"হে আল্লাহ তুমি আমাকে যাবতীয় নারি ঘটিত ফেতনা থেকে হেফাজত কর..............
লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ১৩ এপ্রিল, ২০১৪, ০১:৩৫:৪৫ রাত
রাসূলুল্লাহ(সা.) বলেন: “আমি পুরুষের জন্য নারীর চেয়ে বড় কোন ফিতনা রেখে যাচ্ছি না।”
মানুষের অন্তরে ফিৎনা দানা বাধে ঠিক যেমন চাটাই একটি একটি করে পাতা দিয়ে গাঁথা হয়ে থাকে। যে অন্তর এ দানা গুলি গ্রহণ করবে তার অন্তঃকরণের ওপর একটি করে কালো দাগ পড়তে থাকে। পরিশেষে পরিস্থিতি এমন হয় যে, তা আস্তে আস্তে হাঁড়ির কালির মতো অন্ধকার হয়ে যায়। মূলতঃ এই সেই অন্তর যা ভালোকে ভালো বলে চিনে না এবং মন্দকে মন্দ বলে ঘৃণা করে না।
মানব জীবনে ফেতনার সিংহভাগই আসে বেগানা নারী কতৃক প্রলুব্ধ হয়ে হয়ে। নববর্ষের পার্টি বা “উদযাপন আয়োজনের” অন্যতম ফেতনাকর্ষণ হচ্ছে নারীর সহজ লভ্যতা। সবর্ত্রই সৌন্দর্য প্রদর্শনকারী নারীকে পুরুষের সাথে অবাধ মেলামেশায় লিপ্ত দেখা যায় এ অনুষ্ঠান গুলোয়। অথচ আমরা ভুলেই গেছি এই পৃথিবীতে আল্লাহ মানুষকে যে সকল আকষর্ণীয় বস্তু দ্বারা পরীক্ষা করে থাকেন, তার মধ্যে অন্যতম হচ্ছে নারী।
সুতরাং এই ফেতনা গুলো থেকে এরিয়ে চলতেই হবে। নচেৎ অন্তত হাড়ির কালির মত অন্ধকার হয়ে যাবে।
______________________________
পহেলাবৈশাখ এর যাবতীয় অনুষ্ঠান পালন করা মুশরিকদের অনুসরণ করার সমান হবে। এতে অংশ নেওয়া মানেই শিরকের গুনায় গুনাগার হওয়ার সমান। আর প্রতি নিয়ত যিনা ও ফিতনাতো ফ্রী আছেই ....
______________________________
কাল যখন ফজরের সলাত শেষ মসজিদ থেকে বের হবেন তখন আল্লাহ কাছে ফরিয়াদ করবেন যেন নিম্নের দোয়াটা বাকি জীবনটুকু আমল করতে পারি। এ ব্যাপারে আর কোন কম্প্রোমাইজ নয়।
" আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন ফিতনা তুনন্নিসা "
"হে আল্লাহ তুমি আমাকে যাবতীয় নারি ঘটিত ফেতনা থেকে হেফাজত কর..............
বিষয়: বিবিধ
১৫৫১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন