আত্মগ্লানি !!!
লিখেছেন লিখেছেন ইমরোজ ০৭ মে, ২০১৪, ১১:২৬:১১ রাত
মেয়েটি খুবই রূপসী । অনেকের মাঝ থেকেও তুমি তাকে আলাদা করতে পারবে। তার উচ্ছল হাসি তোমার হৃদয়ে দাগ কাটবেই। অথচ জীবন নামক জটিল ধাঁধায় মেয়েটি দিশেহারা অথচ নির্লিপ্ত । কোন পথে গন্তব্য তা তার জানা নেই । কেননা জীবন আর মরনের ঠিক মাঝখানে এই মেয়েটির বসবাস । বিধাতা তাকে মনমোহিনী রূপ দিয়েছেন ঠিকই, কিন্তু তা উপভোগের জন্য যথেষ্ট জীবনশক্তি দেননি । প্রায় দুই যুগের অধিককাল ধরে এই মেয়েটি 'HAEMONGIOMA' নামের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত । মেডিক্যালের ভাষায় " VENOUS MALFORMATION OF RIGHT LOWER LIMB / ANGIO DYSPLASIA RIGHT SIDE PELVIC CAVITY " জন্মের ৬ মাস পর থেকেই শিরা গত সমস্যায় মলদ্বার আর প্রস্রাবের মধ্যদিয়ে এই মেয়েটির প্রচণ্ড রক্তক্ষরণ হয় । খুব ছোটবেলায় দেশে/ ভিনদেশে তার গুটিকয়েক জটিল অপারেশন হয় । কিন্তু সফল হয়নি । অনেক নামীদামী ডাক্তারের কাছে যাওয়া হয়েছে ; কিন্তু সেই আশার বানী্টি শোনা হয়নি । তারপর ও মেয়েটি প্রচণ্ড মানসিক / শারীরিক যন্ত্রনা আর ইনসমনিয়ার সাথে সহবাস করে বেঁচে আছে । ২ থেকে ৩ সপ্তাহ পর পর মেয়েটির রক্তের প্রয়োজন হয় । ভাই বোনের বন্ধু বান্ধব আর আত্মীয়স্বজনের মমতায় ডোনারের অভাব হয়নি কখনও । তার বাবা মা শক্ত মনে অসীম ধৈর্যে তাকে অপার স্নেহে আগলে রেখেছেন । মেয়েটিকে ভাল করার জন্য নিজেদের সামর্থ্যের সবকিছু উজাড় করে দিয়েছেন , কারও মুখাপেক্ষী হননি । একটা মিরাকলের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলেছেন ।
অনেক "আমি/ তুমির" মত তাকে অনেকেই আশার বানী শুনিয়েছে । বিদেশ বিভূঁইয়ে নিয়ে যাওয়ার কিংবা রেড ক্রস বা ক্রিসেন্টের মনোনীত রোগী বানানোর অনেক পরিকল্পনা এঁকেছে । কিন্তু আমিময় স্বার্থপর জগতে দুই একদিন চেষ্টা করে ব্যর্থতা ও পরাজয় স্বীকার করে; অতঃপর দূরে বসে থেকে 'কিছু করতে না পারার লজ্জায়' তাকে উপেক্ষা করেছে । পৃথিবীতে সুস্থ হয়ে বেঁচে থাকা কত বড় নিয়ামক; তুমি সুস্থ প্রাণী তা অনেকসময় অনুধাবন করতে পারনা । তবে এই মেয়েটিকে দেখলে তুমি তা হাড়ে হাড়ে অনুধাবন করতে পারবে । যেসব সাজানো মিছক দুঃখে তুমি কাতর; তার সাথে তার বছরের পর বছর দুঃখ আর যন্ত্রনা তুলনা করলে তুমি নিছক লজ্জাই পাবে ।
আজ আমি সৌভাগ্যবান, একাকী নির্জনে বসে, মস্তিস্ককে নানা অজুহাত দিয়ে প্রবোধ দিচ্ছি ।
কিন্তু দিনের শেষে নিজের অজান্তেই ফেবুতে আত্মগ্লানির প্রতিচ্ছবি আঁকছি ।
The most confused we ever get is
when we're trying to convince our heads of something,
our heart know, is a lie.
খোদা , তুমি কি পার না এই মেয়েটির দুঃখ আর কষ্ট লাঘব করতে ?? নিশ্চয়ই পার । আমিন ।।
বিষয়: বিবিধ
১১৬৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে !!!
মন্তব্য করতে লগইন করুন