বন্ধু তোমার জন্য দোয়া রইলো অন্তরের অন্তস্তল থেকে .....

লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ২৯ জুন, ২০১৪, ১০:৫৫:৪৭ রাত

আমার এক ফ্রেন্ড আছে। আজকে ডাক্তারের কাছে গিয়েছিল। ডাক্তার কে যখন সে বললো খেতে সমস্যা হচ্ছে। ডাক্তার নানাভাবে চেক করে যখন জিজ্ঞেস করলো সিগারেট খাও কি না ? সে বললো হা। অতপর ডাক্তার বললো আলসার হয়েছে।

বন্ধুটির সাথে অনেক দিনের পরিচয়। অনেক মেধাবী আর তরিৎ গতির বলেই জানি তাকে। অনেক কথাই হতো তার সাথে। আমি যখন জানতে পেরেছিলাম যে একটু আধটু স্মোক করে তখন দুইদিন তার সাথে কথা বলিনি। অতপর যখন আশ্বাস পেয়েছি যে ছেড়ে দিবে তখনই কথা হয়েছে।

যাইহোক বন্ধুটি আজকে যখন ডাক্তারের কাছে গিয়েছিল তখন ডাক্তার ইয়া বড় একটা প্রেসক্রিপশন দিল। সবি ঠিক ছিল কিন্তু পেজগিটা লাগলো তখনই যখন ডাক্তার মশাই বললো যে রোজা রাখা যাবেনা। কিন্তু বন্ধুটি খালেস নিয়ত করেছিল যে গোটা রমজানের হক আদায় করবে। ডাক্তারের এমন প্রেসক্রাইবড হয়ে বন্ধুটি অনেক মনঃক্ষুন্ন হয় এবং ডাক্তারের সামনেই প্রেসক্রিপশন গোল করে পকেটে পুরে দেয়।

সত্যিই বন্ধুটির জন্য মন থেকে দোয়া আসছে এই জন্যই যে তার নিয়ত এতটাই স্ট্রং ছিল যে সওম ছাড়া সে ভাবতেই চায়না কোন প্রেসক্রিপশন । তার বিস্বাস যে, যে বদ অভ্যাস তাকে গ্রাস করেছে এবং অসুখ দুটাই এই রমজানের হক উত্তর ভাবে আদায় করলে আল্লাহ অবশ্যই সিফা দিবেন। আমীন।

এত দুর থেকে বন্ধুটির জন্য দোয়া ছাড়া আমার কাছে আর কিছুই নেই দেওয়া। দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করে দিক। তার সকল নেক নিয়ত কবুল করুক । সর্বপরি আল্লাহর কবুল করুক.........

বিষয়: বিবিধ

১৭০২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240134
২৯ জুন ২০১৪ রাত ১১:১১
ভিশু লিখেছেন : কি ধরনের আলসার হলো যে, ডাক্তার বললেন রোযাই রাখা যাবে না? উইথ মেডিসিন এগিয়ে যান! ভালো থাকবেন/হয়ে যাবেন আপনার বন্ধু, ইনশাআল্লাহ!
240135
২৯ জুন ২০১৪ রাত ১১:১৩
সুশীল লিখেছেন : ভিশু লিখেছেন : কি ধরনের আলসার হলো যে, ডাক্তার বললেন রোযাই রাখা যাবে না? উইথ মেডিসিন এগিয়ে যান! ভালো থাকবেন/হয়ে যাবেন আপনার বন্ধু, ইনশাআল্লাহ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File