এরশাদ !১৬ কোটি অমানুষ বাঙালীকে ক্ষমা কর

লিখেছেন লিখেছেন জিয়া্ মির্জা ০৫ ডিসেম্বর, ২০১৩, ১১:৩৭:০৯ সকাল

♥ ক্ষমা করে দাও এরশাদ ।১৬ কোটি অমানুষ বাঙালীর পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমাপ্রার্থী। তোমার বুকের গভীরে লুকিয়ে থাকা দুঃসহ যন্ত্রনা হাহাকার উপলব্ধি করবার মত বিবেক বুদ্ধি আজ তারা হারিয়ে ফেলেছে ।কতটা নিষ্ঠুর নির্মম বেদনা আর কস্ট নিয়ে তুমি বেচে আছ তা মর্মে মর্মে আমি বুঝি। বাংলার মানুষের মুখের দিকে তাকিয়ে তুমি আজো বিনিদ্র রাত কাটাও মৃত্যু পথের যাত্রী হয়েও ।আফসোস তারা তোমার সে আকুতি বোঝার অন্তঃ চক্ষু হারিয়ে ফেলেছে। কতটা অসহায় হলে একটা মানুষ বলতে পারে আমি আত্নহত্যা করব তা আর কেউ না জানুক আমি জানি। কতটা জীবনের ঝুকি নিয়ে তুমি আজো বীরের মত গর্জে ওঠ ।এই ৮৫ বছরের বৃদ্ব বয়সের ভারকে তুচ্ছ করে সিংহের মত তোমার হুংকার আজ কাঁপিয়ে তুলেছে জালিমের মসনদ ।শোষকের রক্তচক্ষু উপেক্ষা করে তোমার দুর্দমনীয় বজ্রকন্ঠের মহিমা শুনে আবার নতুন করে আশায় বুক বাঁধি রক্তে স্রোতধারা বয়ে যায় নির্যাতিত লক্ষ কোটি আলেম উলামা আর নিপীড়িত সাধারন মানুষের হ্রদয়ে । কোন ভয়াবহ নিষ্ঠুর তার বলি হয়ে তোমাকে বারবার ওয়াদা ভংগ করতে হয় তাও আমার অজানা নয়। তোমার গর্জনে বুকে একটু সাহসের ছোয়া লেগেছে আমাদের নেত্রীর। কাল আসছেন তিনি। নতুন রনসাজে আরো ভয়ংকর আন্দোলনের কঠোর বিপ্লবী ডাক দিবেন তিনি এই স্বপ্ন নিয়ে নিদ্রিত হব আজ রাতে। তবেঁ বাঙালীর আর একবার গর্জে ওঠার পেছনে যে তুমিও মহানায়ক হয়ে রবে চিরকাল ইতিহাসের সোনালী পাতায় ।চিরটা কাল আমাদের রক্ত চুষে খাওয়া ভারতের সচিবকে আজ তুমি যে ঝাড়ুপেটা করেছ তার জন্য আবারো স্যালুট তোমায় হে বীর সেনা ।

বিষয়: রাজনীতি

৯৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File