সুন্নীরা যেসব সওয়াবের কাজে লিপ্ত-

লিখেছেন লিখেছেন সময়ের কন্ঠ ২৩ জুলাই, ২০১৫, ০৮:১৫:৫৩ রাত

আগেই বলে নিই, আমি শিয়া সুন্নী কোন মতবাদেই বিশ্বাসী নই। আমার দৃঢ় বিশ্বাস কোন মুসলমানই এসবে বিশ্বাসী নন। সুদুর অতীত থেকে মুসলমানদের অশিক্ষা, কুশিক্ষার সুযোগে সৌদির নেতৃত্বে মধ্যপ্রাচ্যের রাজা-বাদশারা তাদের গদি বাঁচানো তাগিদে এসব ফেরকার সৃষ্টি করেছে, লালন করেছে এবং এখনো করছে-এটাই আসল ইতিহাস। পশ্চিমারা তাদের ম্বার্থেই তাতে ডুগডুগি বাজিয়েছে এবং এখনো বাজাচ্ছে। সে যাক।

সুন্নীরা সওয়াবের নিয়তে ইদানিংকালে যেসব ভাল কাজ করছে এখানে তার কিঞ্চিত তুলে ধরা হলো।

১। মসজিদে বোমা মেরে শিয়াদের খতম করা। (কেননা তাদের ধারনা শিয়ারা অমুসলিম। মসজিদে মারলেই বেশী সওয়াব। সম্প্রতি সৌদি আরবেও সেই মহান কাজটির শুভ উদ্ভোধন হয়েছে)

২। আই,এস-এ যোগ দেয়া। (আই,এস যেহেতু সুন্নী, কাজেই এখানে যোগ দিয়ে শিয়াদের শেষ করাই তাদের মুল লক্ষ্য)

৩। শিয়াদের অমুসলিম ঘোষনার জন্যে পৃথিবীব্যাপি কোটি কোটি টাকা খরচ করা।

(চলবে)

বিষয়: বিবিধ

১৩৯৬ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331320
২৩ জুলাই ২০১৫ রাত ০৯:৩৮
অপি বাইদান লিখেছেন : হপায় শুরু...................
২৪ জুলাই ২০১৫ সকাল ০৭:৪১
273600
ছালসাবিল লিখেছেন : Love Struck ডারলিং Love Struck পিউ পিউ পিউ Love Struck
331329
২৩ জুলাই ২০১৫ রাত ১১:৪১
স্বপন২ লিখেছেন : আপনি শিয়াদের অনুসারী। তাইলো তো
শিয়া মিলিশিয়ার সাথে বাগদাদে থাকা দরকার
২৪ জুলাই ২০১৫ বিকাল ০৫:১৭
273646
সময়ের কন্ঠ লিখেছেন : জামাতি একখান কথা কইছেন বটে।
331339
২৪ জুলাই ২০১৫ রাত ০২:২৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমেরিকার] ৪১তম প্রেসিডেন্ট বুশের ছেলে এবং ৪৩ তম প্রিসিডেন্ট জর্জ বুশের ভাই আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট হবার জন্য মাঠে নেমেছেন। এ প্রেক্ষাপটে এই কিছুদিন আগে মাত্র ১৯ বছরের একটি মেয়ে প্রেসিডেন্ট প্রার্থী বুশকে প্রশ্ন করেছিলেন যে, আইসিস তো তোমার ভাই সৃষ্টি করেছে। বলা বাহুল্য, ছোট্র একটা মেয়ের এই সাহসী আক্রমনে মিঃ বুশ থতমত খেয়ে গিয়েছিেলেন….
331344
২৪ জুলাই ২০১৫ সকাল ০৭:৪১
ছালসাবিল লিখেছেন : পাগলামি কথা বার্তা Unlucky আমি শিয়া নই আবার শিয়াও হই Unlucky
২৪ জুলাই ২০১৫ বিকাল ০৫:১৬
273645
সময়ের কন্ঠ লিখেছেন : তথাকথিত সুন্নিদের তো তা-ই মনে হবে। যান, দা-ও বটি নিয়ে শিয়া হত্যা করে ছওয়াব কামিয়ে আসুন।
২৪ জুলাই ২০১৫ রাত ০৮:০৬
273670
ছালসাবিল লিখেছেন : আহহা শিয়া মশাই রাগ কোরেছে Surprised Smug Frustrated Rolling on the Floor
২৪ জুলাই ২০১৫ রাত ০৮:৫১
273691
সময়ের কন্ঠ লিখেছেন : সৌদির খুত খাওয়া মাদ্রাসায় পড়ে আপনাদের এমন অবস্থা। আমি শিয়া-সুন্নী উভয়ই মতালম্বীকেই চরম ঘৃনা করি। তারপর আমাকে শিয়া শিয়া বলে প্রমাণ করতে চাচ্চেন যে আপনি সুন্নী, যারা মসজিদে বোমা মারে, মানুষ হত্যা করে।
২৫ জুলাই ২০১৫ সকাল ০৮:১৭
273752
ছালসাবিল লিখেছেন : বহুরুপি শিয়া Tongue Surprised Smug Rolling on the Floor
331349
২৪ জুলাই ২০১৫ সকাল ১০:০৪
ইসলামী দুনিয়া লিখেছেন : মানসিক বিকারগ্রস্থ মনে হয়।
২৪ জুলাই ২০১৫ বিকাল ০৫:১৪
273643
সময়ের কন্ঠ লিখেছেন : সৌদির কিছু টাকা পয়সা পেটে পড়লে তেমনটাই মনে হয়।
331356
২৪ জুলাই ২০১৫ সকাল ১১:৪২
হতভাগা লিখেছেন : শিয়ারা নাকি মু'হাম্মাদ (সাঃ)কে নবী হিসেবে মনে করে না । তারা মনে করে এই নব্যুয়ত হযরত আলী (রাঃ)এর হওয়ার উচিত/কথা ছিল । তারা নাকি আযানের সময় রাসুলের নামও নেয় না (আশহাদুআন্না মু'হাম্মাদার রাসুলুল্লাহ)মু'হাম্মাদ (সাঃ) এর জায়গায় উনারা নাকি আলী (রাঃ) এর নাম নেয় ।

অথচ আমাদের কালেমাতে তো আল্লাহই একমাত্র উপাস্য এবং তিনি ছাড়া আর কোন ইলাহ নেই বলা আছে , এবং সাথে এও বলা আছে যে মু'হাম্মাদ (সাঃ) আল্লাহর রাসূল ।

ইসলামের এই প্রথম বুনিয়াদ না মেনে কি শিয়ারা নিজেদের মুসলমান বলে দাবী করতে পারবে?
২৪ জুলাই ২০১৫ দুপুর ১২:২৬
273622
দ্য স্লেভ লিখেছেন : সহমত
২৪ জুলাই ২০১৫ বিকাল ০৫:১৫
273644
সময়ের কন্ঠ লিখেছেন : আমি শিয়াদের পক্ষে লিখিনি। তাদেরকে সুন্নীরা যেভাবে হত্যা করছে তা লিখেছি। তাতেই গা-জ্বালা?
২৪ জুলাই ২০১৫ রাত ০৮:০৮
273672
ছালসাবিল লিখেছেন : শিয়াদের আজানে বলে, আশহাদু আল্লাহ ইলাহা আলী ওয়ালি আল্লাহ।

Smug Frustrated এরা আজানেও বিকৃতি করতে ছারেনি Frustrated
২৬ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:২৭
284616
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম!
হতভাগা ভাই 'শিয়ারা নাকি' বলে যা কিছু বললেন - তাতে আমি অবাক হয়েছি। একবিংশ শতাব্দীতে আপনার মত অমন প্রজ্ঞা নিয়ে লিখালিখিতে নিয়োজিত একজন ভাই 'নিজে থেকে নূন্যতম নেট এ শিয়া বিলিফ লিখে একটুও খোঁজাখুজি না করে - প্রশ্ন করলেন 'ইসলামের এই প্রথম বুনিয়াদ না মেনে কি শিয়ারা নিজেদের মুসলমান বলে দাবী করতে পারবে'?

অথচ বেসিক জ্ঞানে আমরা জানি কালেমা এক্সেপ্ট না করা কেউ মুসলমান ই নয় এবং তারা মক্কা মদীনায় ব্যান্ড।

ব্যাক্তিগতভাবে যে কেউ এ নিয়ে ইনভেস্টিগেশান করবে, ক্রিটিক্যালী চিন্তা ভাবনা করবে - সে ই এ মর্মে উপনীত হবে যে - কোন একটা স্বার্থান্বেষী মহল শিয়া সুন্নিদের ট্রু ফ্যাক্টসগুলোকে আড়াল করে একপক্ষকে অপরপক্ষের বিরুদ্ধে পরিকল্পিতভাবে উসকে দিচ্ছে, রিউম্যার তৈরি করছে - যাতে গন শিয়ারা সুন্নীদের ঘৃনা করে আর গন সুন্নিরা শিয়াদের ঘৃনা করে।

আমি আরো মনে করি ট্রু মুসলিমদের উচিত এ নিয়ে জেনেশুনে বুঝে ঘৃনা উদ্রেক করা উচিত কিংবা ঘৃনা উদ্রেক করা হতে বিরত থাকা উচিত। কারন 'ভুল' হলে কাল কেয়ামতের দিন এ হতে উদ্ভুত রক্ত ঝরাঝরির জন্য আপনি নিজেই বিচারের মুখোমুখি হবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File