একটু পর ফজরের আজান....
লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ০৪ মার্চ, ২০১৪, ০৪:২৯:০৯ রাত
যখন ছোট্ট ছিলাম ....
ছোট ছিলাম যখন, তখন ভোর বেলায় উঠে,
নামাজ পড়তে মসজিদ যেতাম বাপুর ঘাড়ে চেপে।
আজো.....
আজো তেমন ভোর ,খানিক পরে আজান,
একটু পরে নক করিবে সেই ছেলেবেলার বাজান!
এই ভোর যাবে, আসবে নতুন আলো ,
কালিমা পড়ায়ে, ঘুছিয়ে ছিলেন অন্তরের সকল কালো।
দেখতে দেখতে অনেক বড় হলাম,
ঘাতপ্রতিঘাতে কত্ত কি যে শিখলাম।
সব শিক্ষা পন্ড হবে, যদি না হই মানুষ,
নিরবে আশ্রু ঝড়বে, অপদার্থ ফানুস!!
বিষয়: বিবিধ
১৩০২ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
ভালো লাগ্লো খুব...
মন্তব্য করতে লগইন করুন