এ কেমন ভাব ?
লিখেছেন লিখেছেন হামরা বগুড়ার ছল ১০ ডিসেম্বর, ২০১৩, ১২:৩৪:৫৯ রাত
আমারে সে ডাকে সখি, নাম ধরিয়া
আমি পাই না ভাবিয়া,
সে যে মারিল মারিল গো, বাঁশী বাজাইয়া।
কহিতে জড়তা লাগে, মরি আমি অনুরাগে
আমি ইহা করি, উহা করি, আপনারে দেই বেড়ি
আপনার জালেতে যাই জড়াইয়া
আমি পাই না ভাবিয়া।
তাহারে যে করি বারণ, মানিল না কোনো শাসন
তাই শুনে গিয়াছে সে আরও খেপিয়া,
কি বা আমি করিয়াছি, কোন্ ভাতে ছাই দিয়াছি
তবে কেন বলে না সে, মুখ খুলিয়া
আমি পাই না ভাবিয়া
আমারে সে ডাকে সখি, নাম ধরিয়া।
বিষয়: সাহিত্য
১০৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন