তোরা আছিস তোরাই থাকবি বন্ধু চিরদিন ।।
লিখেছেন লিখেছেন ইমরোজ ২৯ মে, ২০১৪, ০৭:৫৬:২৪ সকাল
সময়ের চোরাবালিতে ' হাম নেহি কাভি হোংগা জুদা' বন্ধুরা সবাই দূর দুরান্তে ছিটকে গেছে । যাদেরকে একদিন না দেখলেই চলত না , পেটের কথা না বলতে পারলে ভাতই হজম হত না । তাদের অধিকাংশের সাথে আজ দিনের পর দিন দেখা হয় না , খোঁজ ও নেয়া হয়না । প্রযুক্তি আর যোগাযোগের বদৌলতে ছোট হওয়া এই গণ্ডিতেও মোবাইল আর ফেবুতে তাদের সাথে কদাচিৎ হাই হ্যালো হয় । মনে হয় উভয়েই কি এক অচিন ভাষায় কথা বলছি । শব্দ আছে কিন্তু সেই মারদাঙ্গা অনুভুতি নেই । যদিও জানি এইসব জাঙ্কিরা পুরানো ওয়াইনের মত, ছিপি খুললেই আগের চেয়েও সরেস। কিন্তু মরচে পড়া অনুভুতিতে ছিপি আর খোলা হয়না । অথচ এই চরিত্রগুলোর মায়া ,ভালবাসা , অভিমান, ঝগড়া বিবাদ আর হাসিকান্নার মধ্যে দিয়ে বাল্য , কৈশোর আর তারুণ্য কেটেছে ; প্রতিদিন শত কাজের মাঝেও রুটিনমাফিক ঘন্টার পর ঘন্টা আড্ডা মারা হয়েছে । কখনও ১০৭৭/এ, ও আর নিজাম রোডে ; কখনও ৯২ চত্তেশরী রোডে, কখনওবা দামপাড়া এম আলী রোডের মোড়ে । সাদা কালো দিনগুলিতে কখনও চিন্তাও করতে পারিনি এই চরিত্রগুলো ছাড়া আমার জীবন দিনের পর দিন চলবে । প্রার্থনা করি তারা সবাই সেই জায়গাতেই যে জায়গায় তারা আসতে চেয়েছিল ।
আজ যখন রাস্তায় অথবা ক্যাফেতে কিশোর/ কিশোরী আর তরুন/তরুনীদের জম্পেশ আড্ডা দেখি , তাদের হাসি, খুনসুটি , সতেজতা বড্ড চেনা মনে হয় ; মনে হয় ফ্রেমগুলো ঠিকই আছে ; শুধু পাত্র পাত্রি বদলে গেছে ।
হায় , এরা কি জানে! জীবনের সামনের কোন এক মোড়ে , তাদেরও একদিন গাইতে হবে
"কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই"
But Hey , There is a famous saying " TRUE FRIENDSHIP "NEVER" ENDS. FRIENDS ARE FOREVER. My father always used to say that when you die, if you’ve got five real friends, then you’ve had a great life " (Lee Iacocca).
I guess I am having more than five !!!
বিষয়: বিবিধ
১৩১৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১। ইংরেজি অক্ষর কীভাবে এখানে টাইপ করতে হয়। কীবোর্ডে ইংরেজি সিলেক্ট করেও টাইপ করতে পারছি না ।
২/ ইউজার নাম কিভাবে পরিবর্তন করতে হয় ???
তীর চিন্হিত ইংরেজী লেখা বাটনে ক্লিক করেন । তারপর লিখা শুরু করেন ।
খুবই সহজ তো , নাকি কাপতান সাহেব মজা চাইতাছেন ?
ইউজার নাম পরিবর্তন করার দরকার পড়ে নাই , তাই জানারও চেষ্টা করি নাই ।
বাংলা হিজিবিজি আসে
মন্তব্য করতে লগইন করুন