পাকিস্তানের এক ভন্ড পীরকে একজন মাওলানার স্বরন কালের শ্রেষ্ঠ ধোলাই .....

লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ১০ জুলাই, ২০১৪, ১১:৫৪:৪২ রাত

মাওলানা সাহেব পাকিস্তান গেছেন এক বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য। সেই বন্ধুটি এক পীরের মুরিদ। তো মাওলানা কে নিয়ে গেল বন্ধুটি সেই পীরের দরবারে।

পীর সাহেবের দরবারে গিয়ে মাওলানা দেখলেন বিশাল এক চেয়ার স্টেজের মাঝে রাখা। কেউ বসা নাই সেই রাজকীয় চেয়ারে। অথচ সেই চেয়ারকে কেন্দ্র করে চলছে নানা ঝাকুনি কুতুনি (তথাকথিত জিকির) ।

দুই বন্ধু ঘোড়াঘুড়ি করতে করতে একসময় পীর সাহেবের সাথে কথা বলতে গেল। পরিচয় পর্ব শেষে মাওলানা ভন্ড পীর কে জিজ্ঞেস করলো, জনাব ইয়ে কুরছি কিসকে লিয়ে রাখা হুয়া হে? ( জনাব এই চেয়ারটা কার জন্য রাখা? )। ভন্ড পীর বললো, আপ জানতে নেহি হে? এহাপার সারকার (সাঃ) আয়ে হুয়ে হে! ( আপনি জানেন নাহ? এখানে রাসুলুল্লাহ (সাঃ) এসেছেন বসেছেন! ) মাওলানা সাহেব কঠিন তাজ্জব ও মনঃক্ষুন্ন হলেও উত্তেজিত না হয়ে জওয়াব দেওয়ার রাস্তা খুজতে লাগলেন।

একটু পর নামাজের ওয়াক্ত হল। ভন্ডপীর সাহেব মাওলানার সামনে নামাজ পড়াতে ইতস্তত করলেন এবং মাওলানা কে এগিয়ে যেতে বললেন। মাওলানা সুযোগ পেয়ে গেল ভন্ডামীর জওয়াব দেওয়ার জন্য।

মাওলানা বললেন, ইসলামী হিস্ট্রিমে যাহাপার রাসুলুল্লাহ (সাঃ) থে ওহাপার হামেশাই রাসুলুল্লাহ (সাঃ) খুদি ইমামাতি কিয়া। অর কিসিনে হিম্মাত নাহি কিয়া পারহানে। আগার আপকি বুলানে পে সারকার আয়ে হে তো উনকো বিনতি কিযিয়ে। (ইসলামী ইতিহাস বলে যেখানেই রাসুলুল্লাহ (সাঃ) ছিল সেখানেই তিনি নিজেই ইমামতি করেছেন। কেউই পরাইতে ইচ্ছে পোষন করেনি। যদি আপনার ডাকে রাসুলুল্লাহ (সাঃ) এসে থাকে তবে তেনাকে অনুরোধ করেন।

ভন্ডপীর চুপ হয়ে গেল। মুখ দিয়ে আর কথা বলা বেরুল না। না পারে রাসুলুল্লাহ (সাঃ) কে ডাকার নামে মানুষকে ভুজুং ভাজুং বুঝাইতে না পারে মাওলানা কে অনুরোধ করতে।

বিষয়: বিবিধ

১১৮৫ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

243598
১১ জুলাই ২০১৪ রাত ১২:০০
243601
১১ জুলাই ২০১৪ রাত ১২:১৫
চিরবিদ্রোহী লিখেছেন : এমন ভন্ডামি নোয়াখালি, ফেনি ও চট্টগ্রামের কিছু এলাকায় দেখেছি। এমনকি ঢাকায়ও এই টাইপের কিছু ভন্ড আছে। এগুলাকে বলাকা ব্লেড দিয়ে জবাই করা দরকার।
243612
১১ জুলাই ২০১৪ রাত ১২:৪৫
ঈগল লিখেছেন : At Wits' End At Wits' End
243652
১১ জুলাই ২০১৪ রাত ০৩:১৬
শেখের পোলা লিখেছেন : কই ধোলাই হল কই?ই
243686
১১ জুলাই ২০১৪ রাত ০৪:২৯
আহমদ মুসা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
243704
১১ জুলাই ২০১৪ সকাল ০৫:২৬
ইবনে হাসেম লিখেছেন : কাহিনী তো ঠিকই চলছিল, কিন্তু শেষের দিকে এসে গন্ডগোল টা বাঁধালেন দেখছি। টাইটেল এ যে ধোলাইর কথা বললেন, সেই ধোলাইটা কখন কিভাবে হলো সেটা যে দেখছি অনুপস্থিত। উপস্থিত মুসুল্লির হাতে ধোলাইটা দেখার মজাই হতো আলাদা
243779
১১ জুলাই ২০১৪ বিকাল ০৫:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উপযুক্ত জবাব!!!

এই ভাবেই এইসব চাপাবাজ দের হাত থেকে ইসলামকে মুক্ত করতে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File