আমার দেশ
লিখেছেন লিখেছেন হামরা বগুড়ার ছল ১৮ ডিসেম্বর, ২০১৩, ১১:৫৪:০৮ রাত
হায় দেশ
হায় স্বাধীনতা
আতঃপর গরিব মরে
আর এক ঝাক শুকুন
গলায় পড়ে গণতন্ত্রের মালা।
হায় দেশ
মাতা মাতৃভুমি
তোমার তরে ত্যাগীয়া ইজ্জত
এখন বেশ্যালয়ে থাকি।
পুষিয়া ছিলেম সর্প
পুজিবার তরে
আজি তাহার সেবায়
নরক যন্ত্রণা বুঝিতেছি কাহাকে বলে
বিষয়: বিবিধ
১০৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন