৯৯% মানুষের ১০০% ভরসা সেনাবাহিনীর উপর-
লিখেছেন লিখেছেন সময়ের কন্ঠ ০৩ জানুয়ারি, ২০১৪, ০৩:৩৩:২৩ দুপুর
সেনাবাহিনী ৯ তারিখের পরও মাঠে থাকবেন বলে জানিয়েছেন সিইসি। কেন থাকবেন তার কোন ব্যাখ্যা তিনি দেননি। বিরোধীদলের আন্দোলনকে ঠেকাতেই মুলতঃ সেনাবাহিনী নামানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশের বীর সেনাবাহিনী সেই ধারনা বিফল করে দিয়ে প্রমাণ করেছেন তারা কোন দলের পক্ষে থাকবেন না। তাদের ভাল করেই জানা আছে, এদেশের ৯৯% মানুষের ১০০% ভরসা আছে তাদের উপর। কোর্ট কাচারীর উপর এখন আর মানুষের আস্থা নেই বললেই চলে। বাংলাদেশের যে কোন এলাকায় জরিপ চালিয়ে প্রমাণ করতে পারবেন এটা।
বিষয়: বিবিধ
১৭৩৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর সেনাবাহিনী গর্ব কোন কারণে ? ৭১ এ তাদের চেয়ে আমজনতাই বেশী যুদ্ধ করেছে সন্মুখ সমরে । কিন্তু বীরশ্রেষ্ঠ করা হয়েছে সশস্ত্রবাহিনী থেকেই । ওদের যা কাজ ছিল তার জন্য তারা এই খেতাব পাবার কথা নয় । তাদের তো নিজস্ব পদবী আছেই ।
বরং এটা পাওয়া উচিত ছিল যে সব সাধারণ মানুষ সৈনিক না হওয়া সত্ত্বেও যুদ্ধ করে শহীদ হয়েছে তাদের ।
বাংলাদেশের ১০০%ই বিশ্বাস করে যে , এই যে সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষাবাহিনীতে এত নাম কামাচ্ছে তারা বাংলাদেশে যখন যুদ্ধ বাঁধবে মায়ানমার/ভারতের সাথে ৩০ মিনিটও টিকতে পারবে না । পারে নি ২৫.০২.২০০৯ এ এবং পারবেও না কখনও ।
এদেরকে নিয়ে মানুষ গর্ব করে না বরং ভয় পায় , কারণ তাদের হাতে অস্ত্র থাকে । যেমনটা থাকে র্যাব , পুলিশ ও বিজিবির হাতে । এদের সবগুলোর হাতেই অস্ত্র থাকে বলে মানুষ সবসময়ই এদেরকে এড়িয়ে চলে ।
এরা প্র্যাকটিকালি কখনই জনগনের বন্ধু নয় । এরা তাদের ক্ষমতা বলে মানুষকে সবসময় একটা আতন্কে রাখে । তল্লাশীর নামে / অভিযানের নামে / ধারার দোহাই দিয়ে এরা নিরপরাধ মানুষকে সব ধরনের হয়রানী করে থাকে ।
এরা কখনই গর্ব হতে পারে না । এরা আতন্কের নাম ।
মন্তব্য করতে লগইন করুন