শহীদ আব্দুর কাদের মোল্লা কে নিয়ে একটা ছড়া লিখেছিলাম ,সেয়ার করতে ভুলেই গেছিলাম ……………
লিখেছেন লিখেছেন জোস্নালোকিত জ্যাস ১০ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:৪২:৩৫ দুপুর
সালাম জানাই মোল্লা তোমায়
বিলিয়ে দিলে প্রাণ,
উম্মাহ জুড়ে রাখলে তুমি
ইসলামী আন্দোলনের মান।
জীবন ত্যাগে বিনিময়ে
জানিয়ে গেলে বেচে থাকার ভাষা,
যে ভাষাটা শিখিয়ে গেছো
সেটাই এখন সবার আশা।
দিন-রাত ঘাত-প্রতিঘাত
তুমি আমাদের সাথী,
চলে গিয়েও এইদেশেরি রাজ্যসভায়
জ্বালাবে প্রদীপ বাতি।
বিষয়: রাজনীতি
৯২৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন