তোর কপালে রোজ আসুক একুশে আগস্ট
লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ২১ আগস্ট, ২০১৪, ০৭:০৯:১০ সকাল
আগস্ট মাসের শুরু থেকেই কাদিতে কাদিতে অতিবাহিত হয় ছাত্রশিবিরের ভাইদের। কারন এ মাসে অসংখ্য শাহাদাতের ঘটনা ঘটেছে। মালেক ভাই, মঞ্জু ভাই, যায়েদ ভাই, মঈনুল ভাই, আনিছার ভাই, কামরুল ভাই, আনছারুল্লাহ ভাই, খলিলুর ভাই এ মাসের অন্যতম জান্নাতি পাখি। হায়েনাদের দল এ মাসে যেমনি অগনিত যুবকের জীবন মুকুলেই ঝড়িয়েছে তেমনি তাদের পরিবার গুলোকেও করেছে ছিন্নবিন্ন .....
আজ একুশে আগস্ট। আজকের দিনেও শাহাদাতের খাতায় নাম উঠেছিল। মানুষিক দিক দিয়ে আজও অন্তর কেদে ফিরবে। শাহাদাতের তামান্নার ভাইয়েরা শহীদ ভাইদের আত্মার প্রতিচ্ছবি অন্তরে আঁকবে আর শপথ নিবে তাদের রেখে যাওয়া দায়িত্ব আঞ্জাম দিতে।
বাংলার ইতিহাসের একুশে আগস্টের আরেকটি দিক আছে। আর সেটা হচ্ছে ব্যর্থতার দিক। মুসলিমদের ব্যর্থতা। কারন আমরা আমাদের ভাইয়ের বিচার নিতে পারিনি।উপরন্তু আমাদের ভাইদের কাঠগড়ায় দাড় করানো হয়েছে। পরিবার গুলোকে আজও হুমকি দেওয়া হয়। বিচার চাইতে গেলে কল্লা নামিয়ে দিবে তারও হুমকি দেয়।
মাঝে মাঝে অন্তর এতটাই কাদে যে বুক চাপড়িয়ে পৈশাচিক একুশ কামনা করি। অন্তরের যুক্তি হচ্ছে, একুশ আগস্টের বিচার যদি ছাত্রশিবিরের ভাগ্যে মুড়ি মুড়কির ব্যাপার হয় তবে নরকের কিটদের ভাগ্যে নয় কেন ? আবার কেউ একুশ আগস্ট ঘটায়না কেন.? আমাদের ভাইদের জীবনের মূল্য না থাকলে জানোয়ারদের মূল্য থাকে কিভাবে.?
অনেকেই বলতে পারেন পৈশাচিক একুশ কামনা কেন.? ঠিক আছে চাইবো না আরেকটা একুশে আগস্ট, তার আগে আমার ভাইয়ের প্রানের মূল্য দে, ন্যায় বিচার কর, এনে দে পরিবারের শান্তি। যদি না পারিস তবে তোর কপালের জন্য রোজ একুশ আগস্টের দোয়া........
বিষয়: বিবিধ
৯৮৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন