বাসের পেছনের সিটে বসে ফিরছিলাম .... আমার সামনের সিটে দুই ইন্ডিয়ান ফিল্মের লায়ক লাইকা লুতুপুতু শুরু করেছে।
লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৫৩:২৯ রাত
বাসের পেছনের সিটে বসে ফিরছিলাম ....
আমার সামনের সিটে দুই ইন্ডিয়ান ফিল্মের লায়ক লাইকা লুতুপুতু শুরু করেছে।
লাইকা : দেখ তোমার হাতের রগ বের হয়ে গেছে!
লায়ক : তুমি মুঠি বাঁধোতো দেখি..
লাইকা : এই দেখ আমার হাত ..
লায়ক : বাহ..! কত্ত সুন্দর..! ইচ্ছে করে চুমু দেই..
লাইকা : দাওনা কে বাধা দিল..
লায়ক : আচ্ছা আর কোথায় কোথায় দিব...?
_________________________
আমরা পেছনের তিন জন অগ্নিমূর্তি ধারন করিলাম। এহেন লুতুপুতু আর সহিতে পারিলামনা। সামনের স্টপে কিছু সিট খালি হয়ে গেল। পাশাপাশি সিটে গেলাম...
জ্যাস :আসসালামু ওয়ালাইকুম ভাই কিছু কথা ছিল.!
লায়ক : বলেন?
জ্যাস : আপনার বিবি সাহেবা কি বাজারের পন্য?
লায়ক : মানে কি? আমরা ভাই বোন!
জ্যাস :ভাই আপনাদের দেখে বুঝা যাচ্ছে জাহান্নাম পাওয়া কত সহজ।
লাইকা : তুমি এ আবাল তাবালের সাথে কথা বলিও না।
লায়ক : আপনি আমাদের সাথে আর কথা বলিয়েন না।
জ্যাস : এই আবাল তাবালের পরিচয় জানো?
লায়ক : কি আপনার পরিচয়?
জ্যাস : সেটা তোমার গার্লফ্রেন্ড মুন্নির বাপরে গিয়া জিগাও। আমি এবেলা ব্যস্ত। সন্ধ্যাবেলা যাই আগে তেনার কাছে ...!!
[মেয়েটার নাম মুন্নি যা আমি পেছনে থাকতেই শুনেছিলাম। আর যেহেতু কোলে দুইজনেরই ব্যাগ ছিল আর গাড়িটা লোকাল বাস সার্ভিস তাই এরা আশপাশেরই হবে ]
দুইজনের মুখ কালো পাতিল হয়া গেল ..! শুকিয়ে কাঠ..! আমি চিরাচরিতভাবে আমার মৌলভীয়ানা ভাব নিয়ে সামনের দিকে তাকিয়ে রইলাম ..! ওরা তো চুপচাপ হয়ে কানাকানি করতে শুরু করে দিল..! লাইকা কাইন্দা ভাসায়ে দিতে শুরু করিল..!! আমি উপলব্ধি করিলাম ওষুধটি কাজ করিছে ..!!
যাক অন্তত বেহায়াপনা থেকে কিছুটা হলেও বিরত থাকবে কিংবা এ ব্যাপারে ভিত থাকবে...কিন্তু আমার আশার অধিক পেলাম ..!!
বাস থেকে নেমেই হনহন করে হাটা শুরু করে দিলাম..! রিকশায় উঠিলাম..!লায়ক দৌড়ে এসে সরাসরি আমার কদম মোবারকে লুতুপুতু শুরু করে দিল ..! আল্লাহর ওয়াস্তে কিরা শুরু করে দিল ..! আর কোন সে রিলেশন করিবেনা ..! লাইক্যা অদুরেই দাড়ায়া অশ্রুসিক্ত নয়নে ফ্যালফ্যাল করে চাহিয়া আম্রের দিকে..!! কইলাম এই দিকে আসেন আপনি, লাইক্যা এল।
জ্যাস : কিছু বলবেন আপনি?
লাইকা : আমি আপনার পায়ে পরি। আব্বুকে কিছু বলিয়েনা। আব্বু আমাকে মেরে ফেলবে।
জ্যাস : আচ্ছা বলবোনা তবে একটা ওয়াদা করতে হবে। বিয়ের আগে অন্য কোন পরপুরুষের সাথে অবৈধ মেলামেশা করিবেন না..!!
লাইকা : নিজের মাথায় হাত রেখে বলতেছি আর জীবনেও এই সব কাজ করিবনা।
জ্যাস : আচ্ছা ঠিক আছে। এই ব্যাটা তোর খবর আছে। তোকে ছাড়বোনা। মুন্নির বাপরে বলে দিব যে তুই ডিস্টার্ব করিস। এই চাচা আপনি রিক্সা টান দেন।
লায়ক : একই কায়দায় সেও ওয়াদা করিল!!
অতঃপর ...........
তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ভাই ও বোন..ভাল থাকবে....ফিয়ামালিল্লাহ....!!!!
বিষয়: বিবিধ
১১৪৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
https://m.facebook.com/a/comment.php?like_comment_id=3178943&ft_ent_identifier=554712524626131&gfid=AQBnnzbNmDUK6Is6&refid=52
মন্তব্য করতে লগইন করুন