নীহোন” দেশের বেমানান মুসাফির

লিখেছেন লিখেছেন ইমরোজ ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:৪৮:৫৩ দুপুর

মেগা ঢাকা সিটির অসহনীয় শব্দদূষণ,অপিরস্কার আর মানুষের কিলবিলে ভরা রাস্তায় চলতে চলতে, ছবির মত সুন্দর এই রাস্তার নির্জনতায় নিজেকে বড্ড বেমানান মনে হয় । চারিদিকে যেন এক অসহ্য সুন্সান নীরবতা । পথ আছে কিন্ত জন নেই । মানুষ আছে যাও গুটিকয়েক; কিন্তু প্রান নেই । সবকিছু এত সুচারু ভাবে গড়া কেমন যেন বাস্তবতা বর্জিত রূপকথার বই মনে হয় । এই রোবট দেশে আসলে দমবন্ধ হয়ে আসে । এখানে বৈরি আবহাওয়ার মতই যেন সবকিছু শীতল । এ যেন একাকী মানুষের দেশ! এরা সারা জীবন পাশাপাশি থেকেও, কেও যেন কারো সাথে সত্যিকার ভাবে মিশে না।

প্রযুক্তি আপনার জীবনকে সাছন্দময় করলেও করতে পারে, তবে সুখি করবে এমনটা ঠিক নয় । সুখ বড় আজীব মরীচিকাময় চীজ ।

তাইতো আমার "কুবের মাঝির _হাজারো সমস্যার" দেশের পারিবারিক বন্ধন, সংস্কৃতি, আতিথেয়তা, আত্মীয়স্বজন/ বন্ধু আর হাটবাজারের প্রাণখোলা আড্ডায় এই চীজ আজও চোখে পড়ে । আজও এই গরীব নাতিশীতোষ্ণ দেশে সুখের সংজ্ঞা অতি সাধারন । অনলাইনে পড়া নীচের এই কবিতার লাইনগুলোর মত খানিকটা ...

সুখ ধরি ধরি ঘুরি ঘুরি

নিষ্ফল হয়ে পাথরে মাথা কোটে

সুখ উড়ে মরে ঘুরে ঘুরে

করে চারদিকে বিচরণ।

খোদা , এই বালুসমাজ কে অনুসরন করতে গিয়ে আমরা যেন আমাদের অমূল্য চীজ "বং মধ্যবিত্ত পলিমাটির সমাজকে" জাদুঘরে ঠেলে না দেই !!!!

তাহলেতো একুল ওকুল দুই ই হারাব !!!



বিষয়: বিবিধ

১১১১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176303
১২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৩
আবু সাইফ লিখেছেন : সুন্দর অনুভব, জাযাকাল্লাহ

নির্জন নিঃসংগতা অমূল্য সম্পদ- যদি ব্যবহার জানা থাকে!

আবার অফুরন্ত নিঃসংগতার চেয়ে বড় শাস্তিও বোধ হয় খুব কমই আছে!!

আর সুখ?? সেটা কেউ কাউকে দিতে পারেনা, শুধু খুঁজে নিতে/পেতে শিখতে হয়!!




১২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৮
129522
ইমরোজ লিখেছেন : ধন্যবাদ পড়ার জন্য ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File