০১৪ দুপুর ০২:১৬
192602
ইমরোজ লিখেছেন : Smug
247606
২৩ জুলাই ২০১৪ রাত ০৮:১১
সজল আহমেদ লিখেছেন : পোস্টটা স্টিকি হোক
২৫ জুলাই ২০১৪ দুপুর ০২:১৬
192603
ইমরোজ লিখেছেন : স্টিকি হোক - মানে কি ??
247674
২৪ জুলাই ২০১৪ রাত ১২:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাল লাগলো।
এই শিশুটির পিতামাতা কি তাকে সঠিক শিক্ষা দিয়েছেন?
আর এই রকম বউ এর হাত থেকে মুক্তি পেয়ে মানুষ টা সেীভাগ্যবান হয়েছেন।
২৫ জুলাই ২০১৪ দুপুর ০২:১৯
192604
ইমরোজ লিখেছেন : মনের কথাটি বলেছেন। আপনাকে ধন্যবাদ । Happy
248926
২৮ জুলাই ২০১৪ রাত ১২:৫৭
সজল আহমেদ লিখেছেন : ব্লগিং করছেন অথচ স্টিকি'ই চিনেন না ?
২৮ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫৭
193471
ইমরোজ লিখেছেন : ভাই আমি খুচরা লেখক । এইখানে লেখা সহজে ছাপানো যায় তাই ছাপা।। এইটাই আমার কাছে ব্লগিং । তাই ব্লগিং এর স্টিকি' কেন অনেক কিছুই জানিনা, চিনিনা Tongue
আশা করি একদিন শিখে যাব !!!
249917
০১ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৩
সজল আহমেদ লিখেছেন : পোস্ট স্টিকি অবশ্যই জানার কথা।
তবে না জানলে আমি বলে দিচ্ছি,
কোন মানসম্পন্ন লেখা নোটিশ বোর্ডের অথবা প্রথম পাতায় অস্থায়ী ভাবে রাখা।ব্লগ পোস্ট স্টিকিকে আবার নির্বাচিত পোস্ট ও বলা যায় ।
256059
১৯ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৯
মামুন লিখেছেন : এত অল্পতে নিজের জীবন বিলিয়ে দেয়া, আসলেই খুব অদ্ভুত জাতি আমরা। অনেক ধন্যবাদ লেখাটির জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File