আজ একটা ডায়নামিক আইডিয়া দিছে আমার পিচ্চি এক বন্ধু.....
লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ১৮ মার্চ, ২০১৪, ১২:৫৬:৩৭ রাত
আজ একটা ডায়নামিক আইডিয়া দিছে আমার পিচ্চি এক বন্ধু.....
" জয় গুরু পারাত পারাত,
মারলাম পাদ তোদের কোলাত "
দুই জনেই বসে আছি ক্যালেনের ব্রীজে। তো হঠাৎ সে বলে ভাইয়া আমরা যে পাদি এর কারন কি?
জ্যাস - জানিনা !
সে - এটা কোন গ্যাস.? বৈজ্ঞানিক ব্যাখা ?
জ্যাস - জানা নাই.!
সে - আচ্ছা পৃথিবীতে কত কি আমরা ব্যবহার করে কত কি তৈরী করি ! এইটা দিয়া কিছু হয়না ক্যান?
জ্যাস - [হাসতে হাসতে মরি যাওয়ার উপক্রম ] তাইতো ! ইহাতো দেখছি অপচয়, তাও রাজকীয় অপচয়.! এই পৃথিবীর কত্ত মানুষ এই কাজ টা করতেছে ! তুই কিছু চিন্তা করিছিস.?
সে - না !
[২ মিনিট তুমুল হাসাহাসি ]
জ্যাস : আচ্ছা এক কাজ করলে কেমন হয় আমাদের নির্গত বায়ু আওয়ামী দের উৎসর্গ করলে কেমন হয়.!
সে : হেব্বী আইডিয়া ! কিন্তু কেমনে ?
[ জীবনে কত কি নিয়ে চিন্তা করে তার সমাধান করলাম, এটা নিয়ে ভাবা হয়নি, হাস্যকর ব্যাপার.! আমি মজা করে বললাম, সে কিন্তু সিরিয়াস হয়ে ভাবা শুরু করে দিছে ]
জ্যাস :কিরে কিছু বেরুল মাথা থেকে?
সে : অনেক আইডিয়া আসছে! জমা করে রাখব! সামনে এলেই ছেড়ে দেব!
জ্যাস : হি...হি...কিন্তু যদি না পাস তাহলে বের হয়ে যাবে যে ! তাছাড়া এত আম্লীগ পাবি কই.?
সে : না পেলে ব্যাটাদের নামে উৎসর্গ করে দিব.!
জ্যাস : কি বলে দিবি ....
সে : এটা তুমি বাইর করে দাও ...
[ অনেক ভেবে বের করলাম ....
" জয় গুরু পারাত পারাত,
মারলাম পাদ তোদের কোলাত "]
সেতো পুড়া খুশিতে আগডুম বাগডুম শুরু করে দিল। জানিনা দেহ নির্গত বায়ুর ব্যবহারিকতা নিয়ে যে পদ্ধতি আবিস্কৃত হল তা ইতিহাসে স্হান পাবে কি না তয় ফেসবুক ও ব্লগে পেল আমার দাড়া.....ফিলিং shy!!
আমরা জানি পাদের বেগ পাওয়ার চেয়ে পাদ ব্যবহার করা কঠিন।
তাই ....আসুন ......
জিহাদ হোক যত্রতত্র,
পাদ হোক আওয়ামী বিরোধী অস্ত্র।
জয় গুরু পারাত পারাত,
পাদ হোক আম্লীগের কোলাত।
বিষয়: বিবিধ
১১৩৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন